পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ ৰৌমাকে এ কয়দিনের জন্তে নিয়ে যাবে বলেই না তার ভাইকে টেলিগ্রাম ক’রে জানিয়েছিলে ? জাজ্জৰী। হ্যা, জার উপেনও ওকে নিয়ে যাবে বলেই এসেছিল। কিন্তু কি করা যায়, কিছুতেই ষে ওকে নিয়ে খাওয়া গেল না । সরোজিনী। এটা তো ভাল হ’ল না দিদি ৷ শুভকর্থের বাড়ি-পাগল যে কখন কি ক'রে বসে তার ঠিক নেই—চেঁচানি তো সব সময়ে লেগেই আছে । তা ছাড়া, নতুন বে। আসছে, বাড়িতে পা দিয়েই এইসব দেখেশুনে তার মনটাই বা কি হবে। জাহ্নবী। কি করব বল। সে দৃগু তো দেখনি। কিছুতেই বাড়ি ছেড়ে যাবে না। গাড়ীতে তুলবার সময় সে কি আছাড়ি-পিছাড়ি ক’রে কান্না-তিনটে লোক হয়রান হয়ে গেল । রাস্তায় লোক জমতে লািগল । শেষে আমি বললাম, যা হবার হবে,—এমন ক’রে আমি ওকে ৰাড়ি থেকে বিদেয় করতে পারব না।” সরোজিনী। আহা, বাড়ি বাড়ি ক’রে মায়াটা ওর চিরদিনই। বাড়ি সাজানে, গোছানে, নতুন নতুন করে সাজাবার খেয়াল, এই-সব নিয়েই থাকত। জাহ্নবী। এই বাড়িটার মধ্যেই ছিল ওর প্রাণ। বাড়ি ছেড়ে ছু-দিনও কোথাও গিয়ে সোয়াস্তি পেত না । ওদিককার মধ্যে তো এক ভাই, আর সেও থাকে সেই দিল্লীতে। ন-মাসে-ছ-মাসে যfদ-বা সেখানে যেত, গিয়ে থাকতে পারত না । দু-দিন বাদেই চিঠি লিখত, “আমাকে নিয়ে যাও।” নেপখো চীৎকার, “ৰাব না, আমি খাব না, আমাকে কেটে cफ्णप्व, थांब जांवि थांब ! वांदl cभो !”] সরোজিনী। আজকে যেন একটু বেণী-বেশী ! জাহ্নবী। হ্যা, নিয়ে যাবার জন্তে খানিক টানাটানি করাতে মেজাজটা বিগড়ে আছে। কার মুখ দেখে फेरठहिन, यांछ cयक cपैंfül छलs c°d यांग्न नि ॥“जांब्र बटन षोंकद नां । छज, इfद्वङ झाहे । সরোজিনী। ছাতে কেন ? জাহ্নবী। ছাদনা-ভলা ষে ছাতেই করেছি। একেৰাৱে শুভযাত্রা ‘Gම්G ওর চোখের সামনে হয় ল’লে নীচের উঠোনে আর করিনি । সরোজিনী। সে তো ভারী অস্ববিধে হবে । তার छाद्दे८ङ बब्र६ e:कझे झू-निम्नब्र अन्छ ७श८ब्रब्र ८कांन घ८ब्र রাখলে পারতে । জাহ্নবী । ৪ বাৰ, তা কি হবার জো আছে। প্রাণ গেলেও তো লে ওপরে আসবে না। এ অবস্থা হয়ে অবধি আজ দু-বছরের মধ্যে এক দিনও তো ওপরে আসেনি । আনতে গেলে চীৎকার ক’রে অনর্থ ৰাধায় । সরোজিনী। এ আবার কি খেয়াল ? জাহ্নবী। পাগলের খেয়াল । তার কি কোন অর্থ আছে? তবে এটা একেবারে খেয়ালও নয়। ওপরের এই ঘরেই তার পেটের শত্তর মারা গিয়েছিল কি-না ! [ ৰামার প্রবেশ ] ৰাম । দাদাবাবু আর উপেনবাবু একবার আসবেন। জাহ্নবী। জাছ, আসতে বল, এখানে আর কেউ নেই।”••••(সরোজিনীর প্রতি ) ওকি, তুমি উঠলে কেন ? উপেন তোমার পেটের ছেলের মত। * সরোজিনী। না, না, সেজন্তে নয়। তোমরা কথাৰাৰ্ত্তা বল। আমি ততক্ষণ ওপরে একটু দেখেশুনে আসি ••• চল,তো বাম, কর্ম মানুষ এক এক কত কাজ করল দেখি গে। बांभ। । (धूली झइंद्र ) cन-नश्व बांधि ठैिक क'cब्र রেখেছি মাসীমা—এখন এয়োরা এলেই হয়। উভয়ের প্রস্থান—ৰামা বাইবার সময় বারাগল হইতে ডাকিয়া —“দাদাবাবু, এসে গে। কেউ নেই এখানে " একটু পরে शृवां२ख ७ छेदृशंश्च जोनिल । ध्रुक्षां२स्ऽब्र शम्नग बिक, छैcviश्च ७iइब्र cझरग्न झई-4क वझरब्रव्र दड़ शङ्गेष्व ] স্বধাংশু । মা, উপেন-দা তো আর থাকতে চায় না। জেদ ধরেছে, আজই চলে যাবে। জাহ্নবী। সে কি কথা বাবা, আর একটা দিন থাকো ন! } উপেন্দ্র । ন দেখুন, আর অনর্থক থেকে কি হবে। আমি ঠিক করেছি সন্ধ্যের এক্সপ্রেলেই চলে যাব, তাই আপনাকে প্ৰণাম করতে এসেছি ।