পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা - সমস্ত রাত্রি খেদার বাছির হইতে অতি সতর্কতার সহিত পাহার দিতে হয়। সকাল হইলে ইহাদের বন্ধন কাৰ্য্য আরম্ভ হয়। যুথটা বড় হইলে হস্তীগুলি বাধিবার পূৰ্ব্বে খেদার সংলগ্ন করিয়া একটা উঠানের মত তৈয়ার করিতে হয়। খেদার দরজা ইষ্টতে কিছু দূরে খেদাব পথের উপরে বেড়া দিয়া উচ্চ নিৰ্ম্মাণ করিতে হয় । ঐ দরজা তুলিয়া কয়েকটা ধৃত হস্তী বাহির হইতে দিয়া ভিতরের খেদার ভিড় কমান হয়। এক্ষণে বন্ধন কাৰ্য্য আরম্ভ হয় । বেড়ার দিকে পিঠ আছে এমন একটা হস্তীকে লক্ষ্য করিয়া তাহার দুই পাশ্বে দুইটী পালিত হস্তী চালনা করা হয় ; ষ্টতাতে বঙ্গ হস্তীর লেজের দিকে তাতাদের মাথা থাকে ; দিক হইতে গায়ে ঠেস দিয়া উহারা বস্তহস্তীটিকে আর নড়িতে দেয় না । তখন একটা শিক্ষিত ব্যক্তি বেড়ার মধ্যে লাফাষ্টয় পড়িয়া উহার পিছনের পা দুইখানি মোট কাছি দিয়া বাধিয়া ফেলে ; এই কাঠ্য অত্যন্ত বিপজ্জনক ও ইহাতে সাতিশয় নৈপুণ্যের দরকার, কারণ হস্তীট মুক্ত হইতে প্রাণপণে চেষ্টা করে। প্রায়ই লোকটকে বেড়া গলিয়া চম্পট দিতে হয়, বেড়ার ডালপালাগুলি সরাইয়া এজন্ত পলায়নের সুবিধা করিয়া দেওয়া হয় । পিছনের পা দুইখানি বাধা হইলে ঐ বাধনের উপর দিয়া বেড়ার বাহির হইতে একটা মোটা দড়া পা দুষ্টখানির মধ্যে গলাইয়া দেওয়া হয় । তাহার পর দড়াটা বাহিরে একটা মোটা গাছের গুড়ির গায়ে কয়েকবার জড়াইয়া বাধা হয়। তখন ভিতরে বস্তহস্তীটি প্রাণপণে বেড়া ভাঙ্গিয়া পলাইতে চেষ্টা করে, আর বাহির হইতে একদল লোক ক্রমে ক্রমে দড়াটা আরও শক্ত করিয়া টানিতে থাকে । ভিতর হইতে আবার একটি পালিত হস্তী বন্তহস্তীটিকে বেড়ার দিকে ঠেলিয়া বাহিরের লোকগুলির সাহায্য করে । সমস্ত যুথট বন্দী না হওয়া পৰ্য্যস্ত এইরূপই চলিতে থাকে। তবে শাবকগুলি বাধিবার আর বড় প্রয়োজন হয় না, কারণ তাছার স্ব স্ব মাতৃপার্শ্ব মুহূৰ্ত্তেকের নিমিত্তও পরিত্যাগ করে লা । বৃহদাকার হস্তীগুলি বন্দীকৃত হইলে তাহাদিগকে ক্রমে ক্রমে স্থানান্তরিত করিতে হয়। প্রত্যেক বন্তহস্তীর খেদা বা বস্থ্যহস্তী ধরিবার প্রণালী ass প্রতি পাশ্বে এক বা ততোধিক পালিত হস্তী বাধিয়া পূৰ্ব্বে নির্দিষ্ট কোন স্থানে উহাদিগকে লইয়া যাওয়া হয় । স্থানটী জলাশয়-সন্নিঙ্গিত এবং বন্ধনোপযোগী বিশাল বৃক্ষরাজিসমন্বিত হওয়া প্রয়োজন । এই স্তানে পৌছিলে পরে প্রত্যেক বয়স্ক হস্তীর পিছনের পা তুষ্ট থামি মোটা দড় দিয়া একটা গাছের সঙ্গে বাধিয়া ফেলা হয় । আধ একটা দড় উঠাব গলদেশ বেষ্টন করিয়া সম্মুখে আর একটী গাছেব সঙ্গিত বাধা চয় । বন্ধনকালে উক্লাব দুষ্ট পাশ্বে পালত ই স্তী ঠেলা দিতে থাকে, তাহাতে হস্তীটা আর কোন গুরূপ বাধা প্ৰদান করিতে পারে মা । ইহার পরে বঙ্গহস্তাটি প্রাণপণে দড় ছিড়িবার চেষ্টা করে ; পরিশেষে শাস্ত ক্লান্ত হঠয়া বসিয় পড়ে; পুনরায় বল পাঠলে উঠিয়া স্বকীয় অদৃষ্ট গু কৰ্ম্মফল ভাবিয়া অপেক্ষারত শান্ত হয়। উকারী এক্ট স্থলে যে ২।৩ দিম থাকে, সে কয় দিন ঘাস এবং কোন কোন গাছের ছোট ছোট ডালপালা অল্প পরিমাণে উছাদিগকে গাইতে দেওয়া হয় । এইরূপে শান্তভাল পাবণ কবিলে, পালিত হস্তীর সঙ্গে বাধিয়। উক্তাদিগকে একে একে জলাশয়ে লক্টয়া যাওয়া কয় । কারণ পুরাতন সহচর কিন্তু জলাশয় ইত বড় সঙ্গ ছা ব্যাপার নচে, পরিত্যাগ করিতে ইষ্টার বড় অনিচ্ছুক । তইতে প্রত্যাগমন কালে তাঙ্গারা অপেক্ষাকৃত শান্তভাব ধারণ করে, এবং সঙ্গীদিগকে পুনরায় দেখিতে পাষ্টয়া অতিশয় আনন্দিত হয় । এই সময়ে পশ্চাদ্ভ"গে লাল রং দিয়া প্রত্যেকের সংখ্যা লিথিয় উচ্চাদিগকে চিহ্ণিত করা হয়। তৎপরে উচ্চাদিগকে Superintendent Fitzgą F#FF পূৰ্ব্বনির্দিষ্ট কোন স্থানে লইয়া যাওয়া হয়। যেগুলি গবৰ্ণমেণ্ট নিজের ব্যবহারের জন্য রাখেন না, তাছার প্রকাগু নীলামে প্রধানতঃ দেশীয় ব্যবসায়িগণের নিকটেষ্ট বিক্রীত হয় । তাছার আবার ভিন্ন ভিন্ন দিকে দূরদেশে লইয়া গিয়া দেশীয় রাজা ও থনীদিগের নিকট অনেক লাভে উহাদিগকে বিক্রয় করে । খুব সম্প্রতিকার খবর এই যে, গভর্ণমেণ্ট হাতী ধরার ব্যবসা ছাড়িয়া দিবেন কি না বিচার করিতেছেন। যখন দেশে রাস্ত ছিল না, তখন ধনীদিগের একমাত্র যান ছিল হাতী ঘোড়া। এগম রাস্তাপথের উন্নতি হওয়াতে ধনী