পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হলন্তন [ মারিনেল্লির প্রবেশ ] মারিনেল্লি—মহারাজ, বিলম্ব মার্জনা করবেন । পুৰ্ব্বে কখন এত প্রত্যুষে ডাক পড়েনি, তাই প্রস্তুত ছিলাম न1 ।। রাজা—সকালটা স্বন্দর ব’লে একবার টচ্ছে হয়েছিল বটে বেড়াতে যাবার, কিন্তু এখন আর সে ইচ্ছা নেই [ কিছুক্ষণ চুপ ক’রে থেকে ] নূতন খবর কি, মারিনেল্লি ? মারিনেল্লি-খারাপ কিছুই না। কাউন্তেস অর্লিন কাল শহরে ফিরেছেন । রাঙ্গ—ঐ যে তার চিঠি ! এখনও খোলা হয়নি। দেখা হয়েছে তার সঙ্গে ? মারিনেল্পি—হঁ্যা—আমি তার বিশ্বস্ত বন্ধু। তিনি অনেক অভিযোগ করলেন—মহারাজ এখন••• রাজা-থাক, থাক, জানেন তো, রাজনৈতিক কারণে হয়ত বা আমাকে মাসার রাজপুত্ৰীকেই বিবাহ করতে . ইবে । মারিনেল্পি—শুধু রাজনৈতিক কারণে বিবাহ করেন তো কাউন্তেসকে আপনার হৃদয়-চু্যত করবার কী ८थ८झखिन ?-उदि शृङ्गि রাজা – তবে যদি অন্ত নারীকে ভালবাসি ? সেটা কি মহাপাপ হবে, মারিনেল্লি ? মারিলেজি-না, ন, তবে—তবে— রাজা—এ প্রসঙ্গ থাক মারিনেল্লি, শহরের নূতন খবর বলুন । মারিনেল্লি-তেমন কোন খবর নেই। আজ কাউস্ত আপ্লিয়ানির বিবাহ । এ একটা সংবাদই নয়। রাজা—আপ্লিয়ানির বিয়ে ? কার সঙ্গে বলুন তো ? এর কোন কথাই তো পূৰ্ব্বে শুনিনি ? মারিনেজি-গোপনে বিয়ে করছেন! আপনি হাসবেন, ভালবাসার ফঁাদে পড়লে মানুষের এই দশাই হয় ৷ সাধারণ মধ্যবিত্ত ঘরের এক স্বন্দরীর রূপ-গুণের প্রভাবে কাউন্তের এই দশা হয়েছে। রাজা-তাহলে ভে কাউন্ত হিংসার পাত্র ? পরিহাস কিসের ?—কে এই ভাগ্যবতী ? আপনার শক্ৰ হ’লেও, কাউন্ত একজন ধনবান, গুণবান, রূপবান সন্মানী এমিলিয়া গালোত্তি ఆు? যুবক। তার কোন উপকারে এলে স্বথাই হতুম। ভেবে দেখতে হবে, কি ক’রে তা সম্ভব হয় । মারিনেল্পি—সে অবসর আর পাবেন না, মহারাজ ! বিয়ের পরই কাউন্থ মহাশয় সন্ত্ৰীক তার জমিদারী পিরমন্‌ উপত্যকায় পালাবেন, আর শিকার ও পশুপালনে ব্যস্ত থাকবেন । তা ছাড়া আর করবেনই বা কী ? এ বিয়ের পর তো আর তার সম্বাস্ত সমাজে স্থান হবে না ! রাজা—চুলোয় যা আপনার সন্ধান্ত সমাজ ! সেখানে আছে তো কেবল বাহাড়ম্বর, আচারের কড়াকড়ি আর আনন্দপূন্ত বিলাস! বলুন তে, কার জন্যে তিনি এত ত্যাগ স্বীকার করলেন ? মারিনেল্লি-কে একজন এমিলিয়া গালোত্তি । রাজা—[ অত্যন্ত উত্তেজিত স্বরে | কী বললেন ? ー(* 国等薄ー{ー মারিনেল্পি—এমিলিয়। গালোক্তি । রাঞ্জ — এমিলিয়া গালোত্তি ?—অসম্ভব । মারিনেল্পি—মুনিশ্চিত, মহারাজ । রাজা—ন বলছি, না ? তা হ’তে পারে না । আপনার নিশ্চয়ই নামে ভুল হচ্চে । গালোৰ্ত্তি-বংশ প্রকাগু। কেউ গালোত্তি হ’তে পারে—এমিলিয়া নয় । মারিনেল্পি—এমিলিয়া-এমিলিয়। গালোণ্ডি । • রাজ-ভাই'লে নিশ্চয়ই অন্য কোন এমিলিয়। গালোত্তি। আপনি তো তাচ্ছিল্যের সঙ্গে বললেন কে একজন এমিলিয়া গালোৰ্ত্তি—কে একজন ! আসল এমিলিয়া সম্বন্ধে পাগলেও আমন ভাবে বলতে পারে না । মারিনেল্পি—মহারাজ, আপনি যে আত্মহারা হয়ে পড়লেন। এমিলিয়াকে চেনেন নাকি ? রাজা—আমাকে প্রশ্ন করতে হবে না, আমার প্রশ্নের উত্তর দিন। ইনি কি সাবিত্তনেত্তার কর্ণেল গালোত্তির কঙ্কা ? भांब्रिtनझि-ईTi, भश्ॉब्रांछ । রাজ–এর মীর সঙ্গে এই শহরে বাস করেন ? মারিনেল্লি-হঁ্যা, মহারাজ । রাজা—গীর্জার অতি নিকটের বাসায় ? भांब्रिट्नझेि -ईT, बझाँब्रांछ ।