পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ মুন্ধরমূ" “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ৩২ শ ভাপ Fাত্ত [, SN993నా" } Pম সংখ্যা ) قچہ ہمی چs প্রেমের সোনা রবীন্দ্রনাথ ঠাকুর রবিদাস চামার বাট দেয় ধূলো । সজন রাজপথ বিজন তার কাছে, পথিকেরা চলে তার স্পর্শ বাচিয়ে । গুরু রামানন্দ প্রাতঃস্নান সেরে চলেছেন দেবালয়ের পথে, দূর থেকে রবিদাস প্রণাম করল তাকে, ধূলায় ঠেকালো মাথা। রামানন্দ শুধালেন, বন্ধু কে তুমি । উত্তর পেলেন, আমি শুকৃনে ধূলো, প্রভু, তুমি আকাশের মেঘ, ঝরে যদি তোমার প্রেমের ধারা গান গেয়ে উঠবে বোবা ধূলেী রঙ-বেরঙের ফুলে । রামানন্দ নিলেন তাকে বুকে দিলেন তাকে প্রেম। রবিদাসের প্রাণের কুঞ্জবনে লাগল যেন গীত-বসন্তের হাওয়া ।