পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাগত ঐনগেন্দ্রনাথ গুপ্ত সপ্তচত্বারিংশ পরিচ্ছেদ আরোগ্য এক সপ্তাহ পরে ষে ডাক্তার স্বাগতাকে দেখিয়াছিলেন তিনি হরিনাথকে টেলিফোনে ডাকিলেন। ডাক্তার বলিলেন, আপনি ডাক্তার কালসের নাম শুনিয়াছেন ? হরিনাথ বলিল, কই, না। ডাক্তার বলিলেন, মস্তিষ্কের রোগের তিনি অদ্বিতীয় চিকিৎসক। র্তাহার সমকক্ষ কেউ নেই। তিনি যুরোপ থেকে ভ্রমণে বেরিয়েচেন, ছ-দিন হ’ল এখানে এসেচেন। আমার ইচ্ছা আপনাদের বাড়ির রোগীকে তাকে দিয়ে একবার দেখান। ডাক্তার কার্লস বলেচেন তিনি কৰ্ম্ম থেকে অবসর নিয়ে ভ্রমণ করচেন, রোগী দেখবেন না, তবে তাকে অনেক ক’রে ধরলে আর রোগের নতুন ব্লকম লক্ষণ শুনলে দেখতে রাজি হ’তে পারেন। —বেশ ত, তাকে নিয়ে আম্বন না। —র্তার ফী কত জানেন ? —তা যতই হোক, তার জন্ত কিছু এলে যায় না। আপনি যেমন ক’রে পারেন র্তাকে নিয়ে আশ্বন। —র্তার সঙ্গে দেখা ক’রে আমি আপনাকে খবর দেব । ডাক্তার কার্লস প্রথমে কোন মতেই রোগী দেখিতে স্বীকার করেন না, তাহার পর অনেক পীড়াপীড়িতে ও রোগের সমস্ত বৃত্তান্ত শুনিয়া রোগীকে দেখিতে স্বীকার করিলেন । বাড়ির ডাক্তারের সঙ্গে ডাক্তার কার্লস আসিলেন । , वान भक्षनि बर्नब हरेद, शैर्ष नै{ बूर्डि, यशख फेक जणांपैं, घन अब्र नौदछ फेबग ८कांधण छत्रू, कैंगळांशांक দীর্ঘ দাড়ী বক্ষের উপর পড়িয়াছে। হরিনাথ ও গঙ্গাধর অত্যন্ত সন্ত্রমের সহিত র্তাহার অভ্যর্থনা করিল। छांख्गंब्र कांजन हेश्ब्रांच नtश्न, cन्नहनब्र चषिबांगैौ, ভাঙ্গাভাঙ্গা ইংরেজী বলেন। স্বাগতার সম্বন্ধে প্রথমে হরিনাথ ও গঙ্গাধরকে অনেক কথা জিজ্ঞাসা করিলেন, তাহার পর স্বাগতাকে দেখিতে গেলেন। স্বাগত খাটের উপর বসিয়াছিল। ডাক্তার কালর্স তাহার সমূগে একটা চেয়ারে বসিলেন, অন্ত ডাক্তার পাশে দাড়াইয়৷ রছিলেন। হরিনাথ কহিল, উনি ইংরাজী জানেন, আপনার প্রশ্নের উত্তর দিতে পারিবেন। প্রথমবার যে স্বাগডাকে হত্যা করিবার চেষ্ট্র হইয়াছিল সে-কথা চাপ দিয়া ডাক্তারকে বলা হইয়াছিল দুইবারই মোটর হইতে পড়িয়া গিয়াছিল। ডাক্তার কালর্স অনেকক্ষণ স্বাগতাকে দেখিলেম, তাহার পর তাহার স্মৃতিশক্তি পরীক্ষা করিবার নিমিত্ত নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। মন্তক ও অঙ্গ পরীক্ষা করিবার সময় হরিনাথ ও গঙ্গাধর ঘরের বাহিরে গেল । দীর্ঘকাল পরীক্ষার পর ডাক্তার কালস বাহিরে আসিলেন। বলিলেন, আমি অস্ত্র করিতে স্বীকৃত আছি। হরিনাথ আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, সেরে যাবে? —খুব আশা করা যায় সেরে যাবে, কিন্তু নিঃসন্মেছে क्डूि दणी छांख्गं८ब्रव्र कéदा नञ्च । चांधि ७हे श्रृं{ाख् বলতে পারি, বিশেষ কোন আশঙ্কা নেই। হরিনাথ অন্ত ডাক্তারকে চুপিচুপি বলিল, এই বেল টাকার কথাটাও হয়ে স্বাক । ভাক্তার কালর্সকে আলাদা এই কথা বলিতেই তিনি মাখা নাড়িয়া হাত তুলিলেন, বলিলেন, আমি এখানে পখিক, টাকা নিয়ে চিকিৎসা করবার জন্ত জালি নি । এ-রকম রোগ প্রায় দেখতে পাওয়া যায় না, আর অস্ত্রওঁ খুব সাবধানে করতে হয় বলে জামি হাতে নিয়েটি। টাকা-পয়সার কোন কথা নেই।