পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসীর বয়স ঈশ্বরের কৃপায় প্রবাসীর পচিশ বৎসর বয়স পূর্ণ হইল। যাহার এই পচিশ বৎসর ধরিয়া কিংবা উহার কোনন-কোন সময়ে কোন-না-কোন প্রকারে আমার সাহায্য করিয়াছেন, তাহাদিগকে কৃতজ্ঞতা জানাইজেছি । তাহার जांशश्वा न रुद्भिरल चांभांब्र ७क;ब्र ८कडेष्ठ इंश कभनहे টিকিয়া থাকিতে পারিত না। যাহাদেব আদর্শ অতি উচ্চ উহাদের কথা দূরে থাক, প্রবাসী আমার নিজের আদর্শের অনুরূপও এখনও হয় নাই। কিন্তু ইহার উন্নতি সাধন করিবার ইচ্ছ। ও আশা আমি এখনও পোষণ করিতেছি। আমি জানি, কৰ্ত্তব্য পালন করিতে গিয়া কখন কখন चांभां★ वx e णग श्ब्रां८छ् । डांशाब्र छछ त्रांथि দুঃখিত। ভারতীয় ব্রিটিশ গবর্ণমেণ্টের আয় ব্যয় ১৯২৫ ২৬ সালে ভারত গবন্মেন্টের যত আয় হইবে रुलिम्नां चठ्ठषिङ इझेम्नांfझण, s२२७-२१ गांप्लग्न थांञ्च उांश অপেক্ষ দুই কোটি টাকারও উপর বেশী হইবে বলিয়া অস্থমিত হুইয়াছে। ভারত-গবন্মেন্টের আয় কিরূপ বাড়িয়া চলিতেছে, তাহ ১৯১৫-১৬ এবং ১৯২৪-২৫ সালের আয় হইতে বুঝা যাইবে । ১৯১৪-১৬ সালের আয় - چsentty afs.وه هاد , Bir ۰ - ۰ مهره ه,۰ و f1 ছিল ১৩৮, ,৯২,••• টাকা । এই ষে নয় বৎসরে গবন্মেন্টের আয় ৫৮ কোটি টাকা বাডিয়াছে, ইহার মানে এ নয়, যে, দেশের সমৃদ্ধিও এই ভাবে সঙ্গে সঙ্গে বাড়িয়া চলিতেছে ; ইহার মানে প্রধানতঃ এক্ট, যে, গবন্মেণ্ট, ক্রমাগত অধিক হইতে অধিকতর টাকা ট্যাক্স, রূপে দেশের লোকদের নিকট হইতে লইতেছেন। স্বতরাং ১৯২৫-২৬ অপেক্ষ ১৯২৬-২৭ সাবুের জাম্বুমানিক थाइ cबलौ श्tव बजाश् ऐश दूकाईप्टाइ न, cष, cमळतब ধন বাড়িয়া চলিতেছে । - রাজস্বসচিব অকুমান করিতেছেন, যে, আগামী বৎসর আয় হইবে ১৩৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং ব্যয় হইবে ১৩০ কোটি ৮ লক্ষ টাকা ; উদ্যুত্ত থাকিবে তিন কোটি পাঁচ লক্ষ টাকা। ইহাও সমৃদ্ধির লক্ষণ নহে। প্রয়োজনের অতিরিক্ত ট্যাক্স আদfয় করিয়া উদ্যুত্ত প্রদর্শনে বাহাদুী নাই। দেশের লোককে স্বস্থ সবল জ্ঞানবান এবং ধনশালী করিয়া সন্তুষ্ট রাথিতে পারিলে তবে তাহাকে বলি রাজনৈতিক কৃতার্থভা । ১৯২৬-২৭এর সামরিক ব্যয় ১৯২৬-২৭ সালে সামরিক ব্যয় হুইবে ৫৪ কোটি ৮৮ লক্ষ টাকা। রাজস্বসচিব বলিয়াছেন,ষে, ইহা ১৯২৫-২৬ সালের বরাদ্ধ সামরিক ব্যয় অপেক্ষ এক কোটি ৩৭ जक फ्राका कय । ऊाश झ्ड़ेरणs हेठ्। चङास्त्र cदौ । ব্রসেলস্ নগরে নির্ধারিত ব্যবস্থা অনুসারে কোনগবন্মেন্টের সামরিক ব্যস্থ উহার মোট আয়ের পঞ্চমাংশের অধিক হওয়া উচিত নহে। কিন্তু ভারত-গবন্মেন্টের সামরিক ব্যয় উহার মোট আয়ের পঞ্চমাংশের অনেক বেশী। যদি এদেশের প্রাদেশিক গবর্ক্সেণ্ট গুলির আয় ভারতসরকারের অংয়ের সহিত যোগ করা যায়, তাহা হইলেও ৫৪ কোটি ৮৮ লক্ষ টাকা সামরিক ব্যয় মোট সরকারী আয়ের পঞ্চমাংশ অপেক্ষা অনেক বেশী হইবে। ব্যয়সংক্ষেপ করিবার জন্ত যে ইঞ্চ কেপ কমিটি নিযুক্ত হুইয়াছিল, তাহার মতে ভারতের সামরিক বা স্থপঞ্চাশ কোটি টাকা মাত্র হওয়া উচিত। সেই মাপকাঠি অনুসারেও ১৯২৬-২৭ সালের সামরিক ব্যয় অনেক বেশী।