পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজাড়ে ভোর রাজা-মশাইকে সমস্ত দিন বেজায় থার্টুতে হয়, রাত দুপুর পর্য্যন্তও তার খাটুনির কমি নেই। এত থেটে খুটে অনেক রাত্তিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, সে ঘুম ভাঙতে তার অনেক বেলা হয়ে যায়। রোজ তিনি যে সময়ে ওঠেন, ছেলেরা স্কুল থেকে সে সময়ে ফিরে আসে । রাজা-মশাই দেখেন, দিনটা সেই ফুরিয়ে আসে, স্থধিদেব অম্নি আকাশের পশ্চিম দোর দিয়ে কোথায় চলে যান ; তার পরেতেই চারদিক অন্ধকার হয়ে যায়। পরের দিন উঠে দেখেন সুধ্যি প্রায় মাথার কাছাকাছি । এ ব্যাপারট। তার কাছে বড় আশ্চয্য ঠেকূলে । আচ্ছ, স্বাধ্য ত ডুবে যায়, কিন্তু আবার আসে কোথা থেকে ? কখনই বা আসে ? রাজা-মশাই, ত কোন দিন সকালে ওঠেন নি, তিনি স্বৰ্য্য উঠতেও দেখেন নি । একদিন তিনি রাজসভায়ু মন্ত্রীদের ডেকে তার মনের এই থটু :ার কথা বলে ফেল্পেন। মন্ত্রীরা শুনে বল্লেন, "মহারাজ, সুধ্যি-ঠাকুর রোজ ভোর বেলা পূব দিক দিয়ে ওঠেন ; তখন র্তাকে দুপুর বেলার মত অভ উজ্জল দেপায় না, তখন তার রংটি চমৎকাব লাল, ঠিক সন্ধ্যে-বেলার মত ।” শুনে রাজা-মশাই আরও আশ্চৰ্য্য হলেন । কই, তিনি ত কোন-দিন সুখ্য উঠতে দেখেন নি ! মন্ত্রীরা বল্লেন, “মঙ্গরাজ, আপনি যদি আর একটু সকালে ওঠেন, তবে সুৰ্য্যোদয় দেখতে পান ।” বেশ । রাজা-মশাই ঠিক করলেন নে, ভার পরদিন খুব সকালে উঠবেন । কিন্তু ত আর হয়ে উঠলে না। তার বেলায় ওঠা অভ্যস্থ হয়ে গিয়েছিল, তিনি “কি আর ইচ্ছে করলেই ভোরে উঠতে পারেনু ? “মহারাজ, শো বীর সময়ে বাড়ীর কাউকে বলে দেবেন, যেন খুব সকালে আপনাকে জাগিযে দেয় ।” @tZで8 葵e gl I উপায় ? মন্ত্রীরা বল্লেন, তিনি সকাল বেলাটা এমনি বেহু সু হয়ে ধুমুলেন সে রাজবাড়ীর ঝি, চাকর, মেয়ে, ছেলে, কেউই তাকে জাগাতে পারলে না। সে-দিন ও তার ঘুম ভাঙতে অনেক বেগ হয়ে બન রাজা-মশাই জেগে যখন দেখলেন ধে স্বৰ্য্য একেবারে মাথার উপর, তখন র্তার ভারী রাগ হ’ল । তার মনে হ'ল মীরা তাকে মিথ্যে কণা বলেছে, স্বয্য কখনও পূব দিক দিয়ে ওঠে না, আকাশের ওই মাঝখানটাতেই হঠাং ফুড়ে বেরিয়ে পড়ে ! o বাড়ীর লোকের বল্পে, সকলেই চেষ্টা করেছিল, কিন্তু রাজামশায়ের ঘুম ভাঙাতে পারা ধায় নি । রাজা কারুর কথা বিশ্বাস করলেন না। সকলে মিলে কেন তাকে ঠকাচ্ছে, তিনি সকলের কাছে কৈফিযং চাইলেন । রাজ্যে হুলুস্থল পড়ে গেল ! মন্ত্রীদের বুঝি গদান যায় । রাজবাড়ীর কারুর কাপে বুঝি আর মাথা থাকে না ! অনেক ভেবে চিস্তে বড়ো-মন্ত্রী রাজার কাছে গেলেন। তিনি ভয়ে ভয়ে রাজা মশাইকে বল্লেন, “রাজামশাই, এমন করে হবে না। রাজ্যে ঢোল পিটিয়ে দিতে হুকুম দিন, নে আপনাকে স্বৰ্য্যোদয় দেখাতে পারবে, তাকে হাজার আসরফি পুৰস্কার, কিন্তু না পারলে তার গদান নেওঁয়া হবে ।” তথাস্থ । রাজ্যে ঢোল পিটানো হ’ল । কিন্তু কথা শুনে কাজটা করতে আসতে কারুর সাহসে কুলোল না। দুদিন গেল। রাজা মশায়ের স্বয্যোদয় দেখা বুঝি আর এ জীবনে হ’য়ে ੇਂ। | | ... "