পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਟੋਗਹਦੇ १[श्३द्र भूपंथiotथ्ri a ক্রয় করেন। পরে প্রধান কুঠিটি ও কিছু জমি বাকুড়া মেডিক্যাল স্কুলকে দান করেন । ঐ দান না পাইলে বাঁকুড়া সম্মিলনী তাহাদের স্কুলটি স্থাপন করিয়া চালাইতে পাঞ্জিতেন কিনা সন্দেহ । পরে তিনি স্কুলটির জন্ত সম্মিলনীকে আরও সম্পত্তি দিয়া গিয়াছেন । গত ঈষ্টারের ছুটির সভাসমিতি বহু বৎসর ধরিয়া খ্ৰীষ্টমাসের ছুটির সময় কংগ্রেসের অধিবেশন হইত, এবং আরও নানা সভাসমিতি ও প্রতিষ্ঠানের বার্ষিক অধিবেশন হইত। লাহোরে যে শেষ ংগ্রেস হয়, তাহার পর আর শীতকালে ঐ ছুটির সময় ংগ্রেসের অধিবেশন হয় না, কিন্তু অন্ত অনেক সভাসমিতি ও প্রতিষ্ঠানের অধিবেশন ঐ সময়ে এখনও হইয়া থাকে । তখন বড় বড় দৈনিক কাগজও সবগুলির কার্য্যবিবরণ দেওয়া ঃসাধ্য বলিয়া বুঝিতে পারেন—মাসিকপত্রের পক্ষে ত তাহা অসম্ভব । שכ-%ס ৰিবিধ প্রসঙ্গ—ৰঙ্গীস্থ প্রাপেকে রাষ্ট্রীয় সম্মেলন . বার্ষিকক্ষধিবেশন হয় । ॐ *> রের ছুটিতেও এইরূপ বহু সভাসমিতি ও প্রতিষ্ঠানের সেগুলিরও সীমান্ত সংক্ষিপ্ত বৃত্তস্তিও দেওয়া কিংবা অন্ততঃ মন্তব্য প্রকাশ করা আমাদের পক্ষে সাধ্যাতীত। বড় বড় দৈনিক কাগজে সভাপতিদের বক্তৃত৷ এবং কিছু সংক্ষিপ্ত কাৰ্য্যবিবরণ পাওয়া যায় । এই সকল সভাসমিতি হইতে বুঝা যায়, ভারতীয়েরা কত দিকে উন্নতির অভিলাষী হইয়াছে, কত অভাব অনুভব করিতেছে, কত অভিযোগ তাহীদের আছে । বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলন এবার দিনাজপুরে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের অধিবেশন হয় । দিনাজপুরের ও উত্তরবঙ্গের প্রবীণ কংগ্রেসনেতা শ্ৰীযুক্ত যোগীজচন্দ্র চক্রবর্তী অভ্যর্থনা-সমিতির ঐযোগীন্দ্রচন্দ্র ਾਂ সভাপতি এবং অভিজ্ঞ কংগ্রেসনেতা ডাঃ ইন্দ্রনারায়ণ সেনগুপ্ত সম্মেলনের সভাপতি নিৰ্ব্বাচিত হন । ইহঁদের “ অভিভাষণে ও সম্মেলনের প্রস্তাবসমুছে বহুবিষয়ে বঙ্গদেশের রাজনৈতিক মত প্রতিধ্বনিত হয় । বাংলা দেশ সাম্প্রদায়িক বাটোয়ারার বিরোধী । মুসলমান বাঙালীরা উহার নিলা করিলেও উহা বর্তনের