বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A88 কৌডিয়ার প্রাসাদ-ত্রিবন্দ্রম is its lack of care for cultural development: and nowhere is that lack sell more keenly than in the home where cultural influence is more telling and fertile.” তাৎপৰ্য্য। ইহা শিক্ষাবিষয়ক কনফারেন্স নহে, কিন্তু যেহেতু শিক্ষার ভিত্তির উপর অlমাদিগকে গড়িতে হইবে সেই জষ্ঠ অামাকে সে বিষয়ে কিছু বলিতে হইবে । আমাদের বিদ্যালয়সমূহে-বিশেষতঃ বিশ্ববিদ্যালয়গুলিতে যে-শিক্ষা দেওয়া হয় তাহ! প্রায়ই মেয়েদের বিশেষ প্রয়োজনের এরূপ অমুপযোগী যে তাহ কাৰ্য্যতঃ অকেজে, এলং অনেক সময় অনিষ্টকর , কারণ এই শিক্ষালাভে যে শক্তির ক্ষয় হয় তাহার উৎকুণ্ঠতর ব্যবহার হইতে পারে। অামাদের শিক্ষাপদ্ধতির খুব স্পষ্ট একট খুঁত সংস্কৃতির দিকে বিকাশের অভাব, এবং এই অeাবট পরিবারের মধ্যেই বেশী অনুভূত হয় যেখানে সংস্কৃতির প্রভাব বিশেষভাবে ফলপ্রদ হইতে পারে।” মহারাণী যাহা বলিয়াছেন, তাহার মধ্যে কতকটা মামুলী সত্য আছে। কিন্তু আমাদের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সকলে প্রদত্ত শিক্ষার সবটাই মেয়েদের অনুপযোগী বা অনিষ্টকর, তাহা সত্য নহে এবং তাহ আমরা স্বীকার করি না । জাগতিক বিষয়ের জ্ঞানদান ও বুদ্ধিবৃত্তির বিকাশ ও উৎকর্ষসাধন যেমন ছেলেদের তেমনি মেয়েদেরও শিক্ষার অঙ্গ হওয়া আবশ্বক ও উচিত। বৰ্ত্তমান শিক্ষাপ্রণালীর এই অঙ্গ ছাত্রছাত্রী উভয়েরই আবশ্যক। তা ছাড়া মেয়েদের জন্য বিশেষ করিয়া যাহা দরকার তাহার ব্যবস্থা হওয়া উচিত । প্রবাসী S్స &&R বৰ্ত্তমান শিক্ষাপ্রণালীর উন্নতি হইতে পারে ; কিন্তু ইহার সবটাই ुब्ल्य मध्रु | মহারাণী খুঁত ধরিয়াছেন, কিন্তু প্রতীকার সম্বন্ধে কিছু বলেন নাই । মহিলাদের যে এই কনফারেন্সগুলি হয়, তাহার নেত্রীত্ব করেন অভিজাত সম্বাস্ত ধনী শ্রেণীর মহিলারা তাহাতে যোগদান করেনও অধিকাংশ স্থলে ঐরুপ শ্রেণীর মহিলারা। নেত্রী ও সভ্যদের মধ্যে অনেক সরকারী চাকর্যেদের পত্নী আছেন । ইংরেজ মহিলাও আছেন । এই জন্য রাষ্ট্ৰীয় অধিকার বিষয়ে এই কনফারেন্সগুলি চূড়ান্ত কথা বলেন না বা বলিতে পারেন না। র্তাহারা নারীদের অধিকার সম্বন্ধে যে-সব দাবী করেন, তাহা চূড়ান্ত দাবী নহে। চূড়ান্ত দাবী দেশের স্বাধীনতা। তাহা পুরুষ নারী উভয়ের পক্ষেই আবশ্বক। দেশে স্বরাজ প্রতিষ্ঠিত , ন হইলে নারীদের নিজেদের কিছু অধিকার লাভে বিশেয কিছু ফল হইবে না। অথচ, যাহাতে সরকারী চাকর্যেদের স্ত্রীরাও যোগ দেন এরূপ প্রতিষ্ঠান হইতে স্বরাজের চূড়ান্ত দাবী হইলে ঐ চাকর্যেদের গোপনে উপরওয়ালাদের দাবড়ি লাভের সম্ভাবনা আছে । অতএব, আমাদের পরামর্শ উচ্চশ্রেণীর মহিলাদের নিকট পৌছিবার বা র্তাহাদের মনোযোগ লাভ করিবার সম্ভাবনা না থাকিলেও, আমাদের এই মত বল! আবশ্বক, যে, সব সংস্কারের ভিত্তি যে প্রাথমিক শিক্ষা এবং যাহাতে ছেলেমেয়েদের শিক্ষার একত্ব বেশী, মহিলাকনফারেন্সগুলি তাহাতেই খুব বেশী করিয়া মনোযোগ করুন । এই কাজটি এরূপ, যে, ইংরেজ মহিলারা ও ভারতীয় সরকারী চাকরেদের পত্নীরা কেহ ইহাতে আপত্তি করিতে . পারিবেন না ।