পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-Ե-e { পাঞ্জাৰী ভাষার দলকে সম্বোধন করিলেন। দল চলিয়া যাইতে অসম্মত হইলু। ম্যাকুফাসন পুলিশকে হুকুম দিলেন সকলকে তাড়াইয়া দিবার জষ্ঠ পুলিশ রেগুলেশন লাঠি লইয়। তাহীদের উপর ঝাপাইয়। পড়িল। অকালীদের উপর এলোপাখালি লাঠি পড়িতে লাগিল। একজন পুলিশ ঢোল পিটিতেছিল, বাকি সকলে তালে জালে লাঠি চালাইতেছিল। ১৫ মিনিট লাঠি চালানোর পর অকালীর সোজ হইয়া মাটির উপর শুইয়া পড়িল অনেকে অজ্ঞান হইয় গেল । যাহাদের জ্ঞান ছিল তাহার। সরিয়া পড়িল। পুলিশ আবার লাঠি চালাইতে লাগিল। ইট-পাথরের মত সকলকে রাস্ত হইতে সরাইয়। দেওয়া হইল। অজ্ঞান ও আহতদিগকে দেখিয়া অশ্রুসন্ধরণ করা কঠিন। আহতদিগের ভিতর অনেক ৬০ বৎসরের বৃদ্ধকে দেখিয়াছি । অনেকের মাথার চুলে রক্ত লাগায় জটা পড়িয়া গিয়াছিল। লাঠিগুলির একদিকে পাচ ছয় ইঞ্চি পরিমিত স্থান লোহ বাধা ছিল । সকলে "ওর গুরু" ‘ওয়৷ গুরু বলিয়! চেচাইতে চেচাইতে মার, থাইতেছিল । মিঃ বেটি মারের সময় খুৰু কাজ করিতেছিলেন—ম্যাকৃফারসন দূরে দাড়াইয়। আদেশ দিতেছিলেন ।” * * * g ७भनि यांtब्रां श्रtनक नमूनl cन७द्र यन्न । त्रकांठौष्मद्र थठि অবিভ্রান্ত অত্যাচার চলিতেছে। এই অত্যাচারে তাহদের সাহস এবং দৃঢ়তা বৃড়িতেছে বই কমিতেছে না , কর্তৃপক্ষের এই জুলুম যে ‘কেবলমাত্র অকালীদের ভিতরেই নিবন্ধ আছে তাহা নহে। অনেক গণ্যমাস্ত লোক র্যাহীরা এই ব্যাপারটা আপোষে নিপত্তি করিবার শুভেচ্ছা লইয়। সেখানে গমন করিয়াছেন, এবং বস্তুতঃ র্যাহীদের মধ্যস্থতায় একটা নিষ্পত্তি হওয়া সম্ভব বলিয়াও মনে হয়, তাহারাও পুলিশের হাতে রীতিমত লাঞ্ছিত হইতেছেন । পণ্ডিত মদনমোহন মালৰীয়কে গুরু-ক-বাগে যাইতে দেওয়া হয় নাই । তাহার প্রতি পুলিশের ব্যবহারও বিশেষ সন্মানকর নহে। t এই-সব জুলুম চিরসহিষ্ণু নারীসম্প্রদায়কেও চঞ্চল করিয়া তুলিয়াছে । গুরু-কা-বাগে যাইয়া এই-সব অত্যাচারের অংশ গ্রহণ করিবার জন্ত অনেক শিখ মহিলা জাঠাদলভুক্ত হইতে চাহিতেছেন । কিন্তু গুরুদ্বার প্রবক্তৃক কমিটি তাহাদিগকে গুরু-কা-বগে যাইতে দিতেছেন না । মহরমে দাঙ্গা — · 6 মুলতানে মহরম উপলক্ষ্যে হিন্দু-মুসলমানের ভিতর এক ভীষণ দাঙ্গ হইয়া গিয়াছে। এই দাঙ্গায় বহু ব্যক্তি