পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৬ পরীক্ষা দিতেছে । হাসপাতালে রোগীর শয্যা ( beds ) বাড়াইতে পারিলে আরও ছাত্র লওয়া চলিবে । সদাশয় সঙ্গতিপন্ন লোকের বেছ বাড়াইবার ব্যয়ে নিজের বা কোন অষ্ট্রেীয়-আত্মীয়ার স্মৃতিরক্ষ এবং দেশহিতসাধন করিতে পারেন । আমরা বাঙালী মাত্রকেই এই অমুরোধ জানাইতেছি । কারণ বঙ্গের সকল অংশ হইতে আগত ছাত্রেরা এখানে শিক্ষা পায়। তবে, অবশু সাহাদের জন্ম ও পৈত্রিক বাসভূমি এবং কৰ্ম্মস্থান ও রোজগারের জায়গা বাকুড়া জেলায়, তাহাদের উপর বিদ্যালয়ের দাবি বেশ । মেডিক্যাল স্কুলে শিক্ষণীয় প্রত্যেক বিষয় শিখাইবার ছাত্রাবাসের ওয়ার্ডেনদের বাসগৃহ জন্য যোগ্য অধ্যাপক আছেন । তাহীদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নিজ নিজ বিষয়ে স্বর্ণপদকপ্রাপ্ত । স্কুল ও হাসপাতালের ব্যয়নিৰ্ব্বাহের জন্য গবন্মেন্টের নিকট হইতে কখনও কোন সাহায্য পাওয়া যায় নাই । ডিষ্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ও রেড ক্রস ফাগু হইতে কিছু টাকা পাওয়া যায়। ১৯৩০-৩১ সালে তাহার পরিমাণ যথাক্রমে বার্ষিক ১৫০০,৬০০ ও ২০০ টাকা ছিল । আর সমস্ত ব্যয়ই ছাত্রদের বেতনাদি ফী, দান, চাদ ইত্যাদি হইতে নিৰ্ব্বাহ করিতে হয় । ছাত্রদের বেতন হইতেই সৰ্ব্বাপেক্ষ অধিক আয় হয়। মোট ব্যয় ১৯২৮২৯,১৯২৯-৩০ এবং ১৯৩•9?১ সালে যথাক্রমে ৫৮২২৪ v১,৫৯৭৯৮২ এবং ৫৩৮ঃ।১১ ইইয়াছিল। প্রতিবৎসর কাঘাটতি পড়িবার আশঙ্কা থাকে। কাৰ্য্যপ্রকারে ই বেসরকারী প্রতিষ্ঠানটিকে S99త> নড়িয়া তুলিতেছেন ও চালাইতেছেন। সৰ্ব্বসাধারণের আর্থিক ও অন্য সকল প্রকারের সাহায্য প্রার্থনীয় । নুতন কুটিরসমূহ এই প্রতিষ্ঠানটির কমিটির সভাপতি শীরামীনন্দ চট্টোপাধ্যায় । উপসভাপতি ওয়েস্লিয়ান কলেজের প্রিন্সিপ্যাল ব্রাটন সাহেব, কারমাইকেল মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ কেদারনাথ দাস, অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ এঞ্জিনিয়ার শ্ৰীভোলানাথ বন্দ্যোপাধ্যায়, সরকারী উকীল রায় বাহাদুর বসন্তকুমার নিয়োগ, রায়সাহেব রামনাথ মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত য়াড়িষ্ঠস্বাল ম্যাজিষ্ট্রেট রায়BBBB DDBBB BBBYBS gBBBB BBBBBS BBBBKD ঢাকবিভাগের ডেপুটি fuরেক্টর জেনারাল রায় বাহাদুর হেমন্তকুমার রাঙ্গ, এবং অবসরপ্রাপ্ত জেলাম্যাজিষ্ট্রেট শব্ৰজদুলভ হাজরা । প্রাইভেট ওয়ার্চ আলিপুরের উকীল কেদারনাথ আশ ইহার কোষাধ্যক্ষ, হাইকোর্টের য়্যাডভোকেট জীখীন্দ্রনাথ সরকার সেক্রেটারী, আলিপুরের উকীল স্ত্রীকৃষ্ণচন্দ্র রায় সহকারী সম্পাদক ও সহকারী কোবাম্বাক্ষ, এবং শ্ৰীজৰীকান্ত মণ্ডল ও শ্রীরাধিকাপ্রসাদ মুখোপাধ্যায় সহকারী সম্পাদক। মিঃ এন সরকার এমৃ-এ, হিসাবপরীক্ষক। সুপারিন্টেণ্ডেট, অধ্যাপষ্ট: প্রমোদকিশোর বন্দ্যোপাধ্যায়। o