পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(Նog ১৩৪২ নিম্নভূমির উপর পাছাড়ের মত মাটি তুলিয়। বাড়ি তৈরি হয় লাভ–টহাদের কি মূল্য আছে, উহারা আজ আছে কাল নাই। বস্তুতঃ একটি কঙ্কালসার গরুর মূল্য দুই-তিন টাকা, ভাল গরু পনর-ষোল টাকা। এখানে একটা প্রথার জন্ত গরুগুলি তবুও কতকটা টিকিয়া আছে। এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই ধানপাটের চাষ হয়। তাহার পর আর পেযের পূৰ্ব্বে চাষের জন্য গরুর প্রয়োজন থাকে না । বারিদের লোকের চাষ আরম্ভ হয় আষাঢ় মাসে । তাহারা ভড়ের গরু চাহিয়া লইয়া যায়, ধার লওয়ার মত। আষাঢ় হইতে অগ্রহায়ণ তাহারা গরু রাখে, চাষ করে, খাওয়ায়, যত্ন করে, পরে পৌষে ফিরাইয়া দেয়। তাহারা বিনা পয়সায় কেবল খোরাকী দিয়া গরুর ব্যবহার পায়-ভড়ের লোকেরাও বর্ষা ও শরৎ কালের কয়ট মাস গরু রাখার বোঝা হইতে অব্যাহতি পায়, কেন-না তখন গরু রাখার স্থান নাই, খাদ্য নাই, আবশ্যকও নাই। অবশ্য সকলেই এই প্রকার গরু ধার দেওয়ার স্ববিধ পায় না। কেহ কেহ বর্ষার আরম্ভে নামমাত্র মূল্যে গরু বেচিয়া দেয়, বর্ষাশেষে পুনরায় ক্রয় করে। এমন করায় গরুর উপর মমত্ববোধও ইহাদের কম হইয়া গিয়াছে। গরুগুলি দুৰ্ব্বল বলিয়া চাষের ব্যয় বেশী পড়ে, গরুর বংশবৃদ্ধি হয় না, চাষা আরও দরিদ্র হয় । এই অঞ্চলের গরুর জাত ভাল করার প্রশ্ন পরে আসিতে পারে। আজ চাই ইহাদিগকে খাদ্য দিয়া বাঁচান। রবিশস্ত জন্মাইবার যে আয়োজন চলিতেছে, উহা সফল হইলে হয়ত একটা সমাধান হইতে পারে। কতকটা কলাই গরুর খাদ্য বলিয়া কাচা অবস্থায় কাটিয়া কাটিয়া ঘাসের মত খাওয়াইতে পারে। জমি ভিজা থাকিতে ধানের ক্ষেতে কলাই ছিটাইয়া দিয়া খেসারী যে উৎপন্ন করা যায় তাহা ইহারা জানে, করিতেও পারে, কেবল সমবেত চেষ্টার অভাবে করে না । বঁাচে কেমন করিয়; ?—লোকের বার্ষিক আয় কোথাও ১৫ টাক, কোথাও ৩০ টাকা। অথবা মাসিক আয় ১• হইতে ২ টাকা। ইহা হইতেই খাজনা, মজুর ইত্যাদির খরচ কুলাইতে হয়। লোকে মাসিক দুই টাকা আড়াই টাকায় বঁচিয়া আসিতেছে কি করিয়া ? দারিদ্র্য যে খুব সে-বিষয়ে সন্দেহ নাই। তথাপি গরুগুলি যেমন কঙ্কালসার মাতুম তেমন নহে। মানুষ তবু টিকিয় আছে কিন্তু গরু টিকিয় নাই। ১৭০টা গাভীর মধ্যে মাত্র ১৫টা দুগ্ধবতী, ইহাতে অত্রিাই-কেন্দ্রে এই গাভীটি ৩ সের দুগ্ধ দেয় প্রমাণ হয় যে গরুর প্রজননশক্তি পর্য্যন্ত নষ্ট হইয়া গিয়াছে। মানুষ যে-ভাবেই হউক বাচিয়া ত আছে, এখন দেখা যাউক কেমন করিয়া বাচিয়া আছে । খাদ্য-হিসাবে ইহারা প্রধানতঃ চাউলই খায়। প্রত্যহ পূৰ্ণবয়স্কের গড়ে ১১ ছটাক চাউল খায়, ইহাতে মাসে