নিহত ও আহত হইয়াছে। লুট-তরাজ ও গৃহদাহে বিস্তর সম্পত্তিও নষ্ট হইয়াছে। সৈন্যদলের সাহায্যে এই দাঙ্গ বন্ধ করা হয়। তবে বাচোয়। এই, গুলি চাৰ্লাইতে হয় নাই। রাত্রি ৯টার পর রাস্তায় কাহারে বাহির হুইবার হুকুম ছিল না। মুসলমানগণ বাজার লুট করিয়াছে, অনেকগুলি দোকান ও ঘরবাড়ী আগুন দিয়া পোড়াইয় দিয়াছে, বয়েকটি দেবমন্দির ও ধৰ্ম্মশালা অপবিত্র করিয়াছে। এই আত্মকলহ যাহাতে না ঘটে, হিন্দুমুসলমানের ভিতর বাছাতে ঐতির ভাব প্রতিষ্ঠিত হয় কংগ্রেস এতদিন ধরিয়া ষেই চেষ্টাই করিয়া আসিয়াছেন। কিন্তু সে চেষ্ট যে উাহাঙ্গের সর্বত্র সফল হয় নাই এইগুলিই তাহার প্রমাণ । এরূপ বিরোধের দ্বারা জাতির শক্তি খর্ব হয়, তাহার দুর্বলতা বাড়ে' পরের কাছে প্রতিনিয়ত লাঞ্ছনা সহ্য করিয়াও আমরা &ই সহজ সত্যটা বুৰিয়া গল শোধাইতে পারিতেছি না। ইহা যেমন দুর্ভাগের বির তেমনি লজ্জার কথা। মোপলা অন্ধকূপ হত্যার ৰিচার— একশত মোপুলাকে ধায়ুচলাচলহীন মালগাড়ীঠে বস্তাবন্দী করিয়৷ প্রধাসী-আশ্বিন, ఏర్చిసె • রকমের পানাহারের ব্যবস্থা নাই । | ૨રેન ૭ાન, ડેમ વહ SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS S S AAAA S AAA S AAAA S SA SAS S S AAAA S AAAAS AAAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AAAAA AAAASAAAA তিরুর হইতে পদামুরে পাঠানো হইয়াছিল। পথে ৭•জন মোগল দমবন্ধ হুইয়| মারা যায়, এ খবর এদেশে আজ আধু কাহারে অজ্ঞাত নাই। এই দুর্ঘটনা সম্বন্ধেই ,স্তব্য করিতে গিয়া বিলাতের ‘ডেলি মেল’ পত্রিক লিখিয়াছিলেন, “ব্রিটিশ শাসনের ছদ্মবেশে এই ভীষণ অত্যাচার অনুষ্ঠিত হইয়াছে। ইহার ফলে কলিকাতার অন্ধকূপ-হত্যার মত ইংরেজের ললাটেও একটা দুরপনেয় কলঙ্কের ছাপ পড়িয়াছে। এই ব্যাপারটির জন্ত যে দায়ী তাহাকে এই মুহূৰ্বেই খুজিয়া বাহির করা উচিত এবং বিচার করিয়া তাহাকে ফালী দিতে কিছুতেই দেরী করা সঙ্গত নহে । যে স্তায়-বিচারের গৰ্ব্ব আমরা করি, ভারতে সে গৰ্ব্ব অক্ষুণ্ণ রাখিতে হইলে ইহা ছাড়া আর অস্ত উপায় নাই।” এতদিন পরে এই হত্য সম্পর্কে গবমেন্টের রায় প্রকাশিত হইয়াছে। এও জ নামক যে সর্জেন্টটি এই-সব বন্দী লইয়া আসিতেছিল, অনেক , বিবেচনা করিয়৷ গবমেণ্ট তাঁহাকেই দায়ী সাব্যস্ত করিয়াছেন এবং