পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ළු8 ( ঐ অঞ্চল তখনও ইরাণের অন্তর্গত ছিল ) ছিল । এই বংশের নৃপতিগণ (নাসর, ইথাইল, আহমদ মুহ, আবাল মালিক, মন্সর ইত্যাদি ) প্রাচীন ইরাণের সভ্যতার ধারা বজায় রাখিবার বিশেয চেষ্টা করেন এবং ইহাদের আমলেই পারস্তের কলাশিল্প সাহিত্য ইত্যাদির পুনর্জীবন লাভ ट्ध्र । পূৰ্ব্ব পারস্তে সামানিদদিগের রাজত্ব কালে অভ্যন্ত এক ইরাণী বংশ-বুদি—পশ্চিম পারস্তে প্রভুত্ব স্থাপন করে এবং ৯৩৫ হইতে ১০৫৫ খৃঃ পৰ্য্যস্ত এই বংশের তিনটি শাখা ইরাক-ই-আরাবি, ইরাক-ই-আজামি এবং ফাস প্রদেশে রাজত্ব করে । ৯৪৫ খৃষ্টাব্দে এই বংশের মুইজঅল-দৌলা নামের এক প্রধান বগদাদে প্রবেশ করিয়া নিজেকে আমির-আল-উমারারূপে পশ্চিম ইরাণে নিযুক্ত করিতে তখনকার খলিফাকে বাধ্য করেন। cगई गभद्य इहे८७ s०e* शृं: *र्षाख झैशाबाहे ब्रांखङ्ग করেন, আব্বাসিদ খলিফাদিগের প্রভুত্ব নামমাত্রই ছিল। . এই রাজকুলের রায়ই, হামাদান ও ইস্ফাহানের শাখার নৃপতিগণ দার্শনিক ইবনলিনার ( আডিসেন) পৃষ্ঠপোষক ইক্ষাহীন। মসজিদ-ই-শাহের ভিতরের লিওয়ানের খিলানের কারুকার্ষ্য ও অলঙ্কার ছিলেন । এই বংশও পূর্বাঞ্চলের সামানিদদিগেরই মং দেশের কলাশিল্প, সাহিত্য ইত্যাদির পোষণ ও পাল করিয়াছিলেন । খৃঃ একাদশ শতাব্দীতে পূৰ্ব্ব ও পশ্চিম ইরাণের এ দুইটি পারসীক রাজকুলই তুৰ্কীদের আক্রমণে উচ্ছেদ হয় মাহমুদ গজনভি নামক তুর্কী প্রধান প্রথমে সামামিদ