○b"● চলিতে পারে এমন ব্যবস্থা করিলেন । তাহাকে “অটোমেটিক-সাটুল” কচে । পরে “তানা” ও “পড়িয়ান” স্বত্রের গতিরোধ যন্দ্বার স্বল্পায়াসে কষ্টতে পারে তাহার ব্যবস্থা করিয়াছিলেন। সকল লোকে টাকা সংগ্ৰহ করিয়া ইচ্ছাসত্ত্বেও তাত ক্রয় করিতে পারে না বলিয়া তিনি তাহাদের নিকট র্তাত ভাড়া দিবার ব্যবস্থা করিলেন । হাতের তাতের ব্যবসায়ী তত্ত্ববায়গণ যখন দেখিল তাহণদের ব্যবসায় কলের তাতে নষ্ট হইয়া যাইবে তথ্রন যাহারা ঐ তাত ভাড়া বা ক্রয় করে তাহাদিগকে তাহারা নানাবিধ অত্যাচার করিতে আরম্ভ করিল। তখন তিনি ইয়র্কসায়ারে একটি কারখানা প্রতিষ্ঠাপিত করিলেন। ইতা ১৭৮৭ খ্ৰীষ্টাব্দের কথা । কেহ কোন কাৰ্য্য হাতে কলমে না করিলে তাছার সুবিধা অসুবিধা বুঝিতে পারে না। কাটরাইট এক্ষণে কলের গলদ এবং প্রকৃত অভাব কি তাহা বিলক্ষণ অনুভব করিলেন। তাহার বিমোচনের জন্তও যথেষ্ট চেষ্টা করিতে লাগিলেন। ১৭৯২ খ্ৰীষ্টাব্দে তিনি র্তাহার শেষ চেষ্টা কার্য্যে পরিণত করিলেন। তাহার সেই তাতটি “পেটেণ্ট” করিয়া লইলেন । এই তাতের বিশেষত্ব এক্ট, খানচা হইতে স্বত্র ংযোগে বহু “মাকু” পরিচালিত হইতে পারবে। ঐ “মাকু”গুলি কানাচে ভাবে থাকিতে পারে না। উহাদিগকে সোজা ভাবে থাকিতে হইবে। যাহা হউক, ইহাও তত কার্যকরী হইল না । হাতের তাতে যে প্রকার স্থতা প্রস্তুত হইতে পারে ইহাতেও তদপেক্ষা উত্তম সুতা প্রস্তুত হইল না। কিন্তু উহাতে প্রতি মিনিটে উৰ্দ্ধ ৫৫টি “পিক” প্রস্তুত হইতে পারে ও অনুৰ্দ্ধ ৩৭৮ হইতে পারে। তিনি “অটােমেটিক লুম” প্রস্তুতকল্পে বিশেষ চেষ্টত ছিলেন। কিন্তু তিনি ইহাতে বিফল মনোরথ হইয়াছেন। তিনি এই কাৰ্য্যের পর হইতে অবসর গ্রহণ করিয়াছেন। আর কোনরূপ চেষ্টা করেন নাই। “তানার” স্ববন্দোবস্ত থাকায় একজন তত্ত্ববার দুই বা ততোধিক কলের তাত চালাইতে পারে। বিশেষ অসুবিধা সত্বেও এবং তাত অসম্পূর্ণ থাকিয়া গেলেও একজন লোক লারা ইহাতে অধিক কাৰ্য্য সম্পন্ন করান যাইতে পারে। ইহাতেই যে তাতের উন্নতির পর্য্যবসান হইল তাহা নহে। ক্রমশ উন্নত উপায়ে র্তাতের কার্য্য চলিতে লাগিল । প্রবাসী—পৌষ, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড ۰۰۰AASAASAASAASAASAASAAASحههای - همه ه۰۰۰۰ - ۰۰۰۰ مه هاه কিন্তু এই কাৰ্য্যে আর একটি বিঘ্ন আসিয়া উপস্থিত চষ্টল । লোকের মজুরী বৃদ্ধি পাইরা উঠিল । একটি তাত চালাইতে ব্যয় অধিক হইতে আরম্ভ হইল। কলের তাতের উন্নতির সঙ্গে সঙ্গে সুতা-কাটা, বয়ন শেষ করা, পরিষ্কার করা, রং করা প্রভৃতিরও বিলক্ষণ উন্নতি লক্ষিত হইল । এ সমস্ত কাৰ্য্যই বাষ্পীয় কলের সাহায্যে সম্পন্ন হইতে লাগিল। তুলা উৎপন্নকারী শ্রমজীবিগণকেও উত্তম এবং অধিক ভুল উৎপন্নার্থে বদ্ধপরিকর হইতে হইল। নতুবা আর উক্ত কলের সঙ্গে সমকক্ষ হইতে পারা যাইবে না । কারণ কলওয়ালাগণের অভাব পরিপূরণ করিতে না পারিলে আর কোন ক্রমেই চলিতেছে না। স্বতরাং তুলা পরিবদ্ধন করিতে সবিশেষ যত্ন হইতে লাগিল। এইরূপে কলের তাত ও তুলার উন্নতির জন্য অনেকের মস্তিষ্ক পরিচালিত হইতে ক্রট হইল না । সরকারী রিপোর্টে প্রকাশ ১৭০১ হইতে ১৭৫১ খ্ৰীষ্টাব্দের মধ্যে ১ লক্ষ ৫০ হাজার মণ তুলা ক্রমশঃ বদ্ধিত হইয় ৪ লক্ষ ৫০ হাজার মণে দাড়াইয়াছিল । ১৭৮• ১৬,৭৫• বেল তুলা কাটতি হয়। ➢ ዓ›¢ **, * * 22 22 >bro o 8 , لاo , c 33 33 32 ہ ہ এই প্রকার উন্নতি যে কলের তাতের সংখ্যা বাড়িয়াছিল বলিয়াই কেবল হইয়াছে তাহা নহে। উহা হইয়াছে হাতের তাতের পরিমাণও অতিরিক্ত রূপে বৰ্দ্ধিত হইয়া চলিয়াছে বলিয়া । ডাক্তার কাটরাইটের পরে গ্লাসগো সহরের রবার্টমিলার ও ষ্টকফোর্ডের উইলিয়ম হরক্স নামক দুইটি সাহেব তাতের উন্নতির জন্ত বিশেষ যত্ন করিতেছিলেন। কাটরাইটের অবসর গ্রহণ করিবার চারি বৎসর পরে ১৭৯৬ খ্ৰীষ্টাব্দে রবার্টমিলার অপেক্ষাকৃত উন্নত উপায়ে কলের তাতের উপায় উদ্ভাবন করেন। তিনি মাকু চালাইবার জন্ত প্রিংয়ের ব্যবহার না করিয়া চলিতে পারে কিনা তাহারই উপায় স্থির করিলেন। ১৮৮২ খ্ৰীষ্টাব্দে মিঃ হরক্স তাতের চুঙ্গি প্রভৃতির কিঞ্চিৎ উন্নতি করিয়া তাত চালাইতে আরম্ভ করেন। ১৮৩৬ সালে কলে স্বতা প্রস্তুতের ব্যবস্থা হইল । পুরাতন প্রথানুসারে ২•• শত লোৰে যত স্থত৷ কাটিতে
পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০২
অবয়ব