পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধ সংখ্যা ] আবৃক সে আঙুরের, কমলার ফুল-মদ, মিঠে বোল ঘুঙুরের, চাটুনী সে গুলর্বদ, o সৰ্ব্বং শবৃদার, মোরব্বা আমূলকী, মিঠে-খিলি-বৰ্দ্দার আজ থেকে থামূল কি ? মোহর সে হিন্দুর, আস্রফী মোগলের, দানা রেস সিন্ধুর, মোখেল সে চোগলের, অকপট ইন্‌কার, নেক্ অনবদ্য, ভারতীর বীণকার, কমলার পদ্ম ! তোজদানে ভরপুর মুক্তির মশলা, আরতির কপূর, জ্যোৎস্নার পশূল । ধূপ ধুনো গুগগুল, লবানের গন্ধ, খস্থস্, কেয়াফুল, থাকবে কি বন্ধ ? মহাপ্রস্থান &సిగి • ہے . نیے ہے۔ یہ ہم r sم ہ- یہ * س • S S S S S S S S S S S S SAAAAASA SAASAASAASAASAASAAAS مے .-- * .۔ - - চেয়েছে যে ছনিয়াতে মোবারক হরদম, নেই যার শরীয়তে গোড়ামীর কদম, বন্দেগী মন্‌স্কর, সত্যেন্‌ সৎ-নবী ! জিনেগী বাহাদুর, মরে না হে সব কবি। হাফেজ বা জামী, রুমী, সে সাদী, ফারুদোসী, এ যুগের কেউ তুমি, আশ্বমানে যার শশী— গায়েৰু কি হয় তার জৌলস কবরে ? অমর সে বরাবর বেহেস্তী সফরে । শ্ৰী নরেন্দ্র দেব ৩স্তেরি – প্রণামীর পত্র। জিন্‌– অপদেবতা । গুলসান- মুকুল । সুইবত - ভালবাস । দীন-জ্ঞানী। রেস্=সমতুল্য। মেখেল- প্রতিবন্ধক । চেগলের নিন্দুকের । নেল – সৎ । মোলtয়ক - কল্যাণ । o শরীয়s,– ধৰ্ম্মপথ । মনসুর - মহাপুৰস । નેની- થbાનન I II:ઝન - નૃતlf ક মহাপ্রস্থান বঙ্গবাণীর বীণারব আজি খামিয়া গিয়াছে হায় ! উদার ললাট চেকেছে বিষাদ-আঁধার-কালিম-ছায় ! বিমল আস্তে মধুর হাস্য আর নাহি আজ ফুটে, শোকের সাগর উথলি নয়নে অশর ধারা ছুটে ! নয়নের মণি গিয়াছে হারায়ে দারুণ মরণ-ধাতে, ধ্রুবতারা আজ খসি পড়ি গেল নীরবে তাপার রাতে । দুবাহু বাড়ায়ে কারে খোজ আর ? নাই আলো নাই হাসি, “ফুলের ফসলে” ফুটাতে তাহার আর বাজিবে ম| বঁাশী ! সে যে চলে গেছে কোন সে সুদূর জীবনের পরপারে, গহন আঁধারে আপনাকে ঢাকি কোন প্রেমূ-অভিসারে ? স্বপন-বালিকা তারার মালিকা পরিয়া আকুল কেশে গেল লয়ে তারে বাধি বাহুপাশে কোন স্বপনের দেশে ? ওগো কবি, তুমি বাংলার ছবি একে দিয়ে গেলে গানে, "ফুলের ফসলে” ধরণী হাসালে, ভাসালে স্বরভি-বানে । "অভ্র-আবীরে” সাজালে মায়েরে চির-অপরূপ রূপে, "তীর্থ-সলিলে" করায়ে সিনান বন্দিলে চীনা-ধূপে । “ৰেণু ও বীণা”র স্বরে ঝঙ্কারে নিখিলের মন হর, শতেক "তীর্থ-রেণু-"কণ। আমি দুয়ারে করিলে জড়, “মণি-মঞ্জুষ।" ভরিপ মাধেরে রত্ন করিলে ট্রান, "হেমিশিখানলে’ যে দীপ জালালে সে চির জ্যোতিমান । হে কবি কলাপী, কেকা’রবে তব চির-বিরহীর প্রণে প্রিয়-স্মৃতি জাগে, নয়নেব আগে অশ্র ধনীয়ে আনে । বসন্ত-রাজ, ‘কুহু'রবে তব ধরা-চিত উত্তরোল, তারায় তারায় কম্পন লাগে জোছনার ফুল-দোল । ছন্দের দোলে ভাষারে দোলালে ভাবেতে ভোলালে মন, অরূপেরে তুমি রূপ দিলে ওগো ঘটাইলে অঘটন। বালক কিশোর যুবক বৃদ্ধ সকলেরি তুমি কবি, সকলের ভরে বহু প্রেম ভরে তাকিলে মোহন ছবি । সত্যই তুমি সত্যের রাজা, উদার মহান ধীর, মিথ্যাস্থদন নিৰ্ভয় ছিলে, চির-অনলস বীর । অভয় মস্ত্রে নিরাশ হৃদয়ে জাগাইলে তুমি আশ, দশের পরাণে দেশের কারণে জাগাইলে ভালবাসা । তুমি চলে গেলে, দুহাতে করিয়া করে গেলে তুমি দান হৃদয়-সাগর-মন্থন-করা অমিয়-মাথান গান । যাবার বেলায় রেখে গেলে তুমি দীপ-অমল-জাল, "দুখ-তরণের, স্বপাক্ষরণের উদাহরণের মালা।"