পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՆ 3 SSD9áు , ৫ । নৃপতিদের স্বর্থরঙ্গা । ( নৃপতিরা এখন যেমন স্বেচ্ছাকারী আছেন, তেমনই থাকিবেন ? ) ৬। বাণিজ্য বিষয়ে পক্ষপাত নিবারণ । (বৰ্ত্তমানে এবং ইংরেজ রাজত্বের গোড়া হষ্টতে দেশী লোকদের চেয়ে বিলাতের ইংরেজ ও এদেশের ইংরেজরা পণ্যদ্রব্য উৎপাদন ও ক্রয়ুবিক্রয় এবং ব্যাঙ্কিং আদিতে অধিক সুবিধা ভোগ করিয়া আদিতেছেন। এই অধিক সুবিধাটা বজায় রাখা এই যষ্ঠ দফীর দ্বারা চলিবে । কোন স্বাধীন দেশেই বাণিজ্যাদি বিষয়ে দেশী লোকদের চেয়ে বিদেশীদের বাণিজ্যের মুবিধ বেশী নাই, বরং দেশীদের সুবিধাট বেশী আছে, এবং তাহাঙ্গ স্বাভাবিক । ভারতবর্ষে বৈদেশিকদের অধিকতর স্থবিধামূলক যে অসম চলিয়া আদিতেছে, তাই বজায় রাখার নাম পক্ষপাত নিবারণ । ) দীপালি সংঘের প্রদর্শনী বন্ধ গত বাংলা বৎসরের মত এ-বৎসরও ঢাকার দীপালিসংঘ একটি প্রদর্শনী খুলিবার আয়োজন করিয়াছিলেন। ইহা কিছু গোপনীয় ব্যাপার নয়, বৈপ্লবিক কিছুও নয়। প্রকাগু ভাবে ইহার অয়োজন দুই মাসের অধিক কাল ধরিয়া চলিত্তেস্থিল। ইথার প্রকাশ্যভাবে বিতরিত ১৯৪২ সালের ১৯শে অক্টোবরের মুত্রিত স্থাগুবিল আমরা দেখিয়াছি, ১৩ই নবেম্বরের মুদ্রিত স্থাগুবিলও দেখিয়াছি। ১sষ্ট নবেম্বর সংঘ আমোদ-ট্যাক্স রহিত করিবার জন্ত ম্যাজিষ্ট্রেটের কাছে লিখিত দরখাস্ত করেন। ১৭ই ডিসেম্বর প্রদর্শনী খুলিবার তারিখ ছিল। কোথায় কে গোপনে খাতায় কি লেপে তাহাও যখন পুলিসের গোচর হয়, তখন প্রকাশুভাবে বিতরিত হাগুবিল খুব সম্ভব পুলিসের হাতে পড়িম্বাছিল এবং তাহা হইতে পুলিসের কৰ্ত্তা, প্রদর্শনীর তারিখ প্রায় দু-মাস আগে জানিয়াছিলেন । কিন্তু সম্ভাবনার কথা ছাড়িয়া দিলেও ম্যাজিষ্ট্রেট উহার তারিখ উক্ত দরখাস্ত হইতে নিশ্চয়ই এক মাস তিন দিন আগে জানিয়াছিলেন । স্বতরাং প্রদর্শনীট ব্রিটিশ গবন্মেণ্টকে উণ্টাইয়া দিবার একটা &ত্যক্ষ বা পরোক্ষ আয়োজন বলিয়া পুলিসের বা তাহার সন্দেহ হইয়া থাকিলে তিনি তাহা অবিলম্বে বন্ধ করিয়া দিতে পারিতেন, তাহাতে উদ্যোক্ত্রীদের এবং ইলের ভীড়াটিয়াদের বেশী ক্ষতি হইত না । কিন্তু তাহ না করিয়া তিনি বন্ধ করিবার হুকুম দিলেন প্রদর্শনী খুলিবার আগেকার দিন ১৬ই ডিসেম্বর বেলা সাড়ে তিনটার সময় ! তাহাতে আয়োজনে ব্যয়িত দীপালি-সংঘের নেত্রীদের অনেক টাকা ক্ষতি হইয়াছে, যাহা আন্ন হইতে পারিত তাহা হয় নাই, এবং ট্রলরক্ষকদের আর্থিক ক্ষতি হইয়াছে। সকল চেয়ে দুঃখের বিষয় এই, যে, অনেক দরিদ্র মহিলা সামান্য লাভের আশায় সারা বৎসরের পুজি ব্যয় করিয়া লৈ লইয়াছিলেন। তঁহাদের লাভ ন হইয়া লোকসান হইল। গত বৎসর প্রদর্শনীর দ্বিতীয় দিনে খ্ৰীযুক্ত লীলাবতী নাগ গ্রেপ্তার হন । কিন্তু তাহার পরও পাচ দিন ধরিয়া শেষ পর্য্যস্ত প্রদর্শনী যথারীতি খোলা ছিল । দীপালি-সংঘ সমস্ত বৎসর নিজেদের শিক্ষাদান, কুটবৈশিল্পের উন্নতি ও বিস্তৃতি সাধন প্রভৃতি কাজ করিয়া আসিতেছেন। তাহাতে সরকারের কোন অস্থবিধা বা ক্ষতি হয় নাই, সরকারী কৰ্ম্মচারীরাও সংঘের কাজে কোন বাধা বিঘ্ন অসুবিধা জন্মান নাই। তবে হঠাৎ এবার কেন প্রদর্শনী বন্ধ করা হইল ? জিকৰ্ম্মচারীরা সৰ্ব্বপ্রযত্নে রাঞ্জাবৃক্ষ করুন । কিন্তু এমন কোন অনাবশ্যক কাজ তাহাদের করা উচিত নয় যাহাতে অকস্মাৎ লোকের অকারণ অস্ববিধ ও ক্ষত্তি श्ध्र । শুনিয়াছি, ম্যাজিষ্ট্রেট এ-বিষয়ে পুনবিবেচনা করিবেন বলিয়াছেন। তাহা করিয়া প্রদর্শনী খুলিতে দিলে তাহার কৰ্ত্তব্য সাধিত হইবে। ডিভ্যালেরার জিৎ আইরিশ পালেমেন্টের নির্বাচনে দেশপতি ডিভ্যালেরার দলের সভ্যদের সংখ্যা অন্য সব দলের মোট ংখ্যার চেয়ে এক বেশী হইয়াছে, ইহার জোরেই হয় ত তিনি স্বদেশকে স্বাধীনতার পথে কতকটা অগ্রসর করিতে পারিবেন। ফিলিপাইন স্বাধীনতা আমেরিকার ব্যবস্থাপক সভা কংগ্রেসে একটি আইন পাস্ হইয়াছে, যাহার সর্ভগুলি গ্রহণ করিলে ফিলিপিনোরা দশ হইতে তের বৎসরে স্বাধীন হইতে পারিবে। সৰ্বগুলি গ্রহণ করিলে আমেরিকার সহিত उांशं८मग्न वांबिया कठकफै जैौषांदक इहेष्व।