পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুলেখা শ্ৰীমুধীরচন্দ্র কর অপরাষ্ট্র বেলা । পশ্চিম আকাশ প্রান্তে লাগে হোলিখেলা । ঘরে দোরে, বাড়ির কানাচে ঝোপে ঝাড়ে পুকুরের পাড়ে মেঠে ঘাসে, পথের ধুলায়, অস্তরাগ আবীর বুলায়। ক্লান্ত পাখা নাড়ি দিগন্তে ধরিয়া পাড়ি অলস-মন্থরগামী চিল, গগনের গায়ে কালো কালো তিল,— কোথায় মিলায়ে গেল ; বেলা পড়ে এল ॥ গোবরে নিকানো মেটে মাটির পৈঠীয় পরিষ্কৃত মেঝে দেখা যায় – আর্শি খোলা রয়েছে সমুখে, সিঁদুরের কোঁটা আছে লাল টুকটুকে, রেশমের ফিতে কয়গাছি, স্বগন্ধ তেলের শিশি তারি কাছাকাছি, ছোট পেটরায় পরিপাট চূৰ্ণক, চুলের কাটা, খোপার চিরুণী আর টীপশলাকাটি । জামু-যুগ বাড়াইয়! আগে -পা দুখানি ভঙ্গী ক’রে ঘুরাইয়া পিছনের ভাগে €flqርጫ বসেছে যতনে । দুই কানে দোলে দুটি দুল নীলরঙা ফুল । শাড়ীর আঁচল রাঙা পাটগুলি ভাঙ বুকের তলায় দিয়ে পিঠে পড়ি লোটে অবহেলে। তরল তনিমাধীর তক্ষতে গড়ায় হেসে খেলে, চিরুণীর সাথে אהיליזfra ه- ۲۴ مه -بی- بیان -صدقع -- উঠে নামে । কখনো ডাহিনে হেলি কখনো বা বামে সপিল অলকরাশ প্রসাধনে রত। মুখে নাই কথা, মনে আছে স্বর গুনগুন ধ্বনিছে মধুর । ওর বসিবার ঐ খেয়ালি ধরণে খোলা হাতে, গলাতে, চিবুকে সারামুখে 婷 দুধে-অলিভায় মেশা কোমল বরণে - চিকণ চারুত ঘাহা ভাসে সুললিত কৈশোরের পূর্ণত প্রকাশে । থেকে থেকে আকারণে মনের শাসন-নাশ৷ গোপন কৌতুক প্রলোভনে উচ্চকিত আঁখি ওর ধায় ঘুরে ফিরে পথে নামি কি খোজে বাহিরে, আবার ফিরিয়া আসে আশির বুকে । তেলে-ভিজা চকুচকে চুলের গোছাটি ল’য়ে ঝুকে বঁধে বেণী, বাধে গোপী । কখনো বা ললাটে ঝাপিয়া পড়ে দু-গাছি অলক, রূপের প্রবাহে লাগে ক্ষণে অপরূপের ঝলক । চাপার কলির মত আঙলে তুলিয়া লয় তারে, সিথাতে মিশায় বারেবারে । কুঞ্চিত অঞ্চলে দিয়ে মোছে গাল দুটি বাকানো মুখের পরে গোলাপের কুড়ি ওঠে ফুট। ফুরায় না আর ফিরে ফিরে ঘুরায়ে ফিরায়ে ধীরে আবৃশিতে খোপাঘেরা যত্নে মাজা মুখখানি দেখা ; নাম তার শ্ৰীমতী মুgখা,