পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] AMMAMMS MMMA AMMAMMeA MAeMMMMMAMMMMMAMAMAAA S AAAAA AAAA S গবন্মেণ্ট অন্য দলগুলির সহিত কনফারেন্স করেন নাই,-- যাহা করিয়াছেন নিজ নিজ দায়িত্বে করিয়াছেন । ভারতবর্ষের বেলায় এই সব রীতির ব্যতিক্রম করা হইতেছে। ইহার অর্থ বুঝিবার এবং কারণ অল্পমান করিবার সামর্থ্য ভারতবাসীদের আছে । বিলাতের ডেলী মেল একট প্রধান কাগজ। তাহাতে প্রস্তাব করা হইয়াছিল, যে, কানাডা প্রভৃতি ডোমিনিয়নগুলির প্রতিনিধিসমূহকেও ত্রিকোণ, চতুষ্কোণ, পঞ্চকোণ, ষটকোণ, বা সপ্তকোণ,.টেবিল বৈঠকে যোগ দিবার নিমিত্ত আহবান করা হউক । কানাড়া, দক্ষিণ-আফ্রিকা প্রভৃতি ডোমিনিয়নগুলা ভারতীয়দের প্রতি কিরূপ ব্যবহার করে এবং ভারতীয়দের সম্বন্ধে তাহদের ধারণ কিরূপ নীচ, তাহ! জান। কথা । তাহদের প্রতিনিধিদিগকে বৈঠকে স্থান দিবীর প্রস্তাবের উদ্দেশু, যত বেশী সম্ভব ভারতশত্র বৈঠকে একত্র কর । প্রস্তাবের মধ্যে এই অপমানকর ধারণাও উহ আছে, যে, অশ্বেত ভারতীয়েরা শুধু ব্রিটেনের নহে, শ্বেত ডোমীনিয়নগুলারও দাস এবং সেইজন্য ভারতের ভাগ নির্ণয় করিতে হইলে ডোমীনিয়ন গুলার সহিত ও পরামর্শ করা দরকার । ভারতশত্র সাইমনের আমেরিক-যাত্র ভারতীয়দের নানা প্রকার নিন্দ প্রচার, ভারতবর্ষের স্বশাসক হইবার অযোগ্যতা প্রচার অনেক ইংরেজ আমেরিক ও অন্যত্র করিয়া থাকে। কোন একট। উপলক্ষ্য করিয়! অনেক ইংরেজ আমেরিক গিয় ইহ। যেমন বাকুড়া কলেজের ভূতপূৰ্ব্ব অধ্যাপক মিঃ টমসন মেয়েদের ভাসার কলেজে ( Vassar College ) সাময়িক অধ্যাপকতা করিতে গিয়া ভারতের বিরুদ্ধে করে । বিষ উদগীরণ করিতেছেন। অনেকে পরোক্ষভাবে ভারতবর্ষের রাজস্ব হইতে টাকা পায়। ভারতগবন্মেণ্টের কোন কোন ভূত্য ছুটি লইয়া ব৷ পেন্সান পাইবার পর এইরূপ কাজ করিয়া থাকে । ভারতবর্ষের সপক্ষে কিছু বলিবার লিখিবার লোক বিবিধ প্রসঙ্গ-সাইমনের আমেরিকা-যাত্র AA AMAJSMAMMAAAS S ASAAAAASAAAAMAMMAMA AMAeMMMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA S Գ(:Տ AA AMAMMAMMAMAAASAAAA আমেরিকায় বেশী নাই। তথাকার ভারতীয় ছাত্রের এবং দুচার জন অন্ত শিক্ষিত ভারতীয় শত্রুপক্ষের মিথ্য কথার প্রতিবাদ করেন এবং ভারতবর্ষের সম্বন্ধে প্রক্লত তথ্যের প্রচার করেন । ইহাতেই ব্রিটিশ ও ইঙ্গভারতীয় অনেক কাগজ চীংকার জুড়িয়া দিয়াছে, যে, আমেরিকায় মহাত্মা গান্ধী ও অন্য ভারতীরের ভয়ানক ব্রিটিশ-বিরোধী প্রপাগ্য গু! চালাইতেছে ! ভারতবর্ষ সঙ্গন্ধে সত্য কথা আমেরিকায় জানাইবার ইচ্ছা অনেক ভারতীয়ের থাকিলেও তাহ করা তাহীদের পক্ষে দুঃসাধ্য । তাহাদের লোকবল ৭ অর্থবল কম। আমেরিকায় কেহ যাইতে চাহিলে তাঙ্গার পাসপোর্ট ( জাহাজের ছাড়পত্র ) পাওয়৷ কঠিন । আমেরিকায় পাঠাইবার জন্য টেলিগ্রাম দিলে তাহ ন পাঠাইবার অধিকার টেলিগ্রাফ অফিসের আছে। চিঠি, রাজনৈতিক প্রবন্ধ প্রভৃতি আমেরিকায় যথাস্থানে পৌছান কঠিন । কারণ, ডাকে যাহা পাঠান হয়, তাহ আটক করিবার কিংবা বহু বিলম্বে পাঠাইবার ব্যবস্থ৷ এদেশে আছে। ইংরেজ পক্ষের এ রকম কোন বাধাই নাই । তা ছাড়া ইংরেজরা অন্য উপলক্ষ্যে আমেরিকায় গেলেও আসল উদ্দেশ্যট। প্রপ্যাগ্যাণ্ড করাই হইতে পারে। যেমন সাইমন প্রভৃতি ১৮০ জন ব্রিটিশ জাতীয় ব্যক্তি অন্তব্যপদেশে কানাড়া ও আমেরিক যাইতেছেন এবং আমেরিকাতেও বকৃত করিবেন। যথ। — Montreal, Aug. 5. The McGill l’niversity will Confer an honorary degree on Sir John Simon when, he attends the annual moeting of the , (‘anadian Bar Association at . Toronto, during his forthcoming visit to ('anada and America with a party of British lawyers who are returning the visit made by the American Bar to loondon, The party of 180 including Sir John and Lady Simon, Lord Tomlin and Mr. Justice Macnaughten, left London to-day. Sir John, Simon, who is prolonged . . holiday, singe he undertook the ('hairmanship. of the Simon ('ommission, has agcepted invitations to . Speak at a number of taking his first places, and said in an interview that he thought that he would be CYpected to say something about India. , Tlle, party will be the guests of Lord and Laly Willingdon at Ottawa. — Reuter. উপরের সংবাদ পড়িয়া ইহাও মনে হয়, যে, স্যার

  • এক অাধ জন ভারতীয় আমেরিকায় কথন কথন অযথার্থ কথাও বলেন । ইহা দুঃখ ও লজ্জার বিষয় ।