পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ tाकि मैं फ़ाहेब्राझिल, उाशद्र छिख्द्र इहेrउ ब्रूष बाछाहेबा কামিনী ডাকিল,—এস, দিদিমণি, গাড়ীতে ওঠ । স্বাগত জাগিয়া গাড়িতে উঠিল । গলি ছাড়াইয়া ট্যাক্সি যখন বড় রাস্তায় আসিল সেই সময় একবার দাড়াইল। পথের পাশে জিলোচন দাড়াইয়া ছিলেন, তিনি আসিয়া গাড়ীতে উঠিলেন। স্বাগত জিজ্ঞাসা করিল, —ইনি কে ? কামিনী বলিল, তুমি চিনতে পারচ না? ইনি যে তোমার কাকা হন। ত্ৰিলোচনের চেহারা দেখিয়া স্বাগত কিছু বিস্মিত হইল, বলিল,-আমি ত একে কখন দেখি নি। ত্ৰিলোচন বলিলেন,—তুমি সব ভুলে গিয়েচ। বাড়ি গেলে আবার সব মনে পড়বে। ট্যাক্সি ষ্টেশনের সম্মুখে থামিল। সকলে নামিলে পর ত্ৰিলোচন ভাড়া দিয়া গাড়ী বিদায় করিয়া দিলেন। ষ্টেশনে প্রবেশ করিয়া স্বাগত ও কামিনীকে কহিলেন, —তোমরা এইখানে একটু দাড়াও, আমি টিকিট নিয়ে আসি । ত্ৰিলোচনের সুবর্ণপুরের টিকিট কিনিবার অভিপ্রায় ছিল না । টিকিট কিনিবার স্থানে ভিড়। ত্রিলোচনের টিকিট কিনিতে কিছু বিলম্ব হইল। স্বাগতা ও কামিনী প্লাটফৰ্ম্মে দাড়াইয়া ছিল,তাহীদের সম্মুখে একখানা গাড়ী, তাহাতে লোক উঠিতেছিল। প্লাটফর্মের অপর পার্শ্বে আর একখানা ग्रंफ़ौ चानिष्ठा ऍांप्लाहेल । cगद्दे १ीएँौ श्हेहउ ८णांक নামিতে আরম্ভ হইল। সেই সময় ত্রিলোচন টিকিট হাতে করিয়া আসিতেছিলেন । গাড়ী হইতে দুই জন লোককে নামিতে দেখিলেন, এক জনকে চিনিতে পারিলেন। যে বেশে তিনি গঙ্গাধরকে স্ববর্ণপুরে দেখিয়াছিলেন এখন সে বেশ নয়। সন্ধান্ত ভালোকের পরিচ্ছদ । কামিনী স্বাগতার পিছনে দাড়াইয়া ছিল। জিলোচনের সঙ্কেত দেখিতে পাইয়া তাহার নিকটে গেল। স্বাগত गञ्जूष क्ट्रूि कांश्छिां श्णि, हब्रिनाथं ७ शंकांशब्रहरू ८णe দেখিতে পাইল । হরিনাথ ও গঙ্গাধরের অপর কোন দিকে দৃষ্টি ছিল না, স্বাগতাকে দেখিতে পাইয়া সোঙ্গা স্বাগভা 8օՉ তাহার নিকটে আসিল। হরিনাথ জিজ্ঞাসা করিল,—তুমি এখানে কেন ? স্বাগত কিছু সঙ্কোচেয় সহিত কহিল,—দেশে যাচ্চি । —তোমার দেশ কোথায় ? স্বাগত কোন উত্তর দিতে পারিল না । দেশের নাম কামিনী কিংবা ত্ৰিলোচন কেহই তাহাকে বলে নাই। হরিনাথ বলিল,-দেশের নাম পধ্যস্ত তুমি জান না। কার সঙ্গে তুমি যাচ্ছিলে ? —এই ধে এদের সঙ্গে, বলিয়া স্বাগড়া পিছনে ফিরিয়া চাহিল। কামিনী কিংবা ত্রিলোচনকে দেখিতে পাইল না, তাহাদের কোন চিহ্নই নাই! স্বাগত বলিল,—এর কোথায় গেলেন Y এক জন মেয়েমানুষ, আর এক জন বললেন, তিনি আমার কাকা হন। তিনি টিকিট কিনতে গেলেন। —তোমার কাক কি রকম দেখতে ? স্বাগত ত্রিলোচনের অবয়ব বর্ণনা করিল। সে সন্দেহ হরিনাথ ও গঙ্গাধরের পূর্কেই হইয়াছিল। হরিনাথ জিজ্ঞাসা করিল,—তুমি বাড়িতে ব’লে এসেছিলে ? -མ─སམ་བློ་འii l —তোমার জানে ? —ন, আমি কাউকে না বলে গিড়কির দরজা দিয়ে এসেছি ; —যারা তোমাকে নিয়ে যাচ্ছিল তাদের মতলব ভাল নয়, এখন বুঝতে পারচ? তোমার কাক কেউ থাকলে আমরা জানতাম না ? অামাদের দেখতে পেয়েই পালিয়েচে । স্বাগতার ভয় হইয়াছিল, তাঙ্গার অপরাধ হইয়াছে তাহাও বুঝিতে পারিতেছিল। গঙ্গাধর এদিক-ওদিক খুজিয়া দেখিল, ত্রিলোচনকে কোথাও দেখিতে পাইল না । বাড়ি ফিরিবার পথে গাড়ীতে স্বাগতা সকল কথা বলিল। হরিনাথ বলিল,-তোমার কি বিশ্বাস হয় আমরা তোমার মদ চেষ্টা করব ? দেশে যাবার কথা বাড়িতে কেউ