পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oboе পর বলিলাম, ইংলণ্ডের দলনায়কদের পালেমেণ্টে এবং সভাসমিতিতে তর্কবিতর্ক ও ঝগড়া এবং সামাজিক ক্ষেত্রে বন্ধুত্ব—যেমন হোর ও চাৰ্চিলের—রঙ্গমঞ্চে অভিনেতাদের যুদ্ধ এবং গ্রীন রুমে বা নেপথ্যে তাহাদের বন্ধুত্বের মত।” ইংরেজটি তাহাতে সায় দিলেন। কিন্তু আমার কথাটার যে নিগুঢ় অর্থ আমি খুলিয়া বলি নাই, লোকটির তাহা সম্ভবতঃ বোধগম্য হয় নাই। আমার কথার মধ্যে এই পরিহাস প্রচ্ছন্ন ছিল, যে, পালেমেণ্ট-রঙ্গমঞ্চে হোর ভারতবন্ধু এবং চার্চিল ভারতবিরোধী সাজিলেও পালেমেণ্ট-গুহের বাহিরে উভয়েই ব্রিটেন-বন্ধু এবং ভারতবর্ষ-সম্বন্ধে উভয়ের নীতি মূলতঃ ও কার্যাতঃ এক । - বস্তুতঃ চার্চিল ও র্তাহার দলস্থ পুরুষ ও স্ত্রীলোকরা চীংকার দ্বারা এবং হোর ও র্তাহার সমর্থকরা ঐ চীৎকারে বিরোধিতা দ্বারা আমাদিগকে যতই বুঝাইতে চেষ্ট করুন না,যে, ভারতবর্ষ একটা ভারী বৈপ্লবিক রকমের শাসনসংস্কার আইন পাইতে বসিয়াছে, ভারতবর্ষে এমন লোক অল্পই আছে যাহার এরূপ চালে ভুলিবে। খাটি রাষ্ট্রীয় অধিকার আদায় করিয়া লইবার ক্ষমতা ভারতীয়দের না থাকিতে পারে। কিন্তু রাজনৈতিক বুদ্ধির বিকাশ কি একটুও তাহানের হয় নাই ? জেলে প্রায়োপবেশন ভারতবর্ষের নানা প্রদেশ হইতে রাজনৈতিক বন্দীদের প্রায়োপবেশনের খবর এখনও প্রায়ই পাওয়া যায়। ইষ্টাদের মধ্যে এমন লোক অবশ্য থাকিতে পারেন, যাহারা দুঃখবরণের বীরত্বের অধিকারী হইলেও হয়ত অতিরিক্ত ভাবপ্রবণ। কিন্তু সাধারণতঃ মানুষ সামান্ত কারণে গ্রায়োপবেশন দ্বারা নিজের জীবনসংশয় ঘটায় না। প্রায়োপবেশনের কারণ সম্বন্ধে জেলের কৰ্ম্মচারীদের কথার উপর নির্ভর করিয়া ব্যবস্থাপক সভায় সরকার পক্ষ হইতে যাহা বলা হয়, তাহাতে লোকের সন্দেহ দূর হয় না। এই জন্য " সরকারী বেসরকারী অনুসন্ধান-কমিটির দ্বারা তদস্তের পর রিপোর্ট বাহির করিলে ভাল হয়। कशिद्र उभारू cष कथन कथन गडा कष बांश्ब्रि S99ళేు হইয়া পড়ে, তাহার একটি দৃষ্টান্ত অমরাবতী জেল সম্বন্ধে নিম্নমূত্রিত সংবাদটি হইতে পাওয়া যায়। Nagpur, Fe... 22 The report, of the Committee, appointed, to enquire into alleged ill-treatinopl of civil...ischedience prisoners in Amraoli Jail in April. 19:o, has just been published. Of the live non-official members three have signed the report with the Ilonic Member. The report says that civil displicience prisoners were in a state of mutiny on the 21st April. 1932 and on the inoriting of 29nd April some of the prisoners were kept locked in their haracks and assaulted, by warders, while others were not supplied food and water. The report adds that the incident was a wellplanned campaign against civil disobedience prisoners with a view to subjngate hem. It recommends that “ivil disotedience prisoners should he treated in a different way from ordinary criminals.--Associatel l’ress. কতকগুলি রাজনৈতিক বন্দীকে রক্ষীরা ঘরে তালাবদ্ধ করিয়া প্রহার করিয়াছিল এবং অন্য কতকগুলিকে খাদ্য ও জল দেয় নাই, এবং এরূপ ব্যবহার যে আগে হইতে তাহারা পরামর্শ করিয়া করিয়াছিল, ইহা লিশ্ট। লিখিত হইয়াছে। রিপোটের স্বাক্ষরকারীদের মধ্যে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রসচিব একজন। রিপোটে এই সুপারিশ করা হইয়াছে, যে, নিরুপদ্রব আইনলঙ্ঘন প্রচেষ্টা সম্পর্কে যাহারা জেলে গিয়াছে, তাহাদিগের প্রতি ব্যবহার সাধারণ কয়েদীদের হইতে পৃথক হওয়া উচিত। மு বস্তুত: জেল পরিচালন সম্পর্কে এই মোট কথাটা রাজপুরুষের বুঝিতে চান না। তাহার। জেল-কোড স্বাকড়াইয়া আছেন, যদিও জেল-কোড অনুসারেঙ সব সময় কাজ হয় না। কিন্তু জেল-কোড প্রস্তুত হইয়াছিল প্রধানতঃ এরূপ কয়েদীদের জন্য যাহারা রিপুর বা প্রবৃত্তির তাড়না কিংবা স্বাৰ্থসিদ্ধির জন্ত নীতিবিরুদ্ধ কাজ করে। যখন জেল-কোড প্রস্তুত হইয়াছিল, তখন কেহ ভাবে নাই যে,নিরূপভ্রল আইন-লঙ্ঘন সম্পর্কে এরূপ ভদ্রলোক ও । ভদ্রমহিলারা তাহাদের বিবেচনায় স্বদেশের রাষ্ট্রীয় উন্নতির জঙ্গ জেলে যাইবে যাহারা সাধারণতঃ স্থনীতির নিয়মমানিয়া চলে।