তাহার নামে মাত্রাঙ্গ গবমেন্টকে মামলা ক্লজু করিতে আদেশ দিয়াছেন। আর একজন শ্বেতাঙ্গ ট্রাফিক ইন্সপেক্টরকেও অপরাধী সাব্যস্ত করা হইয়াছে। কিন্তু তিনি ইতিপূর্বেই মার৷ গিয়াছেন। •এ ব্যাপারে গবমেণ্ট সামরিক কৰ্ম্মচারীদের কোন দোল দেখিতে পান নাই। মালগাড়ীতে এরূপ অবস্থায় বন্দী পাঠালোও অস্তায় হয় নাই এবং ভবিষ্যতেও এরূপ অবস্থায় যাত্রীর জঙ্ক মালগাড়ীর ব্যবহার চলিতে পারিবে এই রায়ই র্তাহীর প্রকাশ করিয়াছেন । ভারতগবমেন্টের রায় এবং ডেলি মেলের মন্তব্য প্রায় জায়গাতেই কাছাকাছি দেধিয়া গিয়াছে ! চমৎকার! কাগজ তৈরীর উপাদান— বীশের মগু হইতে কাগজ তৈরী হয় এবং ভারতের বশে কাগজের মাল-মশলা যথেষ্ট পরিমাণেই আছে, কিছুদিন পূৰ্ব্বে বিশেষজ্ঞর এই রায় প্রদান করিয়াছিলেন। বন বিভাগের ডেপুটি কন্‌জাভেটর মিঃ জে ডব্লিউ নিকলসন, ইহার পর উড়িষ্যার জঙ্গল-সমুহ পরীক্ষা করা সুকু করিয়া দেন । সাত সপ্তাহ পরীক্ষা করিয়! তিনি রিপোর্ট দিয়াছেন, কটকে বাশের মণ্ড তৈরীর জঙ্ক একটা কারখানা প্রতিষ্ঠিত করিলে বেশ ভাল কাজ চলিতে পারে। , বদ্যায় প্লাবন— o উত্তর-পশ্চিম- ও যুক্ত-প্রদেশের ও বিহারের কয়েকটি স্বান বস্তার প্লাবনে একেবারে ভাসিয়া গিয়াছে। উনাও অঞ্চলের বহু লোক আশ্রয়ের অভাবে গাছে চড়িয়া প্রাণ রক্ষার চেষ্টা করিতেছে। রাস্তাঘাট সমস্ত ভাঙ্গিয়া গিয়াছে এবং শস্তের বিস্তর ক্ষতি হইয়াছে। এবার গঙ্গায় যেরূপ বাণ ডাকিয়াছে গত ত্রিশ বৎসরের ভিতর এমন অীর দেখা যায় নাই । এসব অঞ্চলে সাহায্য প্রেরণ আবিষ্ঠক । ট্রেনে পানাহারের ব্যবস্থা— কলিকাতার মাড়োয়ার, এসোসিয়েশন শিমূলীয় রেলওয়ে বোর্ডের কাছে এক দৰ্খাস্ত পেশ করিয়াছেন । এই দরখাস্তে উহার বলিয়াছেন, এ দেশের খু ট্রেনগুলিতে দেশী যাত্রীদের জঙ্ক দেশী ফলে বাহীদের পয়স হইতে কোম্পানীর এত আয় তাহারাই যথেষ্ট অসুবিধা ভোগ করে। স্বতরাং যাহতে প্রত্যেক ‘গু ঢ়ে নেই দেশী রকমের অন্ন-ব্যঞ্জন ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকে তাহার বন্ধোবস্ত রাখা দরকার। সেজন্তু প্রত্যেক টেনের সঙ্গে সাtহৰী ডাইনিং কারের মত একখানি করিয়া তিন-কাম্রা-ওয়াল গাড়া রাখলেই সব সমস্তার সমাধান হয়। এ ব্যবস্থ৷ মঞ্জুর হইলে কোনো কোনে সুইনে মাড়োয়ারী