পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न्धकांड्छब्र বিবিধ প্রসঙ্গ—নুপতি অষ্টম এডোয়ার্ড “Nర్సి করিতেন। তিনি সৌজন্যের জন্যও বিখ্যাত ছিলেন। র্ত্যন্থার স্বদেশ ব্রিটেনের লোকদের স্বাধীনতা রক্ষার তিনি সৰ্ব্বপ্রধত্বে চেষ্টা করিতেন । পরাধীন ভারতবর্ষ স্বরাজলাভ করে, এরূপ ইচ্ছাও তিনি প্রকাশ করিয়াছিলেন। কিন্তু ব্রিটেনের রাজা কন্সটিটিউশুনের নিয়ম অনুসারে চলিতে বাধা, মন্ত্রীরা যাহা করেন তাহার অতিরিক্ত বা বিপরীত কিছু তিনি করিতে পারেন না। ব্রিটিশ জাতি এ পর্য্যস্ত এরূপ পালেমেণ্টসভ্যসমষ্টি নির্বাচন করে নাই যাহার প্রবলতম দলের নেতৃস্থানীয় মন্ত্রীরা ভারতবর্ষকে স্বরাজ দিতে রাজী। স্বতরাং ব্রিটিশ নৃপতির ইচ্ছা যাহাই থাক, ব্রিটিশ জাতি, ব্রিটিশ পালেমেণ্ট ও ব্রিটিশ মন্ত্রীর ভারতবর্ষকে স্বরাজ দেন নাই । আমরা সম্রাঞ্জী মেরী, নূতন সম্রাট অষ্টম এডোয়ার্ড এবং ব্রিটিশ রাজপরিবারের শোকে ব্যথিত । নৃপতি অষ্টম এডোয়ার্ড পঞ্চম জর্জের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র অষ্টম এডোয়ার্ড ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে অধিরূঢ় হইয়াছেন। তিনি র্তাহার পিতার পদাঙ্ক অনুসরণ করিবেন বলিয়া ঘোষণা করিয়াছেন। তস্থার তাহার স্বদেশের এবং স্বশাসক উপনিবেশসমূহের স্বার্থ রক্ষিত হইবে। ব্রিটিশ পালেমেণ্টের ইউস অব কমন্সের অভিনন্দনের উত্তরে তিনি বলিয়াছেন, যে, তিনি জনগণের স্বাধীনতার অধিকার রক্ষা করিবেন। ইগও ইংরেজদের পক্ষে তৃপ্তিকর কথা। যাহাদের স্বাধীনতা আছে, তাহাদের স্বাধীনতাই রক্ষিত হইতে পারে । যাহাদের স্বাধীনতা নাই, যেমন ভারতবর্ষীয় লোকদের, তাহাদিগকে পরলোকগত নৃপতি পঞ্চম জর্জ স্বাধীনতা অর্জন করিতে হইবে । ভারতবর্ষের লোকদের রাষ্ট্রীয় প্রগতি ও অধিকার সম্বন্ধে এখনও নূতন নৃপতি কিছু সাক্ষাৎভাবে বলেন নাই, হয়ত পরে বলিবেন । হয়ত তিনি তাহার পিতার ন্যায় এই কথাই বলিবেন, যে, ভারতবর্ষ কালক্রমে স্বশাসন অধিকার লাভ করিবে । তাহা সত্য কথা । নূতন ব্রিটিশ নৃপতি ব্রিটিশ জাতি, ব্রিটিশ পালেমেন্ট ও ব্রিটিশ মস্ত্রীদিগের উপর এরূপ প্রভাব যদি বিস্তার করিতে পারেন, যে, তদ্বারা অনুপ্রাণিত হইয়া তাহারা ভারতবর্ষের স্বরাজলাভচেষ্টার সহায় হইবেন, তাহা হইলে নুতন নৃপতির রাজত্বকাল চিরস্মরণীয় হইয়া থাকিবে। - একটি গুজব রটাছে যে, নূতন নৃপতি এক বা দুই