পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミレ* ఏలీంతు / ইস্ফাহান। শহরের বাইরে প্রাচীন জরথুষ্ট্র অগ্নিমন্দির পার্সিপোলিস দেখে আমরা আবার ইস্ফাহনের পথে রওয়ান হলাম। আমার গাড়ীতে সেই শিক্ষ-বিভাগের রাজকৰ্ম্মচারী মাঝে মাঝে ফ্রেঞ্চে কথা বলছিলেন। যেটা বুঝতে পারছিলাম তার উত্তর দিচ্ছিলাম, আবার তিনি আমার যে উত্তরটা বুঝছিলেন তার পাণ্টায় আরও কথা বলছিলেন। গাড়ীর সাম্নের অংশে শ্ৰীযুক্ত মাসানী ব’লে বোম্বাইয়ের এক পালী ভদ্রলোক বসেছিলেন, তার কাছেই শুনেছিলাম যে তিনি ফারসী ভাষায় মুদক্ষ বলে পালী ধনকুবেররা তাকে এদেশে ব্যবসা-বাণিজ্যের স্ববিধ বিচার করতে পাঠিয়েছে। তিনি হঠাৎ রাজকৰ্ম্মচারী মহাশয়ের সঙ্গে ফারসীতে কথা বলতে আরম্ভ করলেন। দু-চারবার কথাবাৰ্ত্ত হতেই বুঝলাম যে, আমার ফ্রেঞ্চের যা অবস্থা তার ফারসীর অবস্থা ততোধিক খারাপ ! খানিক দূর যাবার পর কর্মচারী মশায় ব্যদিকে দূরের পৰ্ব্বতমালার এক অংশ দেখিয়ে বললেন, “ইল এ লাব কে ডর ল্য গ্র সিরুদ’ ( ঐখানে মহান কুরুষ নিদ্রা যাইতেছেন ) "কম্বুজ-পুত্র সসাগর পৃথিবীর অধিপতি কুরুষ," যার নেতৃত্বে পারস্তের বিজয় সেনানী মিশর, *किभ-uलिब्र, मुरुन दौथ्रशूख हेडाiनि ७कछ्छ ब्रांtखा পরিণত করেছিলেন, তার সমাধিস্থল! আমি ত দেখবার