পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিচকারী দিয়ে বাড়ী তৈরী— আজকাল আমাদের দেশে এবং বিদেশে কনক্রিটু দিয়ে বেশীর ভাগ বাড়িই তৈরী হচ্ছে। এই জিনিষটা দিয়ে কাজ হয় খুবই চটুপটু আর বাড়ীখানাও হয় পাথরের মত শক্ত। এতদিন পয্যন্ত কাঠের ফ্রেমের মধ্যে কন্‌ক্রিটের কাচা মসলা ঢেলে দিয়ে (কন্‌ক্রিটের) বাড়ী তৈরী হচ্ছিল। এখম এক রকম নুতন কায়দার এই কন্‌ক্রিটের বড় বড় বাড়ী তৈরী হচ্ছে। একটা লম্বা ক্যাম্বিসের নলের আগায় ৩ ইঞ্চি ব্যাসওয়াল একটা লোহ। ৰ অন্ত কোন শক্ত ধাতুর মুখ লাগালে থাকে। সেগুলো দেপ্ততে অনেকটা কলিকাতার রান্তীয় জল-দেওয়া নলের মত। একটা চৌবাচ্চায় শুক্নে৷ কনফ্লিট ঢাল থাকে, তারপর তার মধ্যে জোরে জল ঢেলে দেওয়া হয়। তারপর কন্‌ক্ৰিট গলে যাৰ মাত্র সেটাকে ঐ নলের মধ্যে দিয়ে বাড়ী তৈরী করার ফ্রেমের গায়ে ছুড়তে আরম্ভ করা হয়। এই তরল কন্‌ক্রিট নলের মধ্যে থেকে ঠিক্‌ পিচুকারীর মত বেরিয়ে আসে। ফ্লেমের একট। দিক আলকাৎর-মাপানে কাগজ আর খুব সুন্ন লোহার জালে মোড় থাকে। কন্‌ক্ৰিট শুকিয়ে বাবা মাৱ আল্‌কাংরা-কাগজ আর লোহার জার্ল খুলে ফেলা হয়। এই রকম বাড়ীর সব দেওয়াল, মেঝে, এমন কি দেওয়ালের গায়ে বেঞ্চি চেয়ার পর্যাস্ত কন্‌ক্রিট দিয়ে করা বায় । এষ্ট রকম করে পিচুকারীতে কনক্রিট ছুড়ে তৈরি একখানা বাড়ীকে, একটা কন্‌ক্রিটের বড় টুক্র বলা যায়। একটা পাচ-ঘর-ওয়াল বাড়ী মাত্র দুদিনে করা যায় ! পিচকারীর মধ্যে দিয়ে তরল কন্‌ক্ৰিট এত জোরে বেরিয়ে আসে যে ফ্রেমের মধ্যে কোথাও সামান্ত স্বীকও থাকে না । চৌবাচ্চার মধ্যে কনক্রিট খুব ভাল করেই মিশ খায়, কারণ বাজে মাল দেওয়ালের গায়ে বসে না, ঝরে পড়ে যায় । দেওয়াল যত ইচ্ছ। পুরু করা যায় । প্রথম যে বাড়ী এই রকমে তৈরী করা হয়, তার দেওয়াল ছিল ৬ ইঞ্চি পুরু। এই রকম করে বাড়া তৈরী করার সুবিধা প্রচুর, অথচ অসুবিধ বিশেষ কিছু নেই বল্পেও হয় । লোকে এর মুবিধার বিনয়ে অভিজ্ঞ হলে ক্রমে ক্রমে সকলেই এই রকমে বাড়ী তৈরী করলে আশা করা যায়। কাঠের ফ্রেমের মধ্যে তরল কন্‌ক্রিট ঢাললে তক্ত অনেক নষ্ট হয়। কিন্তু এই কন্‌ক্রিট-ছোড়া পিচুৰtীর সাহায্যে বাড়ী তৈরী করলে কেবল আলকাতয়-মাথানে কতকগুলো কাগজ ছাড়া আর কিছুই নষ্ট হয় না। এতে পাটুনিও অনেক কম, আর বাড়ীখানাও কয় অনেক অংশে ভাল ।

". . o

शृिक्लकांद्री ब्रि-tङनी सांडूंौ ।