পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—পৌষ, ১৩১৭ S AASAASAASAASAA AAAAMMMMSMeSAMMMAMMMMAMMAMAeMMeMeMMMAMSMAMMAMMAMAMMMMMeASMAeMAAAA ১০ম ভাগ, ২য় খণ্ড খসরুবাগ, এলাহাবাদ । আকবরের সভাসদ হাস্তরসিক বীরবল প্রায়ই প্রয়াগে আসিতেন । তাহার তীর্থযাত্রার কথা অশোকস্তম্ভে উৎকীর্ণ আছে, যথা— “সম্বৎ ১৬৩২ শকে ১৪৯৩ মাগৰদী পঞ্চমী সোমৰার, গঙ্গাদাস-সুত মহারাজ ধীর্বর শ্ৰীৰ্তীর্থরাজ প্রয়াগকে যাত্রা সফল লিখিতম্।" এইরূপ কিম্বদন্তী যে, কেল্লা নিৰ্ম্মাণের সময় নদীর ভাঙনে গাথনি টিকিতেছিল না । লোকে বলিল নদীকে নরবলি ন দিলে তাহার ক্রোধ শাস্ত হইবে না, সে বন্ধন স্বীকার কারবে না । আকবর চিস্তিত হইলেন। তখন এক ব্রাহ্মণ স্বতঃপ্রবৃত্ত হইয়া বলি ছইল, কিন্তু এই সৰ্ত্তে ষে তাহার বংশধরেরাই প্রয়াগের পাণ্ডার কার্য্য কfরবে, অপরে নহে। এখন সেই আত্মত্যাগ ব্রাহ্মণের কৰ্ম্মবিমুখ ও অশিক্ষিত বংশধরেরা যাত্রীদিগের মাথায় হাত বুলাষ্টয়া নিশ্চিন্ত মনে উদরাল্লের সংস্থান করিতেছে । ইহারা পুথির চেয়ে লাঠির চর্চাই বেশি করে এবং সময়ে সময়ে সকল ধাত্রীদের উপর জোর জুলুম করিতেও কুষ্ঠিত হয় না। ধন্মের নামে নিৰ্ব্বিশেষ দান আমাদের দেশকে ক্রমশ হীনবল অলস ও কুক্রিয়ারত করিয়া তুলিতেছে। গঙ্গার জলোচ্ছ,সি নিবারণের জন্ত আকবর কেল্লার সম্মুখে এক উচ্চ বাধ দিয়াছিলেন । তাই এক্ষণে আকবরের বাধ নামে প্রসিদ্ধ। ফ্যানি পার্কস নাম্নী এক ইংরেজ মহিলা ৮০ বৎসর পূৰ্ব্বে ভারত-ভ্রমণে আসিয়াছিলেন —&f=f3 asto Wanderings নামক পুস্তকে এই বাধ মহারাষ্ট্র-বাধ নামে উল্লিখিত হইয়াছে । আকবরের পর জাহঁাগীর বাদশাহ এলাহাবাদে অধিক সময় অতিবাচিত করিতেন । জাহাগীরের প্রথম বনিতা শাহ বেগম র্তাহার গর্ভজাত পুত্র খসরু ও স্বামীর মনোমালিন্তে মৰ্ম্মাহত হইয়া অহিফেন সেবনে এলাহাবাদে দেহত্যাগ করেন । তাহার পুত্র খসরু ও তাহার অন্তান্ত আত্মায়ের মৃত্যুও এলাহাবাদে হয়। ইহাদের সমাধি একটি সুন্দর উদ্যানের মধ্যস্থলে আছে । সেই উদ্যানের নাম খসরু বাগ । বর্ষা ও শীতকালে বাগান যখন ফুলে ফুলে ফুলময় হইয়া যায় তখনকার দৃপ্ত যিনি দেখিয়াছেন তিনি কখনো ভুলিবেন না। এই বাগানের মধ্যে কয়েকটি ফোয়ারা আছে—কুপ হইতে জল তুলিয়া উচু দেয়ালের মাথায় নহরে ঢালিয়া দেওয়া ইষ্ঠত, সেই জল নানা বিচিত্র ভঙ্গিতে গড়াইয়া আসিয়া চৌবাচ্চার মধ্য হইতে উৎসারিত of a Pilgrim