পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“যাহার। বিজ্ঞ, বিচক্ষণ ও ধীরবুদ্ধি, গবন্মেষ্ট তাছাদের পর্য্যন্ত সহানুভূতি হারাইতেছেন।" “নৈতিক সমর্থনের পোষকতা না থাকিলে কোন আইন কাৰ্য্যকর হয় না ; বোধ করি সেই জন্য বঙ্গীয় সংশোধিত ফৌজদারী আইনের দ্বারা এত দিনেও বঙ্গের বিপ্লবপ্রয়াস লয় পায় নাই।” শ্ৰীযুক্ত সি এস রঙ্গ আইয়ার বলেন— আমি ধরিয়া লইতে বাধ্য যে, রাজবনীরা সকলেই নির্দোষ । বিপ্লববাদ দ্বারা যদি এদেশে গুরুতর অবস্থার উদ্ভব হইয়া থাকে, গবর্ণমেণ্ট বন্দীদিগকে আজমীরে পাঠাইবার ব্যবস্থা করির তাহ অপেক্ষাও সঙ্গীন অবস্থার স্বষ্টি করিতেছেন। স্ত্যর কাওয়াস্জী জাহাঙ্গীর বলেন, “আমি গবষ্মেন্টকে সাবধান করিয়া দিতেছি এই উপায়ে ভারতবর্ষ শাসন করা চলিবে না ।” মি: আর্থার মূর এবং ঐযুক্ত ক্ষিতীশচন্দ্র নিয়োগীর মধ্যে কথা-কাটাকাটি হয়। নিয়োগী-মহাশয় তাহার মধ্যে জিজ্ঞাস করেন, মি: আর্থার মূরের শ্রেণীর লোকেরা যে, চট্টগ্রামে আয়ার্লাণ্ডের “ব্ল্যাক এণ্ড ট্যান”দের মত অত্যাচার করিয়াছিল ( যাহ। নিয়োগী-মহাশয় প্রমাণ করিতে প্রস্তুত আছেন বলেন ), সে বিষয়ে তাহার বক্তব্য কি ? মিঃ মূর তাহার জবাব না দিয়া কথাটা উল্টাইয় দিবার বা চাপ৷ দিবার অভিপ্রায়ে বলেন, “মাননীয় সদস্য মহাশয় অন্য কথা তুলিতেছেন।” এই আইনের কতকগুলি ধারা সংশোধনের এবং মৃতন কোন কোন ধারা বসাইবার প্রস্তাব হয় । সবগুলিই না-মঞ্জুর হয় । কেবল, আইনটা যে তিন বৎসর মাত্র বলবৎ থাকিবে, এই সংশোধন গৃহীত হয়। তাহ কোন কাজের নয়। কারণ, তিন বৎসরের পর গবন্মের্ণট আবার এইরূপ আইন বা অর্ডিন্যান্স করিতে পারিবেন। এই একটা মাত্র সংশোধন গ্রহণ করিয়া কেবল দেখাইবার চেষ্টা হইল, যে, গবন্মেণ্ট সম্পূর্ণ অবুঝ নহেন। বন্দীদের সঙ্গে তাহাদের আত্মীয়স্বজনের দেখা করা বহুব্যয়সাধ্য এবং অনেকের সাধ্যবহিভূত হইবে। এই জন্য প্রস্তাব হয়, যে, সাক্ষাৎকারপ্রার্থী আত্মীয়দের রাহাখরচ যেন গবন্মেণ্ট দেন। ইহা অগ্রাহ হয় । নিৰ্বাসিত বাঙালী বন্দীদের জন্য বাঙালী পাচক ও বাঙালীর খাদ্যের ব্যবস্থা করা সম্বন্ধীয় প্রস্তাবও অগ্রাহ হয় । : . এই বিলের গ্ৰ খাট ভুলিয়া নেওয়ার জন্য শৰ । বিবিধ প্রসঙ্গ—বিন-বিচারে বঙ্গীদের নির্বাসন আইন

S&6. এক প্রস্তাব করা হয়। চতুর্থ ধারাতে বলা হইয়াছে, যে, ফৌজদারী কাৰ্য্যবিধি আইনের ৪৯১ ধারা অনুসারে বিনবিচারে আটক বন্দীদের আবেদন শুনিবার যে ক্ষমতা হাইকোর্টের আছে তাহ রহিত করিতে হইবে, অর্থাৎ বাংলার অর্ডিন্যানস-বন্দীদের অভিযোগ সম্পর্কে হাইকোর্ট কোন প্রকারে হস্তক্ষেপ করিতে পরিবেন না। এই প্রস্তাবও অগ্রাহ হয়। শ্ৰীযুক্ত সত্যেন্দ্রচন্দ্র মিত্র প্রস্তাব করেন যে, ভারতীয় ব্যবস্থাপক সভার কয়েকজন সদস্যকে আজমীরের আটকখানার বে-সরকারী পরিদর্শক নিযুক্ত করা হউক। এই প্রস্তাবও অগ্রাহ হয় । মিং সীতারাম রাজু প্রস্তাব করেন যে, বঙ্গীয় সংশোধিত ফৌজদারী আইনে যে ক্ষমতা দেওয়া হইয়াছে, সেই ক্ষমতার অতিরিক্ত কোন কাজ যদি করা হয়, তাহ হইলে ফৌজদারী কাৰ্য্যবিধির ৪৯১ ধারা অনুসারে হাইকোর্টের হস্তক্ষেপ করিবার অধিকার স্বীকার করিতে হইবে । ইহাও না-মঞ্জুর হয় ! বিলটার বিরুদ্ধে ৩৭ এবং সপক্ষে ৫৪ ভোট হওয়ায় উহ! পাস হয়। তাহার পর উহা কেন্সিল অব ষ্টেটেও পাস হইয়াছে। অপরাধী বলিয়া প্রমাণিত লোকদের উপযুক্ত শাস্তিতে কোন আপত্তি হইতে পারে না । কিন্তু বিনা বিচারে নির্দোষ লোকদের শাস্তি নিন্দনীয় ত বটেই, নিস্ফলও বটে ; এবং উত্তেজনার ও অপরাধের উৎপাদকও হইতে পারে । ২৫ বৎসর ধরিয়! গবন্মেটি বঙ্গের শত শত লোককে এই প্রকারে শাস্তি দিয়াছেন। তাহাতে অনেকে চিরক্কল্প হইয়াছে, অল্পায়ু হইয়াছে, কঠিন পীড়ায় মারা গিয়াছে, বিস্তর পরিবার বিপন্ন ও মৰ্ম্মাহত হইয়াছে ; কিন্তু বিপ্লববাদ ও বিপ্লবপ্রয়াস নিমূল হয় নাই। নিৰ্ব্বাসনটা গোদের উপর বিষফোড় যাত্র, বিপ্লববাদের ঔষধ নহে। কত জন মেরুদণ্ডহীন তোষামোদকী অদূরদর্শী ভারতীয় সভ্য এই আইনের পক্ষে ভোট দিয়াছে, এখনও জানিতে পারি নাই।

  • ե,