পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা] ( . ) হাতছানিতে ডাক দিয়ে যায় ঐ যে কা’র পথের ধুলায়,হুহু-স্বরে গুম্রে ওঠে শ্মশান-জোড়া বহ্নি-চুলায় ; শুষ্ক নদীর কূলে-কুলে ওই যে কা’র কাদন তুলে বঞ্চহিত তালের বনে ব্যস্ত-ব্যাকুল হস্ত ছলায় ! তপ্তবালুর মরীচিকায় সকল গানের ছন্দ ভুলায়! ( t ) ওই যে কা’র চলছে ছুটে লক্ষ্য-হারা গহন বনে, ফণীর মালা জড়িয়ে নিয়ে জর্জরিত পায়ের সনে ! বিহঙ্গের স্তন্ধ নীড়ে উঠছে কেঁপে চমূকে ফিরে ; ‘হায়রে একি মরণ খেলা' ! ভাবছে বসে আকুলমনে! বনের লতা নিবিড় ভয়ে নেতিয়ে পড়ে একটি কোণে । ( > ) এবার আমায় আনতে হবে মৃত্যুপারের জীবন-আসার, শাঙন হ’য়ে ঝরতে হবে আৰ্ত্তবুকে ঘোর পিপাসায় ! আমার বুকের রক্ত ঝরি’ অযুত নিবার পূর্ণ করি’ লাল ক'রে আজ দেবে রাণি বিবাত্ত ঐ নীল পারাবার ! এবার আমায় গাইতে হবে প্রাণের গীতি নতুন ভাধার ! ( • لا ) ঐ যে কা’র রূদ্ধনিশাস ভুকুরে কাজে অন্ধকারে, জাছাড় খেয়ে পড়ছে আচল অশ্র-পিছল পথের ধারে, বাতাস হ’য়ে আলোক হ’য়ে সঞ্জীবনী প্রলেপ ল’য়ে আজকে জামায় যেতেই হবে মুষড়ে পড়া ঐ কাতারে । क्रब नांकन छूणष्ठ श्रव अब्रांब्र चद* *ौ4 शरफ़ ! ( צנ ) ঐ যে কাদের বুকের পরে হিমালয়ের পাষাণ-চাপে, চণ্ডাজের দ্বগুনীতি হুমকি ছাড়ে দারুণ দ্বীপে ; রাজা গোত্রভিদের বজ্ৰহাতে আজকে আমার দিবস-রাতে . কাটুতে হবে অত্যাচারের পাহাড়-প্রমাণ বিশাল পাপে ! আশীষরূপে ঝরতে হবে অমঙ্গলের অভিশাপে ! ( >२ ) একটা জনম কাটুবে আমার বর্ষাবাদল নিদাঘ-রোদেই, হয়ত যাবে অনেক বরফ রণ-অভিধান-অবরোধেই ; তোরণ-স্বারে রক্ষীরূপে হয়ত শবের স্তপে-স্তুপে কাটুবে নিশা দানবদলন রুধির ভেজা জয়ের বোধেই । এবার জনম কাইবে আমার ক্ষুব্ধ প্রাণের প্রতিশোধেই । ( כיצ ) একটা জনম পরে রাশি তোমার কোলে মুখ লুকিয়ে কেঁদে-কেঁদে বলব আমি মানুষ হওয়ার ব্যথা কি এ! शंङ ७क्लिप्द्र वृछ्चब्रांब्र তোমায় নিয়ে খেলা করার সময় হেথা নয় যে স্থলভ যুগ্ধদেবতায় ফাকি দিয়ে ! অভিসারের নেই অবসর জাতিকুলের ঋণ চুকিয়ে! ( >8 ) থাকুকৃ তবে, থাকুক এবার, রাণি, তোমার বাহুর বাধন ! বিজন বনেই সাঙ্গ করে তরুণ তন্থর ফুলপ্রসাধন । আছিল বুকে বসন বাপি' শিথিল বেণী রাখে। চাপি” আপনমনেই গান গেয়ে যাও বিধুর মনের সব আবেন। শূন্ত গেহের বুক ভরে দাও একাকিনীর গভীর মাতন! ( Se ) দুঃখ কিসের রাণি আমার! একটা জনম নাইবা এলে, করলোকের দূর জলকায় সজোপনে ব্ল’য়েই গেলে ! भtन क८ब्रा क्रौ८ब्रांन-भर्थन हुनि आँखा, श्रादेनि ब्रज्रन, লক্ষ্মী তুমি রয়েই গেছ আতল-তলে আঁচল মেলে। একটা জনম নাইবা হেথায় স্বধার কলস দিলেই ঢেলে ।