পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫শ ভাগ “সত্যমূ শিবমূ সুন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ৪র্থ সংখ্যা { يدsع صكهلاح ويlح>]=hrيعت অবজ্জিত রবীন্দ্রনাথ ঠাকুর শ্ৰীযুক্ত প্রশান্তচন্দ্র মহলানবিশ কল্যাণীয়েযুআমি চলে গেলে ফেলে রেখে যাব পিছু চিরকাল মনে রাখিবে, এমন কিছু, মূঢ়তা করা তা নিয়ে মিথ্যে ভেবে। ধূলোর খাজনা শোধ করে নেবে ধুলো চুকে গিয়ে তবু বাকি রবে যতগুলো গরজ যাদের তারাই তা খুঁজে নেবে। আমি শুধু ভাবি, নিজেরে কেমনে ক্ষমি, পুঞ্জ পুঞ্জ বকুনি উঠেছে জমি', o কোন সৎকারে করি তার সদগতি । কবির গৰ্ব্ব নেই মোর হেন নয়, কবির লজ্জা পাশাপাশি তারি রয়, ভারতীর অাছে এই দয়া মোর প্রতি । লিখিতে লিখিতে কেবলি গিয়েছি ছেপে । সময় রাখি নি ওজন দেখিতে মেপে, কীৰ্ত্তি এবং কুকীৰ্ত্তি গেছে মিশে।