পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] অনেক বৎসর পূৰ্ব্বে আমরা জাপান ও আমেরিকাপ্রবাসী ভারতীয় ছাত্রদের কৃত্তিত্বের বৃত্তাস্ত র্তাহীদের ছবি-সমেত প্রকাশিত করিতাম। প্রথম-প্রথম ভদ্রপ ছাত্রদিগকে উৎসাহ দিবার জঙ্ক ইহা কfরবার প্রয়োজন ছিল । এখন আর প্রয়োজন নাই। এখন যে ছাত্রটির পরিচয় দিতে যাইতেছি, তিনি কোন অর্থকরী বিদ্যা শিখিবার জন্তু আমেরিকা ধান নাই ; অবঙ্গ সে উদ্দেশ্যে বিদেশ যাওয়া বিন্দুমাত্রও নিৰ্ম্মার বিযয় নহে । এই যুবকের নাম লীযুক্ত অমলকুমার সিদ্ধান্ত । তিনি দর্শন-শাস্ত্রের ভিন্ন-ভিন্ন শাখায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম্-এ পরীক্ষ দুইবার দিয়া দুইবারই উত্তীর্ণ হুইয়|ছিলেন। দর্শন ও তত্ত্ববিদ্যার অষ্টশীলনে র্তাখাৰ বিশেষ অঙ্গ রাগ আছে । আমেরিবার মীড sিল-নামক স্থানে tধ তত্ত্ববিদ্যালয় আছে, তাহার কর্তৃপক্ষ ব্রাহ্মসমাজু কৰ্ত্তক নিৰ্ব্বাচিত একজন ছাত্রকে বৃত্তি দিয়া থাকেন। শ্রমান অমল সেই বৃত্তি পাইয়া মীড ভলে দর্শন ও তত্ত্ববিদ্যা শিক্ষা করিতে গমন বরেন। সেখানকার শিক্ষা সমাপ্ত করিয়া উক্ত বিদ্যালয়ের প্রশংসাপত্র এবং বা উী ( বাfচলর অব ডিভিনিটি ) উপাধি পাইয়াছেন । এক্ষণে ভিণি স্থবিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তত্ত্ববিদ্যা অধ্যয়ন প্ৰ অগুশীলন করিতেছেন । আমেরিকার একেশ্বরবাদী সভা র্তাহাকে প্রায় সাত শত টাকা এবং ইর্তিার্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্ববিদ্যাশিক্ষা-বিভাগ তাহাকে প্রায় ১৭৫২ ট{৫ বৃত্তি দিয়াছেন। প্রবাসীর পাঠকের শুনিয়া সুখী হইবেন, শ্ৰীমন্‌ অমলকুমার স্বপণ্ডিত ঐযুক্ত মহেশচন্দ্র ঘোষ মহাশয়ের ভাগিনেয়। আহিলাদের বিবষ্ণু, ভিfন আমৃেfক1র ভাই নন্দলাল সেন বাংলা দেশের অল্প লোকেই ভাই নন্দলাল সেন মহা শয়ের নাম শুনিয়াছেন। কিন্তু সিন্ধুদেশে তিনি স্বপরিচিত ছিলেন। বিবিধ প্রসঙ্গ—ভাই নন্দলাল সেন জনৈক আমেরিকা-প্রবাসী ভারতীয় ছাত্র ՀԳa ভিনি ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্র সেন মহাশয়ের ভ্রাতু-পুত্র । প্রায় চল্লিশ বৎসর পূৰ্ব্বে সিন্ধুদেশে নবযুগের প্রবর্তৃক সাধু হাঁরানন্দের সহকৰ্ম্মী হইয়া ভাই নৰ্ম্ম লাল তথায় গমন করেন । ধৰ্ম্ম-সংস্কার, সমাজ-সংস্থার এব” শিক্ষাদান ও বিস্তার উহাদের কার্য্যক্ষেত্র ছিল । সাধু হীৱানন্দ আদভানি যৌবনে বাংলাদেশে আগমন করেন, এবং ব্ৰহ্মানন্দ কেশধ৮:স্ট্রর সংস্পর্শে আসিয়া তাংরি আiদশে জীবন গঠন ৫{থমৃ মাতৃভূমির সেবা করিতে সংকল্প করেন । জন্মভূমি সিন্ধুদেশে ফিরিয়া যাইবার সময় ভাই মঙ্গলাল সেন তিনি ঐধুক্ত ভবানীচরণ বম্যোপাধ্যায়ু ও শ্রযুক্ত মন্দলাল সেনকে সহকর্শ্বিরূপে সঙ্গে করিয়া লইয়া যান। ভবানীচরণ পরে রোমান ক্যাথলিক হন এবং উপাধ্যায় ব্রহ্মবান্ধব নাম গ্রহণ করেন । বাংমু, ৮েশে ব্ৰহ্মবান্ধবের জীবন-কথা শিক্ষিত সমাজে সুবিদিত । ভাই নন্দলাল সেন মধ্যে-মধ্যে বাংলা দেশে আসিতেন বটে, কিন্তু জীবনের শেষ চল্লিশ বৎসর ভিনি সিন্ধুদেশেই ត្ថិ, f: সিন্ধুদেশে তিনি প্রথম-প্রথম হায়দরাবাদ নগরে