পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s०९ প্রবাসী—বৈশাখ, ১৩২৯ SAMAMA AMA AMA AMAMAMAMMAMMAAAASASASS SAeAMMASASAeeA AeAAA AAAAA [ ২২শ ভাগ, ১ম খণ্ড ..--م তাহারে আপত্তি ক্রমে যুবকদলের উৎসাহে চাপা পড়িয়া - এৰে একে সবই বদলাইয়া যাইবে বলিয়া আশ যাইতেছে। চীন সমাজ পূৰ্ব্বে যা ছিল, তাই. হইতেছে। গ্রহেমন্ত চট্টাপাধ্যায় গ্রামের পথ গুমের মাঝে পথখানি সে বট-অশথে ঢাকা– পানিক তারি লুকিয়ে আছে, গানিকট তার ফাঁকা ; সে যেন ঠিক গ্রামের বধু—থানিক চেয়ে আড়ে লুকিয়ে পড়ে ঘোমটা টেনে আম্বনের ধারে । আঁকাবঁকা নদীর সাথে যায় সে একে বেকে কৰ্ত কুঁড়ের ছাতলা দে ঘাট পিছনে রেখে । হাটে বাটে সব দেপে’ সে আবার কোথা চলে-- লক্ষ গায়ে পরশ দিয়ে কম্নে কিসের ছলে ? এ যেন রে খুঁজতে বাছুর গয়লাদের এক মেয়ে বনের আশে পাশে ঘোরে ব্যাকুল চোষ্টেধেয়ে । বামুনদের এক ভঁৰ নিয়ে নাথে মালী ক্ষীরি কুটুম-বাড়ী চলছে যেন অলস ধরি ধরি। এমনি গ্রামের পথখানি সে স্বপ্নে যেন ভর, ছায়ার স্নেহে নদীর গানে মোহন শ্রমহর । টুনটুনি ও বুলবুলির লক্ষ কথা পাড়ে, মৌমাছি গায় বৈচি-বনে কামিনী-ফুল-ঝাড়ে। সে পথ দিয়ে চলৰ আমি কাজ রবে না কিছু, কোথায় যাব নেই ঠিকানা, ডাকবে না কেউ পিছু - গ্রামে গ্রামে পরশ দিয়ে চলব নব গায়ে বাব লাবনের গন্ধ শুকে হাটকে রেগে বায়ে । যেইখানেতে নদীর সাথে পথের ফুেশেনসেথায় অশথ তলায় শুয়ে স্বপ্ন কত বোন । পাশে রেগে কলুবাড়ী, কেয়াবনের রাশি পেরিয়ে মলস চলৰ মৃদু শীতল বায়ে ভাসি । কা’কে দেবে কিসের খবর ত। রবে না মনে, মনে হবে চেনা ছিল কুটারগুলোর সনে । এ পথ দিয়ে চলব অশেষ অচিন্‌ গায়ে কোথা--- চম্কে চাব অচিন্‌ ঘাটে—বধূর স্বানরত,— দেখিয়ে হাসি ঢাক্বে মুখে গাম্‌ছ আড়াল দিয়ে, নিশাস ফেলে চলব পুন নূতন প্রতি পিয়ে। দেশব কোথা দুষ্ট, ছেলে কোমর বেধে ছুটে পাত্তাড়ি ও মাদুর নিয়ে পাঠশালাতে জুটে । কলসী ভাঙা জীর্ণ মাদুর নিয়ে শ্মশান ঘেথ চোগ মেলিয়ে অবাক যেন পথটা রহে সেথ। । শতেক গ্রামের প্রয়োজনের এইটি গতিবিধি, “তরিবোল" ও পথিক-গীতি শুনছে এ যে নিতি ; বনের ছায়ে ঘুমোয় কোথা, রোদের মাঝে জাগে, বিষ্ণুভক ও শতেক সাপে ধক ইহার মাগে। &পথটি যেন পল্লী-মায়ের সুদীর্ঘ এক স্নেহ— বাড়িয়ে বাহু বাধছে সবায়, চিনায় সবে গেষ্ট । , , শ্ৰীপ্যারীমোহন সেনগুপ্ত