পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য। ] শিল্পিগণের সাহায্য ও বন্ধুত্ব লাভ করিতেছেন। বিলাতের শ্রেষ্ঠ ভাস্কর শ্ৰীযুক্ত ডবলিউ সি মে তাহাকে নিজের কারখানায় ছাত্ররূপে গ্রহণ করিয়াছেন । প্রসিদ্ধ চিত্রকর রদেনষ্টাইন অশ্বিনী বাবুর বন্ধু । এষ্ট সংখ্যায় অশ্বিনী বাবু রদেনষ্টাইনের চিত্রাবলী সম্বন্ধে এক প্রবন্ধ লিথিয়াছেন। তিনি সাহিত্যচর্চা করিতেও খুব ভালোবাসেন । The City of নামক পত্রিকায় অশ্বিনী বাবুর সম্বন্ধে এক সচিত্র প্রবন্ধ বাহির হইয়াছে । আমরা সেই চিত্র এস্থলে প্রকাশিত করিতেছি । তিনি আপনার শিক্ষকের কারখানায় সাপুড়ের মুক্তি গড়িতেছেন । ভারতবাসী হাতের কাজের সুক্ষ্মতার জন্ত চিরপ্রসিদ্ধ। অশ্বিনী বাবুর সেই প্রাচ্য নিপুণতা পাশ্চাত্য শ্রেষ্ঠ শিল্পীর শিক্ষার গুণে জয়যুক্ত হইবে আশা করা যায়। ভারতবর্ষের ভাস্কর্য্য চির প্রসিদ্ধ ; তাহ সুপ্ত হইয়া পড়িয়াছে। অশিক্ষিতপটু শ্ৰীযুক্ত কাশীনাথ বলবন্ত হ্মাত্রে উহার াগরণেব আভাস দিয়াছিলেন, শ্ৰীযুক্ত শীতলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও একদিন বাঙালীকে আশান্বিত করিয়াছিলেন, কিন্তু কেহই অশ্বিনী বাবুর মতো সাধনা অবলম্বন করেন নাই । তাeার আকাঙ্ক্ষণ তিনি উত্তম ভাস্কর হইবেন, অত্যুত্তম চিত্রকর হইবেন । যাহার হৃদয়ে উচ্চাকাঙ্ক্ষার সহিত উদ্যম থাকে তাচার সিদ্ধি অবশুম্ভব। ইহার বয়স এক্ষণে ২৮ বৎসর মাত্র । ( 8 ) ঐযুক্ত জে, সি, চৌধুরী ত্রিপুরা রাজ্যের আগরতলার লোক । তিনি রেশমশিল্প শিখিবার জন্ত শিল্পবিজ্ঞানশিক্ষাসমিতি কর্তৃক বিদেশে প্রেরিত হন। ত্রিপুরার বদান্ত মহারাজ ইহার পৃষ্ঠপোষক হইয়াছিলেন। তিনি লেখাপড় শক্ষা সমাপ্ত করিয়া রাজসাহী রেশমবিদ্যালয়ে প্রেরিত ইন। দুই বৎসরে তিনি সেখানকার শিক্ষা সমাপ্ত করেন। উৎপরে তিনি বাংলা প্রভূতি প্রদেশের যাবতীয় রেশমকেন্দ্র পরিদর্শন করেন । তৎপরে তিনি বাঙ্গালোরে মহাত্মা গটার রেশম কারখানায় রেশমপোকা পালন ও গুটি হইতে রশম বাকির করার জাপানী রীতি শিক্ষা করিতে যান । সখান হইতে তিনি ত্রিপুরার মহারাজার রেশমকারখানার * (Superintendent) নিযুক্ত হইয়া ঐ কাৰ্য্য দক্ষতার London Illustrated কুস্তিগির পালোয়ান গাম }b^S শ্ৰীযুক্ত জে সি চৌধুরী। সহিত পরিচালন করেন । এই সময় বেঙ্গল সিন্ধ কোম্পানির ম্যানেজার শ্ৰীযুক্ত ডবলিউ ভাল ওয়েষ্টন, রাজসাহীকাজিলা সিল্ক ফাইলেচারের ম্যানেজার শ্ৰীযুক্ত এফ, এল, পেরিন, রাজসাহ -মতিহার রেশমকুঠির ম্যানেজার শ্রীযুক্ত এফ মর্টন, এবং পূর্ববঙ্গের ক্লষিবিভাগের অধ্যক্ষ শ্ৰীযুক্ত এইচ, সি, বার্ণেস, আই-সি-এস তাঙ্গার নিপুণ তায় খুব প্রীত হন। ত্রিপুরা হইতে তিনি জাপানে গিয়া তোকিয়ে রাজকীয় বিশ্ববিদ্যালয়ে এক্ট শিল্প শিক্ষা করেন এবং জাপানের সকল প্রধান রেশমকেন্দ্র পরিদর্শন করিয়া শিক্ষার চুড়ান্ত করিয়াছেন। --٭-ج -----------جیبس۔ سےمد কুস্তিগির পালোয়ান গাম ভারতের পালোয়ান গামা ইংলণ্ডে গিয়া সে দেশেরবহু পালোয়ানকে পরাজিত করাতে বিলাতে গামার ধষ্ঠ ধন্ত পড়িয়া গেছে। গামা খুব বড় পালোয়ান হইতে পারে, কিন্তু তথাপি সে ভারতের শ্রেষ্ঠ পালোয়ান নয় বোধ হয়। সুতরাং ভারতের নামজাদ পালোয়ানেরা যে বিদেশী