পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণচ্ছত্র সূৰ্য্যগোলকের উপরিভাগে যে কিঞ্চিৎ ঈষদুষ্ণ জলজান বাষ্প ( যাহারই নিৰ্ব্বাচন ফলে C রেখার উৎপত্তি ) রহিয়াছে, তাহারও উপরে কোন কারণ বশতঃ অতিশয় উষ্ণ বাষ্প স্বৰ্য্য হইতেও উজ্জ্বলতর রশ্মি প্রেরণ করিতেছে । সূৰ্য্য-কলঙ্ক-প্রস্থত অংশের একটি বিশেষ অংশের মধ্য হইতে একটি আলোকবিহীন অংশ বহির্গত হইয়া স্বর্যের অকলঙ্ক অংশের C রেখায় যাইয়া মিশিয়াছে। তাহার কারণ, স্বৰ্য্যকলঙ্কের মধ্য হইতে জলজান বাষ্প অতি বেগে ( গণনার ফলে প্রতি সেকেণ্ডে ১২০ মাইল ) বহির্গত হইয় ৩০ কি ৪• হাজার মাইল দুরে এক অকলঙ্ক অংশে থামিয়াছে এবং তখন C রেখায় স্থিরভাবে বর্তমান । সুর্য্যগ্রহণকালীন স্বৰ্য্য প্রাস্ত কষ্টতে অগ্নিশিখাবৎ লোলfooth essm casts' (bright line spectra) পরীক্ষায় এই সিদ্ধান্ত হইয়াছে যে দুই কি তিন শত মাইল বেগে প্রধাবিত প্রলয়প্রচণ্ড লোলজিহবা শুধুই সাধারণ তাপ বা চাপের বিপর্যায়ে প্রস্থত নয় । সম্ভবতঃ স্বৰ্য্যের অগ্নিগোলকের অভ্যন্তরীন বিকট উদ্‌গরিশক্তি (explosive force) হইতে সস্তৃত । যুগলতারকা ( double star) এককেন্দ্র গতিতে আকাশে বিচরণ করে । দূরবীক্ষণ তাহাদিগকে, তাহাদের দূরত্বহেতু, বিভক্ত করিয়া দেখাষ্টতে অসমর্থ, আবার কখনও কখনও যুগলতারকার একটি স্বাত্র জ্যোতিষ্মান । ইহার ফলে, কোন কোন তারকার জ্যোতির সাময়িক হ্রাস বৃদ্ধি দেখা যায়। এইরূপ সাময়িক হ্রাস বৃদ্ধি গ্রহণ হইতেই সম্ভব হয় । কিন্তু যেখানে তারকাষুগলের গতি প্রবাসী—কার্তিক, ১৩১৭ [ ১০ম ভাগ, ২য় খণ্ড একে অন্তের গ্রহণ প্রতিপাদনে অক্ষম সেখানেও আলোকচিত্রে বর্ণরেখার বামে দক্ষিণে সাময়িক স্থানচ্যুতি তাহাদের অস্তিত্ব এবং প্রকৃতি প্রতিভাত করে । Algol ( B Persei ) ®* B Lyrae gè afû দুইটি যুগলতারকা । ধীমান ক্লার্ক মেক্সওয়েল (Clerk Maxwell) অঙ্কশাস্ত্ৰ-মতে এই মীমাংসায় উপনীত হন যে শনিগ্রন্সের চক্র (Rings of Saturn) অসংখ্য উল্কাসমষ্টিতে গঠিত । তাঙ্গ ন হইলে, চক্রের বিভিন্ন অংশ কেন্দ্রদুরত্ব (radial distance) of fox coso (unequal velocity) এক অস্থায়ী অনিশ্চিত অবস্থায় ( unstable equilibrium ) estffal tēvs i ffoto (Keeler) *fচক্রের বিভিন্ন অংশের পরীক্ষায় দেখাইয়াছেন যে চক্রের অন্তরাংশ বহিরাংশ হইতে বেশ বেগে প্রধাবিত। যদি চক্র উদ্ধাসমষ্টি না হইয়া দৃঢ় ঘন পদার্থে গঠিত হইত তবে বেগপরিমাণ ঠিক বিপরীত দেখাইবার কথা । স্বর্যা এবং অন্তাষ্ঠ জ্যোতিষ্কের আলোকবিশ্লেষণ ব্যাপারে আমরা অনেক নুতন তথ্য অবগত হইলাম। বুনসেন (Busen) এবং কিরচহফ (Kirchhoff)এর ধারণা ছিল, এক একটি পরমাণুর স্পন্দন, যাঙ্গ হইতে আলোকতরঙ্গের উৎপত্তি তাহ, একইরূপ স্পন্দনহেতু একইরূপ বর্ণচ্ছত্র উৎপাদন করে—বাহ্যিক অবস্থাভেদে তাহার কোন ব্যতিক্রম হয় না । দেখিয়াছি আসল কথা তত সহজ নয়। দেখিয়াছি পরমাণুর স্পন্দনব্যতিক্রম ন হইলেও দৃষ্ট এবং দর্শকের গতিবেগের উপর নির্ভর করিয়া বর্ণরেখার স্থানচ্যুতি ঘটিতে পারে। তারপর ইহা হইতেও জটিল প্রশ্ন উপস্থিত আছে । তামাদের ধারণা ছিল জ্যোতিষ্মান বাষ্প কেবল স্বক্ষ রেখাচ্ছিত্র দিতে সক্ষম, কিন্তু পরীক্ষার ফলে দেখিতে পাই বাম্পের ঘনত্বের বা তাপ চাপ পরিমাণের উপর বর্ণরেখার বিস্তার (broading) এবং এমন কি স্থান পর্য্যন্তও নির্ভর করে । আবার চুম্বকশক্তির প্রয়োগে জিমেন ( Zeeman) একটিমাত্র বর্ণরেখাকে দ্বিধা ও বহুধা বিভক্ত করিয়া আলোকের