পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা :";

  • もY』.* في م

ఒaబా యితబో o دانس خانگشت گشمنعمنه : পশ্চিম مر “; ృత్తి

  • - . U به ثب

আলো যেমন চমকে বেড়ায় আমলকির ঐ গাছে লুকিয়ে কখন বিলিয়ে গেছে বনের হিল্লোল অঙ্গে উহার বেণুশাখার তিন ফাগুনের দোল। তবু ক্ষণিক হেলাভরে হৃদয় করি লুট শেষ না হ’তেই নাচের পালা কোনখানে দেয় ছুট। আমি ভাবি এই বা কি কম,প্রাণে তো ঢেউ তোলে, ওর মনেতে যা হয় তা হোক আমার তেমন দোলে। হৃদয় না হয় নাই বা পেলাম মাধুরী পাই নাচে, ভাবের অভাব রইল না হয়, ছন্দটা তো আছে। বন্দী ত’তে চাই যে কোমল ঐ বাহু-বন্ধনে; তিন বছরের প্রিয়ার আমার নাই সে খেয়াল মনে : সোনার প্রভাত দিয়েছে ওর সর্বদেহ ছুয়ে শিউলি ফুলের তিন শরতের পরশ দিয়ে ধুয়ে } বুঝতে নারি আমার বেলায় কেন টানাটানি । ক্ষয় নাহি যার সেই সুধা নয় দিত একটুখানি। তবু ভাবি বিধি আমায় নিতান্ত নয় বাম, মাঝে মাঝে দেয় সে দেখা তাঁর কি কম দাম ? পরশ না পাই, হরষ পাব চোখের চাওয়া চেয়ে, রূপের ঝোরা বইবে আমার বুকের পাহাড় বেয়ে। কবি ব’লে লোক-সমাজে আছে তো মোর ঠাই, তিন বছরের প্রিয়ার কাছে কবির আদর নাই । জানে না যে ছন্দে আমার পাতি নাচের ফাদ, দোলার টানে বাধন মানে দূর আকাশের চাদ । পলাতকার দল যত সব দখিন হাওয়ার চেলা আপনি তার বশ মেনে যায় আমার গানের বেলা ।