পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২১ निटन हांबूफ़ुबू थां८व्ह । उॉरे उ गव कांब ८क्रन निरन দুপুরে ছুটে উপরে এলাম। আর এখানে কাকেই বা जब्झ कब्ररु दल ?" মানসী এবার হাসিয়া বলিল, “সেইজন্তে বুঝি বলছি আমি ? তুমি পুরুষমানুষ, এমন করে যদি ঘরকন্ন গুছিয়ে রাখত আমি কি করব বল দেখি ?” পরিমল বলিল, “এই দ্ব-ঘণ্টায় তুমি কি আমার সব ঘরকন্না দেখে ফেলেছ ? ভবিষ্যতের সবটাই ত তোমার হাতে, তখন ষত পার গুছিও।” মানদী বলিল, “না বাপু, তোমার ধরণ দেখে আমার সেরকম আশা একটুও হচ্ছে না । ডোমার মত স্বামী নিয়ে কাজের লোকের চলে না । পুরুষমানুষ হবে কচি ছেলের সামিল । লম্বায় চওড়ায় খালি বেড়ে যায়, নইলে সংসারবুদ্ধি আবার তাদের কবে থাকে ?” পরিমল বলিল, “তাই নাকি ? বিয়ে না করতেই স্বামী সম্বন্ধে এত অভিজ্ঞতা হ’ল কোথা থেকে ?” মানদী বলিল, “মাহ৷ পাচজনকে দেখে জার কিছু বোঝা যায় না, না ? আমাকে তুমি কচি খুঁকি পেয়েছ কি না! আমাদের কুক্ষমদিদির স্বামীটি বেশ। ঘরে ঢোকে যেন ঝড় । বই ছাতা জামা চাদর জুতো ঘরে ঢুকতে-নীচুকতে সদর দরজা থেকে শোবার ঘর পর্যন্ত ছড়াতে ছড়াতে চলে। আর কুস্থমদি আবার উণ্টো পথে শোবার ঘর থেকে সদরদরজা পৰ্য্যন্ত সেগুলি কুড়িয়ে কুড়িয়ে আনে।” পরিমল বলিল, “এ আর শক্ত কৰা কি ? তুমি যদি চাণ্ড ত জামি ঘরে যত লাঠিসোটা আছে সব সারা বাড়িময় ছড়িয়ে দেব, যত পার কুড়িও।” মানসী বলিল, “কি যন্ত্রণা! গল্পটা শেষ করতে দাও श्रांtर्भ । कूश्यनिब्र चांशैौ झिल ११श्चषांनिबांद्री गडांब्र शृङा, डॉहे वि८ब्बद्र. गभद्र शfü-बिझांनी **jख निप्ल नां । তারপর বে) নিয়ে গিয়ে বাসাবাড়িতে উঠল। বাড়িতে জালৰাবের মধ্যে একটা পা-ভাঙা তক্তপোষ, একটা একबाइव ऎह ट्रेन, पर्नि-डिानक विशनात्र छात्रव्र चांद्र झर्क তোয়ালে। বিছানার খোজ করতে চারটা বললে, ‘बिहारङ उfनबारे नळून दिशना भाइ, ठाहेरउ इब्रि ميسيسيهية কাকাবাবু পুরানোটা কাল নিয়ে চলে গেল, চাদর কট ধোপার বাড়ি ছিল তাই বেঁচে গেছে। মেলের বাড়ি বদল করে আনবার সময় এ বাড়ির দরজা মাপা হয় নি, তাই তক্তপোবট দরজা ঢোকে না বলে মুটের একটা পা ভেঙে ঢুকিয়ে দিয়ে গেছে। কুহুমণি চুপ করে দাড়িয়ে আছে দেখে তার স্বামী বগলে, ‘ভাই ত কুন্ধম, আজ রাত্রে কি করে ঘুমোন যাবে বল দেখি।' সেই দিনই গাছকোমর বেঁধে তক্তা মেরামত করা কুক্ষমদির কপালে ছিল এবং তারপর থেকে স্বাঙ্গ পৰ্ব্যস্ত তার স্বন্দর সাজানো সংসারে যেখানে যা-কিছু দেখবে সবই সে নিজে হাতে মেপেজুখে হিসেব করে করিয়েছে, সাজিয়েছে। স্বামীর ওর গুটি কাজ, এক টাকা এনে দেওয়া আর এক কুমুমদির কাছে জগতের সব অসম্ভব জিনিষের আকার কর । কিন্তু ওদের মত সুধী স্বামি-স্ত্রী . dश्विंi याश्च न1 ।" পরিমল বলিল, “তবে কুহুমদির স্বামীর গলাতেই মালা দিলে না কেন ? এ অভাগার ত কোন যোগ্যতাই নেই।” মানলী বলিল, “দেখ, ওই পচা রসিকতাগুলো কোরো না, আমার একটুও ভাল লাগে না।” পরিমল তাহাকে টানিয়া জানালার ধারে জানিয়া বসাইয়া বলিল, “আচ্ছ, তোমার কি ভাল লাগে তাই বল না শুনি । আমি না-হয় কিছুই বলব না।” মানলী বলিল, “বাবা ত আমার জন্তে সব জিনিখপত্রই করিয়েছেন, এসে পড়তে একটু যা দেরি। যদি কিছু বাকি থাকৃত আমি সেগুলি সব করে গুছিয়েগাছিয়ে সংসার সাজাভাম, তবে না গিী হওয়ার স্বথ । তুমি কেন আগে ধাকৃতে বিশ্বের ব্যবস্থা করে রেখে জামায় পুতুলটি করে এনে বসালে ? মেয়েমানুষের মত এমন নিখুৎ করে সংসার গুছিয়ে রাখলে পুরুষকে মোটেই মানায় না। এমন ঘরে বৌয়ের আর কি দরকার । किहे या कांछ ?” পরিমল হঠাৎ গভীর হুইয়া গেল। মানসী তাড়াতাড়ি তাহার চিবুক ধরিয়া মুখটা তুলিয়া বলিল, “রাগ করলে বুৰি ? আচ্ছ, আর আমি ওপৰ বলব না।” পরিমল মানদীর কোলের ভিতর মাখাটা গুজিয়া