পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ बिविश ७थंजज-यजौग्न विघ्नब शश्रम अॉडैम רצסי উত্তীর্ণ ব্যক্তিদের জন্য রাখিতে হইবে এবং সাম্প্রদায়িক অসামঞ্জস্ত দূৰীকরণের জন্য শতকরা • ভাগ পদ রাখিতে হইবে। ঐ সকল পদে (लांक निtब्राभं कब्रिदांद्र नवग्न 8ख रूबिअन निकौ बदर निकूद्र ब्रिइोघ्नौ ধালিলাদিগকে অধিকতর সুবিধা দিবেন। (চ) নাগরিক ও আর্থিক অধিকার এবং ভূসম্পত্তি খরিদ ক্রিয় বা इलांछद्र कब्रांब्र अषंदां श्रांशीनडांप्व cष-८कांन वादनांब्र धवलथान জাতি-ধর্শ্বের অজুহাত দেখাইয়। কোনরূপ আপত্তি করা চলিবে না বা ঐ সকল বিষয়ে বিভেদাঙ্গক কোনরূপ আইন থাকিবে না। অবশু এই ব্যবস্থা সিন্ধুর বর্তমান আইনে কোনরূপ আঘাত কপ্লিবে না। গুর শাহ নওয়াজ ভাটে এবং অধ্যাপক চাবলানীকে উপরোক্ত ব্যবস্থার সহিত সামঞ্জস্ত রাখিয়া এরূপভাবে কৃষকদিগের জন্ত এক সংজ্ঞাপত্ৰ তৈয়ারী করিতে অনুরোধ করা হইয়াছে যে, কৃষকদিগকে রক্ষার জন্ত আইনগত যে-কোন ব্যবস্থাই যেন গ্রহণ করা যাইতে পারে। * क्षिप्य ठांशप्नब निकांख३ शृशैड श्एव । (ছ) বিচার-বিভাগ ও শাসন-বিভাগ সম্পূর্ণ পৃথক থাকিবে। উভয় বিভাগের মধ্যে কোনরূপ সম্পর্ক থাকিলে না । (छ) मिकूब छछ ७कः कौक्ष् ८काॉ अषव ७क शश्कांकॅ থাকিবে । এলাহাবাদ কনফারেন্সে যেম্নকল প্রশ্নের আলোচনা হইয়াছিল তাহার মধ্যে সিন্ধুপ্রদেশের সমস্ত অতিশয় জটিল। সেজন্ত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে যে একটি সন্তোষজনক মীমাংসা হইয়া গিয়াছে তাহা সুখের বিষয়। এই মীমাংসার সর্বগুলির বিস্তৃত আলোচনা করিবার স্থান আমাদের নাই। তবে মোটামুটি ভাবে এই বলা যাইতে পারে, যে, যদি কেন্দ্রীয় গবর্ণন্মেণ্টকে অর্থসাহায্য না করিতে হয় তাহা হইলে, উভয় পক্ষের মত থাকিলে, সিন্ধুদেশ স্বতন্ত্রীকরণ সম্বন্ধে গুরুতর কোন আপত্তি হইবার নয়। কেন্দ্রীয় গবন্মেন্টের নিকট হইতে অর্থসাহায্যের প্রয়োজন হইলে, সিন্ধুপ্রদেশকে স্বতন্ত্র করা হইতে পারে না। এই অভিমত বাংলা দেশে সরকারী ও বেসরকারী ভাবে অনেকবার প্রকাশ করা হইয়াছে। আর একটি কথা এই যে, সিন্ধুদেশ স্বতন্ত্র হইলেও হিন্দু-মুসলমানের মধ্যে চাকরি, ব্যবস্থাপক সভার পদ ও অন্তান্ত বিষয়ে যে ভাগবাঁটোয়ারা হইয়াছে তাহা দশ বৎসরের অধিককাল शंद्यैौ न शeब्राहे बांझ्नौञ्च । जिकूलन छिद्रकांप्लव्र छत्र पख्ज इरेण उांश शब्रिड्रा गeबाई ऎढ़, उबूe गांच्यनांबिक बिछांनं वङ जब्रकांणशार्द्रौ श्द्र उउहे छांज। বঙ্গীয় বিপ্লব দমন আইন 'वकैौग्न विश्चव नभन चाहेन अब्रिभूजक बिण' डाँब्रडौश् ব্যবস্থাপক সভায় উপস্থিত করা হইয়াছে। গত ৬ই সেপ্টেম্বর বেঙ্গল স্পেশাল অর্ডিম্যান্সের স্থলে এই আইনটি পাস হইয়াছিল। কিছুদিন হইল ঐ অর্ডিন্যান্সের মেয়াদ শেষ হয়। স্পেশাল অডিন্যান্সের কতকগুলি বিশেষ ক্ষমতা কর্তৃপক্ষের হাতে আছে, ঐ গুলির মেয়াদও বর্তমান বৎসরের শেষভাগে শেষ হইবে । বৰ্ত্তমান বিলটি বঙ্গীয় ব্যবস্থাপক সভায় গৃহীত আইনের পরিপূরক। ম্যাজিষ্ট্রেটের সাধারণতঃ দুই বৎসরের কারাদণ্ড বিধানের ক্ষমতা আছে ; কিন্তু বর্তমান আইন অনুসারে স্পেশাল ম্যাজিষ্ট্রেটদিগকে ৭ বৎসর পর্য্যন্ত কারাদণ্ড বিধানের ক্ষমতা প্রদান করা হইয়াছে। এই বিলের তিন ধারায় এই নির্দেশ করা হইয়াছে, যে, যে-সব মামলার আপীল দায়রা আদালতে যাইবে না, হাইকোর্টে সেগুলির আপীল হইতে পারিবে। কলিকাতা শহরের মধ্যে কোন স্পেশাল ম্যাজিষ্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কলিকাতা হাইকোর্টে আপীল করিবার ক্ষমতা একটি ধারায় দেওয়া হইয়াছে। এতদ্ব্যতীত কলিকাতার বাহিরে কোন স্পেশাল ম্যাজিষ্ট্রেটের বিচারে দুই বৎসরের অধিক কালের জন্য দ্বীপান্তর দণ্ড অথবা ৪ বৎসরের অধিক কাল মেম্বাদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করিবার ক্ষমতাও প্রদান করা হইয়াছে। বিলের ৫ম ধারায় এই নির্দেশ দান করা হইয়াছে, যে, মামলার পুনর্বিচার করিবার কোন দরখাস্তের সম্বন্ধে বিবেচনা করিবার অধিকার হাইকোর্টের থাকিবে नां । আদ্যকাৰ ( ২৯এ কান্ত্রিক ) সংবাদপত্রে প্রকাশ, এই *भ थांब्रां लश्ध्न बादशांश्रृंक गङांच्च चांद्रशांक्लमां श्छ। ভারত-শাসন-সংস্কার আইনের ১০৭ ধারা অনুসারে হাইকোর্টের ক্ষমতা খৰ্ব্ব করা পরিষদের ক্ষমতার বহিভূত—ব্যবস্থাপক সভার সভাপতি এই নির্দেশ नःिश्वां८छ्न ।