পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইয়া যায়। সেই যুগকে তুষার-যুগ’ বলা হইয়া থাকে । এই বিপুল তুষার-পৰ্ব্বত স্বইডেন, নরওয়ে, ডেনমার্ক, পাশিয়ার অংশ-বিশেষ, জাৰ্ম্মানী, হল্যাণ্ড ও ইংলণ্ডকে আচ্ছন্ন করিয়া রাখে। স্ক্যাণ্ডেনেভিয়ার উপর এই তুষারপৰ্ব্বত আনুমানিক ৩,২০০ ফিট পুরু হইয়াছিল। কিন্তু এই বরফের পাহাড়ও পরে গলিতে থাকে। কলে, ৫০০° পূৰ্ব্ব হইতে ১৫০০০ বৎসরের মধ্যে বরফ উত্তর দিকে পৰ্ব্বতমালাকারে নামিয়া যাইতে আরম্ভ করে এবং পিছনে বড় বড় পাথরের সমষ্টি ( moraine ) রাখিয়া ধায় । এই বরফ গলিয়া নামিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান সুইডেনের অনেক ভূমির অংশ এক দক্ষিণ ভাগ ছাড়া সমুদ্রের নীচে নামিয়া পড়ে । উত্তর-পশ্চিমের পর্বতমালা হইতে বোথানিয়ান উপসাগর পর্য্যস্ত ভূমি ক্রমশঃ ঢালুভাবে নামিয়া আসিয়াছে। সেই প্রদেশের এখানে-ওখানে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে পাহাড় মাথা উচু করিয়া দাড়াইয়। f আছে । এই পাহাড়শ্রেণীর সৰ্ব্বোচ্চশিখর প্রায় ৭০০ ফিট ছ f; o તે লী नि নোবেল একেডেমির সেক্রেটারী ও কবি কালফেল্ড। মৃত্যুর অল্পদিন পরে - - - مة উঁচু । উত্তর-পশ্চিম দিকের পর্বতমালা হইতে অনেকগুলি এই বৎসর উহাকে নোবেল প্রাইজ দেওয়া হইয়াছে। স্থত -- ছোটবড় নদী ঐ প্রদেশকে নানাভাবে বিভক্ত করিয়া কুৰিকে নোবেল প্রাইজ দেওয়া এই প্রথম 總