পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झोठौम्न छैiएडग्न फ़ेिब्रॐ ७ पत्रछांछ छिनिरु পথের নর্দামার জল কোথায় ধে গিয়া শেষে পড়িত তাহ আর এখন খোজ করিয়া পাওয়া যায় না । সম্ভবতঃ এই বিরাট জলনিষ্কাশন-প্ৰণালী কেবল স্বানের ঘরের জল এবং ছাদের গড়ান জল বাহির করিবার জন্তই চলিত ছিল, কিন্তু নগরের কোনো কোনো, বিশেষত আধুনিকতর স্থানে পায়খানা ইত্যাদির নোংরা জলাদি উপরতলার দেওয়াল ফুটা করিয়া অথবা ছাদ দিয়৷ এই বড় নর্দামায় আসিয়া পড়িত ইহার প্রমাণও পাওয়া গিয়াছে। প্রত্যেক ভাল বাড়িতেই নিজস্ব কুয়া ছিল বগিয়া মনে হয় ; কাচা নর্দামা এবং দরিত্র-পল্লীর জলফেলা পাত্র হইতে ময়লা জল মাটির তলা দিয়া কুয়ায় গিয়া মিশিত ; এবং বড় বড় বাড়ি ও রাজপথের ড্রেন যতই ভাল হউক জল-মেশার ফলে মাঝে মাঝে মহামারী নগরে ছড়াইয় পড়িত এ সিদ্ধাশু না করিয়া গতি নাই । সাধারণ গুহে মানুষ কেমন ভাবে বাস করিত দেখা যাউক । নগর-সৌধগুলি ছাড়া কোনো বাড়িরই প্রায় রাজপথে মুখ ছিল না বলিয়া বড় রাস্তা দিয়া প্রথমেই একটা গলিতে ঢুকিতে হয়। আধুনিক প্রাচ্যের মতই তখনও মানুষ নিজের ধন-দৌলত দেখাইতে কিছুমাত্র ব্যস্ত ছিল না, স্বতরাং একতলার বাড়ির সামনে লোকের চোখের উপর অনেক দরজা জানালার ঘটা ছিল না। ভিতরে বাড়ির একপাশে অধিকাংশ স্থলেই একটি ছোট উঠান ছিল, তাহাতে একটি কুয়া থাকিত। মাঝে মাঝে গৃহস্বামী প্রতিবাসীদের কুয়া ব্যবহার করিতে দিতেন বলিয়া কোনো কোনো কুয়া উঠানের প্রান্ধে