পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\26\9 ७गब श्रेष्ठ करणांन भरद्र ७ श्रीड6:ब वृछ এয়ারোপ্লেন ক্লাব স্থাপিত হয়েছে। এদের প্রচুর সরকারী সাহায্যও দেওয়া হয় । ফ্রাঙ্গে এয়ারোপ্লেন-ক্রেতাকে সরকার সমস্ত হবিধা দেন সেই উড়োজাহাজ-নিৰ্ম্মাতা কোম্পানীকে অর্থ জুগিয়ে। এতে লোকের মনে ওড়বার প্রবৃত্তি ও তাড়না বেড়েই চলেছে। দুঃখের বিষয়, আমাদের দেশে জনকয়েক বৈমানিক ছাড়া এ-বিষয়ে কেহই অমুসন্ধিৎসু নন এবং ব্যাপারটি নিয়ে রাষ্ট্র-সভায় কোন আলোচনাও হয় না । যে-সব আলোচনা হয়েছে, তা-ও ভ্রমপ্ৰমাদগম্বুল। এতেই মনে হয় আমাদের “সমুখে রয়েছে ঘোর মুচির শর্করী।” ৫ সেপ্রেবাসনা প্রত Si'ifī or7:యో 3TSīaliFF * ?"。下 エ $4::::::శ్రి*:T Ꮡ%$ >\ーク銅 。 ওড়বার দু-একটি উদাহরণ দিচ্ছি এখানে । ফ্রাঙ্গের কোডস ও রসি দু-বার আটলাণ্টিক মহাসাগর পেরিয়েছেন ও না-থেমে ৫,৫৯৭ মাইল উড়ে গেছেন। জাৰ্ম্মেনীর কুমারী ৰেইনহন ( ১৯৩১-৩২) এই সেদিন সমস্ত পৃথিবীটা চক্র দিয়ে এলেন ; ইনি পথের মাঝে কলকাতাতেও নেমেছিলেন । ১৯৩২ খ্ৰীষ্টাব্দে কুমারী য়ামীলিয়৷ ইয়্যারহাট এক আটলাণ্টিক মহাসাগর পার হ'লেন । কুমারী জীনব্যাটেন নামক এক জন নিউজিল্যাণ্ডের মেয়ে বার-তিনেক পড়ে গিয়ে ও আঘাত পেয়েও পক্ষাহের মধ্যে লণ্ডন থেকে অষ্ট্রেলিয়ায় উড়ে গেলেন । আমেরিকার ওয়াইলী পোষ্ট, ও হ্যারল্ড গ্যাটি মাত্র আট দিনে ভূপ্রদক্ষিণ করলেন এবং পরে হ্যারল্ড গ্যাটি এক সপ্তাহে ভূপৰ্যটন করলেন। এই cसि'tप्क cख्ण छाञ्चन ७ रुत्त्वहे ७खरश्न ७कि এয়ারোপ্লেনে আটাশ দিন ধরে শূন্তমার্গে পড়ে রইলেন। এর সমস্ত সময়টা উপরেই খাওয়া-দাওয়া সেরেছেন ও শুন্তেই নীচু থেকে পেট্রল নিয়েছেন। একেই বলে অদম্য উৎসাহ ও সাহস । జీELడి xxo~~ ూపాన్థెయోడార్క్లాగా:Tioళాఖెనె వ్రై SDSSLSSSLSLSJAAA SLLLLSAAAAS0