পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রহণয়ণ - - চেরী ফল কাগজের প্লেট সমেত কিনে পেতে খেতে চলেছি। আইসক্রীমওয়াল ষ্টেকে বাচ্ছে, “জেলাতী, জেলাতী” অর্থাৎ যা জিলেটান দ্বারা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে ইটালীতে ঘোরাঘুরির ফলে দু-চারটা ইটালীয়ান বুলি মুখস্থ করেছি। কোন জিনিস সময় ফেরীওয়ালাকে ব’লে কলুম, “কন ত্রে লীরা অর্থাৎ কত লার দাম ? সে বললে, “দুয়ে লীর,” অর্থাং দুষ্ট লীর । এরা ‘ঢ়"কে দু উচ্চারণ করে । এই কথাটিতে অনেকটা আমাদের উচ্চারণের সঙ্গে মিল আসে । আমবা ইটালীর রাজত্ব পেরিয়ে এলুম, નલીંડ્ર স্তর কোন-একটা ষ্টেশনে গাড়ী একবার থামবার পূব কাষ্টমসের লোকের আমাদের জিনিসপত্র তনরিক করবার জন্ত এল, সব দেখে শুনে মৃদুস্থ হয়ে পকেট হাতড়ে জিজ্ঞাসা করলে, “টাবাক ?” তামাক, সিগার সিগারেট ইত্যাদি তামাকজ:তায় কিছু সঙ্গে আছে কিনা । ওসব বালাই কিছু ন! পেয়ে জবাকুসুমের শিশিটা নড়াচাড় ক’রে দেখলে, সেট। অদ্ধেক ব্যবহার করা, তবুও জিজ্ঞাসা করলে সেটা কোন গঠায় স্পিরিট। ইসারায় বুঝিয়ে দেওয়া হ’ল মাথায় মাখতে হয়। তবুও নিস্তার নেই। এবার আমাদের পাবার জলের গলেন জারটির দিকে দৃষ্টি পড়ল। সেটায় টান মারতেই তা: কল খুলে জল বার করে দেখিয়ে দিলুম। তপন frপতি পাওয়া গেল ।

    • liー

কোন দেশের সীমান্ত প্রদেশ অতিক্রম করবার সময় ,ণ অফিসাররা এসে সব বাক্স-প্যাটরা ঘেঁটেঘুঁটে দেখবে, র ভেতরে কোনরকম স্পিরিট বা এসেন্স-জাতীয় কোন পি, থাকলে, যথা হেয়ার-লোশন, ইউডি-কলোন, সেণ্ট, * রকম তামাক-জাতীয় জিনিষ, যথা, সিগারেট, চুরুট, ইত্যাদি থাকলে, বেশী পরিমাণে সিস্কের কাপড়কিছু থাকলে, ক্যামের বায়নোকুলার ইত্যাদি জিনিষ

এ সবের জন্য কাষ্টম অফিসরদের কাছে অনেক ক্ষণ

&&మ পুসর্গ হইতে রিগির দৃপ্ত ধ’রে কৈফিয়ৎ দিতে হয়, তবে এসব যদি ব্যবহার করা: জিনিস হয় ও মেয়েদের বাক্সে যদি কিছু সিস্কের কাপড়চোপড় থাকে তাহলে তাদের পীড়াপীড়িট। কিছু কম হয় । সিগারেট এক জন পঞ্চাশটির বেশী সঙ্গে নিতে পারবেন না। কৰ্ত্তাদের মন সৰ্ব্বদাই সন্দিগ্ধ, বুঝিবা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে। আমাদের এক পরিচিত ভদ্রলোকের ধূম পানের প্রবল আসক্তি থাকায় তিনি এক ফন্দি থাটিয়েছিলেন, পঞ্চাশটি সিগারেট নিজের বাক্সে রেপে, বাকি পঞ্চাশটি স্ত্রীর বাক্সে জমা রেখেছিলেন ; এ-সম্বন্ধে কাষ্টমওয়ালাদের কাছে কৈফিয়ং দিতে হ’লে তিনি বলতেন, তার স্বামী-স্ত্রী দু-জনেষ্ট সমান পূমপান করেন । আমাদের সঙ্গে সিগারেট না দেখে তার ভেবেছিল আমরা হয়ত তাহলে কোনও পানীয় জিনিসের ভক্ত। সেই জন্য জলের জারটি ধ’রে অত টানাটানি করলে। শুধু ‘প্লেন' জল দেখে বোধ হয় আমাদের অপ্রাপ্ত বয়স্ক লোক মনে ক'রে থাকবে । কেমন তেষ্ট পেলে জল খুব কম লোকই খেয়ে থাকে, সাধারণতঃ কমদামী লীয়ারম্বারা ছেলেবুড়ো সকলেই তৃষ্ণ নিবারণ করে । আমরা মধ্যাহ্নভোজন মিলানে থাকতে শেষ করে ট্রেনে চড়েছিলুম। যগন লুগানো পৌছলুম তখন বিকেলবেলা । ট্রেন একটু পানির জন্যই থামলে । এসব জায়গায় আবার বেশী কুলী পাওয়৷ যায় না। এক জন যতটা পারলুম সঙ্গে করে বয়ে নিয়ে নেমে