পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬৬ দ্বারা উৎসাহিত হইয়াছিল। র্তাহার ঠিক কথাগুলি এই :-- “More evidence has been received of the effect of the (‘ivil 1)isobedience movement in encouraging lawlessness in directions not connected with the movement. In Bengal there were disturbances involving many villages. “aused by attacks tipon money-londers by delitors.” বোম্বাইয়ে নেতাদের শাস্তি লোকমান্য বাল গঙ্গাধর টলক মহোদয়ের বাধিক শ্রদ্ধ দিবস উপলক্ষ্যে বোম্বাইয়ের কংগ্রেস কমিটির কর্তৃপক্ষ একটি মিছিলের ব্যবস্থা করেন । তথাকার পুলিস কমিশনার তাহ নিযেধ করেন, এবং যে যে রাস্ত দিয়া বহুবার বৃহত্তর মিছিল কিছুদিন আগেও গিয়াছে, সেই কুকতাঙ্ক রোড ও হৰ্ণবি রোডের এসপ্লানেড হাজত হইতে কয়েদাগাড়ী নেতৃগণকে বাইকুল্লা জেলে লইয়া চলিয়াছে সন্ধিস্থলে লাইনবন্দী পুলুিসের দ্বারা তাহার গতিরোধ করেন। তাহাতে নেতৃবর্গ ও জনতা রাস্তায় বৃষ্টির মধ্য বসিয় থাকেন । তাহার। সন্ধ্যার আগে হইতে পরদিন প্রাতঃকাল পর্য্যন্ত ১৪ ঘণ্টা এই অবস্থায় থাকেন। তখন নেতৃবর্গকে গ্রেপ্তার করা হয়, এবং জনতার অনেকে চলিয় যান। বাকী কয়েক শত লোক ভিজা রাস্তায় বসিয়াই থাকেন । পুলিস লাঠি চালাইয়৷ প্রবাসী—ভাদে, ১৩৩৭ AASAASAASAASAASAA AA ASASASASMAMMAA SAAAAAS AAASASASS [ ৩eশ ভাগ, ১ম খণ্ড SAMMeeeMAMAAA AASAASAASAASAASAASAAAS র্তাহাদিগকে তাড়াইয়া দেয়। কয়েক শত লোক জথম হয়, ও অনেককে হাসপাতালে যাইতে হইয়াছে । র্যtহাদিগকে গ্রেপ্তার করা হইয়াছিল, তাহদের মধ্যে নেতৃগণকে কয়েদীগাড়া হইতে নামান হইতেছে পণ্ডিত মদনমোহন মালবীয়, শ্রযুক্ত বল্লভ ভাই পটেল প্রভৃতি দেশমান্য নেতারাও ছিলেন। সাধারণ কাণ্ডজ্ঞান বিশিষ্ট কোন লোক মনে করিবেন না যে, এরূপ লোকদের মিছিলের উদ্দেশ্য ছিল শান্তিভঙ্গ করা। তাহারা রাস্তার একপাশ দিয়; s জন ব| ১ জনের লাইন পাপিয়া ধাইতে চাহিয়াছিলেন । পুলিস তাহতেও রাজী হয় নাই । বোম্বাইয়ের প্রধান প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেটের নিকট অভিযুক্ত ব্যক্তিদের বিচার হয় । সচরাচর এরূপ বিচারে সত্যা গ্রী অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন করেন না, সরকারপক্ষের সাক্ষীদিগকে প্রশ্ন করেন না, নিজের দোমী কি নির্দোষ কিছুই বলেন না, মোকদ্দমার সহিত কোন সংস্রব রাখেন না। সুতরাং সত্যা গ্রহী অভিযুক্তদিগকে দণ্ড দেওয়া খুব অল্প সময়সাপেক্ষ ও সহজ হইয়া থাকে। এক্ষেত্রে পণ্ডিত মদনমোহন মালবীয় ছাড়া আর সকলেই মোকদ্দমার সহিত কোন সংস্রব রাখেন নাই । তিনি সরকারী সাক্ষীদিগকে জের করেন, এবং আত্মপক্ষ সমর্থনার্থ বক্তৃতা করেন । অবগু, তাহীতেও মোকদ্দমার ফল যাহা হইবার তাহ হইয়াছে—-সকলেই দণ্ডিত হইয়াছেন। কিন্তু অন্তবিধ একটা ভাল ফল হইয়াছে। সংবাদপত্রের পাঠকের