পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెly মালার সঙ্গে সংযুক্ত । শুধু মধ্যভাগে স্থানে স্থানে সমতল ভূমি ও হ্রদগুলি এই পৰ্ব্বতমালাকে বিচ্ছিন্ন আকার দান করিয়াছে । দক্ষিণ প্রস্ত প্রদেশকে “স্কোনে" (Skane) বা মধ্যরাত্রির সূর্য । ১৮এ মে হইঃে ১৮ই জুলাই পর্যাথ স্যালোকে সকল সময়েই আবিঞ্চে শহর হইতে দৃষ্ট হয় ইংরেজীতে স্কানিয়া বলা হইয় থাকে । ইহার আকৃতি ও প্রকৃতি অন্যান্য প্রদেশের তুলনায় একেবারে বিভিন্ন, এমন কি সেই প্রদেশবাসীদের ভাষার উচ্চারণেও যথেষ্ট তারতম্য রহিয়াছে । - জলমুখস্থিত স্নইডেনের তীরভাগ অতি বিভিন্ন ধরণের এবং এই প্রকৃতির বিভিন্নতা সুইডেনকে এক অদ্ভুত রূপ দিয়াছে । কোন স্থানে জলভাগ উপসাগরের আ ণ করিয়াছে এবং ইহাই Fjord বলিয়া మంరిశు বিখ্যাত । এই সকল জলভাগ ছোটবড় অসংখ্য দ্বীপমালায় শোভিত এবং এই দ্বীপগুলিকে মুইডি ভাষায় স্যারগেড বলা হইয়া থাকে । ( স্যার = দ্বীপ ; গোর্ড = বাগান )। বিখ্যাত দ্বীপোদ্যান সমূহের মধ্যে সুইডেনের প্রধান নগর ষ্টকহলমের পাশ্ববৰ্ত্তী দ্বীপপুঞ্জের সৌন্দৰ্য্য বিশেষভাবে সকলকেই অকৃষ্ট করে। স্নইডেনের দ্বিতীয় শহর গোথেনবার্গের কাছে এরূপ দ্বীপোদ্যান রহিয়াছে। এই দ্বীপোদ্যানসমূহ সাধারণতঃ পাথরের সমষ্টি ; অরোরাবরিয়ালিদ । মেরুপ্রদেশের আলোর নৃত্য কদাচিৎ কোনো কোনোটায় বালি ও মাটির ভাগ দেখা যায়। তাহ সত্ত্বেও এই প্রস্তরময় ভূমির উপর নানা জাতীয় গাছপালা, বিশেষ করিয়া পাইন ও স্পসের বন শোভা পাইতেছে । সুইডেনের তীরভাগের কোন কোন অংশ সমতল ও বালুকাময়—বিশেষ করিয়া ক্ষ্মোনে প্রদেশে । তাহা ছাড়াও সুইডেনের চারিদিকে অনেক দ্বীপপুঞ্জ রহিয়াছে। এগুলি আকৃতিতে অনেকটা দ্বীপোছানের মত। কিন্তু দুইটি দ্বীপ-গথ ল্যাণ্ড এবং ওল্যাণ্ড-লুইডেন হইতে একেবারে বিভক্ত হইয়া রহিয়াছে এবং ইহাদের ইতিহাসও ঘটনাবহুল । প্রথমটি আকৃতিতে বেশ বড়, এবং , ইহার