পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ों में६थn ! - ভাইকাউন্টেস্ রোও, ইংলণ্ডের লর্ড সভার প্রথম মহিলা-সভ্য। মিউনিসিপ্যালিটির মহিলা কমিশনার মাদ্রাজের মিউনিসিপ্যালিটিতে নারী কমিশনার নির্বাচনের প্রস্তাৰ পরিগৃহীত হইয়াছে। ফলে বিচারপতি হীযুক্ত এম ডি দেবদাসের পত্নী মাত্রাঙ্গ মিউনিসিপ্যালিটির সর্বপ্রথম নারী কমিশনার নিযুক্ত হইয়াছেন। এই ব্যবস্থা মাত্রাজের অস্কাপ্ত মিউনিসিপ্যালিটিতেঁও অনুস্থত হইতেছে। সালেম মিউনিসিপ্যালিটি প্রস্তাব পাশ করিয়াছেন, যে, সদস্তের পদ খালি হইয়াছে, অতঃপর তাঁহাতে মহিলাদিগকে মনোনীত করিতে হইবে। তালুক বোর্ডেও মহিলা সভ্য নিৰ্ব্বাচিত হইতেছেন। মাদ্রাজ হাইকোর্টের উকিল খ্ৰীযুত রঘুনাথ রাওরের পত্নী চেলার তালুক বোর্ডের সদস্ত মনোনীত হইয়াছেন। ভারতবর্ষে মাত্রাজ প্রদেশই সৰ্ব্বাগ্রে রমণীদের ব্যবস্থাপক সভার সভ্য নির্বাচনের অধিকারও প্রদান করিয়াছে। সুতরাং দেখা যাইতেছে, নারীদের অধিকার সম্বন্ধে মাত্রাজ ভারতের আর-সকল প্রদেশকে পাছে রাখিয়া ক্রমাগতই আগাইয়া চলিয়াছে। এ সম্বন্ধে সকলের পিছনে পড়িয়া আছে আমাদের এই বাংলা । অথচ এই বাংলা গৰ্ব্ব করে—শিক্ষার এবং সহবতে সেই নাকি ভারতে সৰ্ব্বশ্রেষ্ঠ । শ্ৰী হেমেন্দ্রলাল রায় গিরিডি বালিকা-বিদ্যালয় গিরিডির উচ্চশ্রেণীর বালিকা-বিদ্যালয়টির এবং তাহার মহিলা-মজলিস্—গিরিডি-বালিক-বিদ্যালয় نا مOb AAA AASAASAASAASAASAASAASA SAASAASSAAAAAASAAAA বোর্ডিংয়ের উন্নতির জন্য বিশেষ চেষ্টা করা যাইতেছে। সম্প্রতি কুমারী স্থনীতি গুপ্ত বি-এ, ( এৰাঁর বি-টি পরীক্ষা দিয়াছেন ) স্কুলের শিক্ষয়িত্রী ও বোর্ডিংয়ের কত্রী নিযুক্ত হইয়াছেন। তিনি এই কার্ধ্যের বিশেষ উপযুক্ত পাত্রী। তাহার যত্ন, পরিশ্রম, ও জীবনের স্বধৃষ্টান্তের জন্ত স্কুল ও বোর্ডিংয়ের ছাত্রীদিগের উন্নতি হইবে বলিয়াই আশা করিতেছি। সকলেই জানেন, গিরিডি একটি স্বাস্থ্যকর স্থান এবং উহার প্রাকৃতিক দৃপ্ত ও অত্যন্ত স্বন্দর। বর্তমান সময় বাংলা দেশের মেয়েদের স্বাস্থ্যের যেরূপ অবস্থা, সেজন্য গিরিডির স্তায় উৎকৃষ্ট স্থানে বালিকাদিগের একটি স্কুল ও বোর্ডিং থাকা একান্ত প্রয়োজন। এখানে শিক্ষয়িত্রীদিগের সঙ্গে ও উহাদের তত্ত্বাবধানে "বালিকাদের বেড়াইবার যথেষ্ট স্ববিধা । তম্ভিন্ন বাংলা দেশে বালিকাদিগের যে-সকল উচ্চশ্রেণীর ইংরেজি স্কুল অাছে, তাহার অধিকাংশ স্কুল ও বোর্ডিংয়ে ছাত্রীর সংখ্যা অত্যন্ত অধিক । অনেক সময় বিস্তর চেষ্টা করিয়াও উহাতে বালিকাদিগকে ভৰ্ত্তি করানো অসম্ভব হইয়া উঠে । এজন্য স্ত্রীলোকদিগের উচ্চশিক্ষার অনুরাগী ব্যক্তিমাত্রেরই গিরিডির স্কুলটির উন্নতির সহায়তা করা কৰ্ত্তব্য। এ বৎসর হইতে এ প্রদেশের ম্যাটিকুলেশন পরীক্ষাও পূৰ্ব্বাপেক্ষা সহজ হইয়াছে। আমাদের সহৃদয় ৰন্ধুদিগের মধ্যে কেহ কেহ অনুগ্রহপূর্বক তাহাদের শিক্ষার উপযুক্ত কস্তা ও আত্মীয়াদিগকে গিরিডি বোর্ডিংয়ে পাঠাইয়া স্কুলে ভৰ্ত্তি করিয়া দিলে স্কুলটির যথেষ্ট সাহায্য করা হয়। বোর্ডিং ফি মাসিক ১১২ এগার টাকা। স্কুলের বেতন ক্লাস অনুসারে w• আনা হইতে ৩২ টাকা । ঐ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়