পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশ্চিমে ভারতীয় সঙ্গীতের প্রতিনিধি উদয়শঙ্কর ও তিমিরবরণ শ্রীস্বধীন্দ্রনাথ দত্ত ইতিপূৰ্ব্বে উদয়শঙ্কর ও তিমিরবরণ প্রমুখ ভারতীয় শিল্পিবৃন্দের রুতিত্ব সম্বন্ধে বিভিন্ন পত্রিকায় আলোচনা হয়েছে। এখানে শুধু চিত্রপরিচয় প্রসঙ্গে তাদের সম্বন্ধে যেটুকু বলা প্রয়োজন তা’র বেশী বল্ব না। সম্প্রতি કનIItક হেগ শহরে একটি প্রদর্শনী হয়েছিল। ভারতীয় শিল্পীর সেখানে গিয়েছিলেন। তারই প্রবেশদ্বারের সম্মুখে উপরের ছবিটি তোলা হয়েছে। পরিচয়।—(চিত্রের বঁ। দিক থেকে } ১) উদয়শঙ্করের মাতুল ব্রজবিহারী—তব লা ও সারেঙ্গী বাজনায় নিপুণ। (২) তিমিরবরণ। (৩) বিষ্ণুদাস সিরাণী— মহারাষ্ট্ৰীয় ব্রাহ্মণ। ইনি সঙ্গীত-বিশারদ। এর তব লাউরঙ্গ ইউরোপে বিশেষ সমাদর লাভ করেছে। ভারত-বিখ্যাত সঙ্গীতজ্ঞ পরলোকগত পণ্ডিত বিষ্ণুদিগম্বর এর গুরু। (৪) হাঙ্গেরীয়ান্‌ পথপ্রদর্শক । ( e ) শ্ৰীমতী কনকলতা—উদয়শঙ্করের খুল্লতাত কেদারশঙ্করের ক্য৷ . উদয়শঙ্করের মৃত্যসঙ্গিনী-হিসাবে থ্যান্তিলাভ করেছেন । ৬ ) প্রদর্শনীতে পরিচিত ডাচ-মহিলা । (৭) শ্রমন্ত্রী অপরাজিত নদী—বিখ্যান্ড বাঙালী ব্যবসায়ী শ্রযুক্ত অক্ষয় নদীর কন্যা। ইনিও নৃত্যে উদয়শঙ্করকে সাহায্য করেন। (৮) উদয়শঙ্কর । (৯) মামোয়াসেল সিমূৰ্কী । ভারতবর্ষের সঙ্গে এর সাক্ষাং পরিচয় নেই, অথচ উদয়শঙ্করের শিক্ষায় সেই মৃদর বিদেশেই এই ফরাসীকন্যা ভারতীয় মৃত্যকলায় বিশেষ পারদশিত। লাভ করেছেন। ইনি উদয়শঙ্করের প্রধান নৃত্যুসঙ্গিনী । (১০) বেচু ভট্টাচাৰ্য্য—সব রকম যন্ত্রে (বিশেষভাবে তবলা এবং এস্রাঙ্গে ) এর দখল আছে। ইনি বেনারস ইঞ্জিনীয়ারিং কলেজের ছাত্র ছিলেন। (১ -) কেদারশঙ্কর—উদয়শঙ্করের পিতৃব্য । মৃদঙ্গ-জাতীয় প্রায় সব যন্ত্রেই ইনি স্নপটু ৷ দলের আরও তিনজন ছবিতে অনুপস্থিত । তার