পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] রোএরিক 8२कैo আরতির বেল্লা । BBBBBDD SBBB BBB BBBBBS BBBB BBBB BBS BBBB BB BBBB SBBBB BBBB BBS দেবদূতের মুক্তিটির মধ্যে সেই জাহান যেন মূৰ্ত্তি-পরিগ্রহ করিয়াছে। ১৮৭৪ খৃষ্টাব্দে রোএরিকের জন্ম হয়। ১৮৯৩ হইতে ১৮৯৭ খৃষ্টাব পৰ্য্যন্ত তিনি পেট্রোগ্রাড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ঐ সময়েই তিনি সেখানকার এ্যাকাডেমীতে চিত্রবিদ্যাও অধ্যয়ন করেন। ১৯১৫ খৃষ্টাব্দে রুশিয়াতে রোএরিকের শিল্পজীবনের পঞ্চবিংশ বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। ইহা ধরিয়া হিসাব করিলে ১৮৯০ খৃষ্টাব্দে র্তাহার শিল্পজীবনের আরম্ভ । কিন্তু বস্তুত চিত্রশিল্পে রোএরিক প্রথম খ্যাতি অর্জন করেন তাহারও পাঁচবৎসর পরে, পেট্রোগ্রাড এ্যাকাডেমীতে একটি চিত্র প্রদর্শন করিবার ফলে । তখন হইতেই রুশিয়ার শিল্পী- ও শিল্পরসঙ্গ-সমাজের দৃষ্টি তাহার দিকে আকৃষ্ট হইতে থাকে। র্তাহার এই প্রতিপত্তি উত্তরোত্তর দ্রুত বাড়িতে १ोष्क । রো এরিকের শক্তি ও সাধনা এবং তাহার ব্যক্তিত্ব ননি। বিরুদ্ধদুলেরও শ্রদ্ধা ও বিস্ময়ের উন্ত্রেক করে। শিল্পে যদিও তিনি নবযুগের একজন বড় বার্ভাবহ তথাপি গবর্ণমেণ্টের পরিচালিত প্রাচীনতার পূরিপন্থী অনেক এ্যাকাডেমী ও ইন্‌ষ্টিটিউটে তিনি বহুকাল ধরিয়া সভ্য মনোনীত হইয়া, এমন কি শিক্ষকতা পৰ্য্যন্ত করিয়া আসিয়াছেন । অন্যদিকে প্রাচীনতার ও গতানুগতিকতার বিরুদ্ধে বিদ্রোহ করিতেও তাহাকেই সকলের আগে দেখা গিয়াছে। সেরোফ, ভোক্লবেল, সোমোফ, বাকৃষ্ট ও বেনোয় প্রভৃতি বিখ্যাত রুশীয় চিত্রশিল্পীরা “শিল্পজগৎ" নামে শিল্পীসমাজ গঠন করিয়া যে বিদ্রোহের ধ্বজা উড্ডীন করিয়াছিলেন, সেই নূতন-প্রাণের যজ্ঞে রোএরিকই ছিলেন বড় পুরোহিত, এবং সেই শিল্পীসমাজের প্রথম প্রেসিডেণ্ট । ” রোএরিক একজন অসাধারণ কর্মী। নিজের অদ্ভুত কৰ্ম্মপ্রবণতায় তিনি র্তাহার জীবন-চরিত লেখক ও সমালোচকদের ব্যতিব্যস্ত করিয়া তোলেন। হয়ত র্তাহার চিত্রকলার ব্যাখ্যা সমন্বিত র্তাহার একটি শিল্পজীবনী রচিত হইয়া ছাপা হইতে গিয়াছে। হঠাৎ এমন আরও