পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] টাটা লৌহ-কারখানার কাচ-উপাদান ե-ֆԳ (specular) দেখলে খাটি লোহার মতন বোধ হয় এবং चडाख छांब्रि । জামদা, জোডা প্রভৃতি স্বানেরও পাথর খুব ভালো এবং এগুলিও কারখানার কাছে । লোহার পাথরের রং তিন-প্রকার-উজ্জল কালে, খোর লাল এবং হলুদ। উজ্জল কাল রং-এর যে সেইগুলিই সব চাইতে ভালো এবং তা'তে এমন-কি ৭০ থেকে শতকরা ৭২ ভাগ পর্যস্ত লোহা পাওয়া পেতে পারে। এয় নীচেই হচ্ছে লাল রংএর পাথর এবং লালের নীচের হচ্ছে হলুদ রং-এর । এই হলুদ রং-এর পাথর চেনা অত্যন্ত দুরূহ ব্যাপার, কারণ তা"তে শতকরা ৩০ থেকে ৬০ ভাগ পৰ্য্যন্ত লোহা খাকৃতে পারে । লাল রং-এর পাথর হ’লেই বুঝতে হবে যে তা'তে কিছু লোহার ভাগ আছে। কয়লা—লোহার কারখানায় পাথুরে করলার অত্যন্ত প্রয়োজন, সেই কারণে সকল সময়ে যাতে কয়লা পাওয়া যায় তা’র বম্বোবস্ত রাখা উচিত। টাট। কোম্পানীর নিজের প্রায় তেরটি করগার খনি আছে এবং সেগুলি ঝরিয়া ও রাণীগঞ্জের কয়লাখনির ( coal fields ) এলাকায় । গ্যাস কয়লা এবং বাম্পের জন্তু কম্বুল ( steam coal ) খুব ভাল-প্রকারের হওয়া ভাবগুক । গ্যাসের কয়লার ( gas coal ) জন্ত কয়লাতে ৰাষ্পীয় অংশ ( volatile matter) খুব বেশী থাকা প্রয়োজন, এবং steam কয়লার জন্য তাপ উৎপাদক শক্তি (calorific value) বেশী থাকা আবগু স্ক। আবার কয়লার মধ্যে গন্ধক এবং ফসফরাসের ভাগ বেশী থাকিলে তাহা গ্যাস বা স্টমের জন্য ব্যবহারের উপযুক্ত নয় ; কারণ তা’তে বম্বলার ( boiler ) থfরাপ হ’য়ে যায়। বয়লারে ( boiler ) কাচা কয়লা দেওয়া হয়, কিন্তু ব্লাস্ট, orico (blast furmace) no ata cortos (coke ) কয়লার প্রয়োজন, সেইজন্যে কোম্পানীর আলাদা চুপ্পী (oven) ❤Itg I আবার রাসুট, ফানেস ইস্পাত তৈরীর চুল্পী প্রভৃতির জন্ত গ্যাসের আগুন প্রয়োজন। কারণ, সাধারণভাবে এইসব চুল্লীর উত্তাপ দুহাজার তিনহাজার ডিগ্রীতে তোলা সম্ভব নয়। আবার এই কয়লাকে কোক কয়লা করবার সময় যে গ্যাস বেরোয় তা থেকে, আলুকাতার, অ্যামনসালফেটু, বেনজল প্রভৃতি চোয়ানো হর । কলার রং ধোর কালে, আবার যেগুলো কাল ও চকৃচকে সেইগুলোই খুব ভালো কয়ল। কিন্তু কয়লার খাদানে কয়লারই মতন এক-রকম পাথর বেরোর তাকে বলে শেল (ahale) । সেগুলো খুব নিকুট জিনিষ । কয়লার *ठन cनरंrउ, किक ८काद्वना कां८घद्र नव्र, ब्रüा छा'ब्र