পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চশস্ত—মাছ পোষণ (t(S এই পুষ্করিণীতে গরম দেশের স্বন্দর হুন্দর মাছ আছে মাছ পোষা— মার্কিন দেশে মাছ পোশ একটা পেয়াল। হাজার হাজার লোক মাছ পুধিয়া আনন্দ লাভ কৰে। অবসর বিনোদনের জগুও লোকের মুছে পুধিয়া থাকে। গরম দেশের ছোট ডানাওয়াল মাছ মার্কিণের সাধারণ গৃহস্তের ধরে রাখার পক্ষে সুবিধা । এই মাছ পুসিয়া অনেকে প্রাণিবিদ্যা শেখার দিকে ঝুঁকিয়াছেন। অনেকে নিজে নিজেও এই বিলয় শিখিণ্ডে চেষ্টা করিতেছেন । বৈজ্ঞানিক পদ্ধfওতে পরীক্ষার জন্ত গরম দেশের এই মাছগুলি প্রাণি-বিদ্যার ও চিকিৎসা বিদ্যার পরীক্ষণগারে কাজে লাগিছেছে । লোকে এই মাছগুলির আদর করায় ছোট মাছের ব্যবসা করিরা অনেকে জীবিকা অর্জন করে। এই ব্যবসা দিন-দিন বাড়িয়াই চলিয়াছে। নিউ-ইয়র্কের কোন কোন দোকানে পঞ্চাশ রকমের মাছ পর্যjন্থ পাওয়া যায়। এক একটি মাছের দাম পঞ্চাশ সেন্ট হইতে পঞ্চাশ ডলার পর্ষ্যস্থ । অতলাস্তিক মহাসাগরগামী বাণিজাপোতে একটি করিয়া কামরা পাকে : এই কামরায় মাছ জীবিত অবস্থায় চালান দেওয়ার জন্ত রাখা হয়। নিউ-ইয়র্কের একটি পুষ্করিণীতে হরেক রকমের মাছ পোলা হইতেছে। এমন-সব ছোট ছোট পুষ্করিণীও আছে যেখানে দুই শত বিভিন্ন জাতীয় মাছ রাখা হইতেছে। কয়েকটি বিভিন্ন জাতীয় মাছের চিত্র এই সঙ্গে দেওয়া হইল ।