মেটে-মেটে কালো । ভলোমাইটু саче Есан •ti“ (ime-stone) শুধু কয়লা দ্বারা লোহার পাথর থেকে তার ময়লা দূর করা ধায় না, সেই কারণ লোহার পাথর্মের সঙ্গে ডলোমাইট এবং চূণের পাথর ব্যবহার করা হয়। চুপের পাথর এবং ডলোমাইট প্রায় এক-জাতীয় পদার্থ। ছএর মধ্যে প্রভেদ এই যে, একটিতে চুণের ভাগ বেশী এবং অপরটিতে চুণের ভাগ কম। - এ পাথরগুলি দেখতে ধূসর-বর্ণের কতকটা । এ পাথর প্রায়ই সমতলভূমি খুঁড়ে পাওয়া যায়, আবার পাহাড়েও আছে। এই কোম্পানির ডলোমাইট পাওয়া যায় আমঘাট, কলুঙ্গা, পানপোস গোমার্ড এবং খোটকুরিবাহলে, এবং চুণের পাথর পাওয়া যায় বারদুয়ার হতে। উপরোক্ত জায়গার খনিগুলি সবই গাংপুর করদরাজ্যে এবং চুণের পাথরের খনিটি শাকৃটি করদরাজ্যে। এবং সবগুলিই fব, এন, রেলের লাইনের ধারে । অবশ্য এখানকার চুণের পাথর খুব ভালো নয়। অগ্রব অংশের (insoluble residue ) পরিমাণ বেশী এবং চুণের অংশ কম। আবার কখনও-কখনও কোম্পানি কাটনী থেকেচুণের পাথর কিনে আনে। সেখানকার পাথর অবশ্য বারদুয়ারের পাথরের চেয়ে ভালো । এই পাথরে সাধারণতঃ অদ্রব অংশ, লোহা এবং অ্যালুমিনিয়াম, চূণ এবং ম্যাগনেশিয়াম ও অন্যান্য পদার্থ সামান্ত-পরিমাণে থাকে। জুকেহিতে কোম্পানির নিজের খনি আছে, সেখানকার চুণের পাথর ভালো। ম্যাংগানিজ —ম্যংগানিজ অবশ্য খুব কম-পরিমাণেই আবশ্যক হয় । এ পাথর কতকটা লোহার পাথরের মত, লালচে কাল রংএর, কিন্তু লোহfর মতন উজ্জ্বল নর ( dark brown )। - এই পাথরে বালির (silica ) লোহা এবং ম্যাংগানিজ থাকে, কিন্তু এ-ছাড়া অন্যান্য ধাতুও সামান্য-পরিমাণে থাকৃতে পারে। অবশ্য তাদের পরিমাণ এত কম যে সেগুলিকে পরিত্যাগ করাই চলে । ইহা দানার আকার, এক সঙ্গে জড়িশ ইহা পিণ্ড লোহা (pig iron) প্রস্ততেত্ব সময় সামান্যপরিমাণে দেওয়া হয় । ইহা গোহার পাথরের সঙ্গে মিশ্রিত ș’tā cētai UTHIfu(ferromanganese )zvrs şR I কোম্পানির এই ম্যাংগানিজ এর খনি হ'চ্ছে মধ্য প্রদেশের, রামরাল, কাটানগিরি, বলাগিরি, প্রভৃতি স্থানে, ও নেত্রায় সরকারী অরণ্যে। ম্যাগনেসাইটু —ইহাৰ একপ্রকার পাথর, কিন্তু ইহার ভিতরে অনেক শিরা আছে। ইহার রং কটা (brown ) কিম্বা সাদা । কতকটা ডলোমাইটের মতন। ইহ লোহা প্রস্তুতের জন্ত লাগে না, কিন্তু ইস্পাত প্রস্তুতের हुझेौब्र (Hearth) अत्र आप्त्र । डिव्रब देशबई बिंबा একটি স্তর গেঁথে দেওয়া হয়। কারণ এই ইট অনেক