পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—বৈশাখ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড আগুেস জাহাজ ১৯ অক্টোবর >○え8 বহুদিন মনে ছিল আশা ধরণীর এক কোণে রহিব আপন মনে ; ধন নয়, মান নয়, একটুকু বাসা করেছিনু আশা । গাছটির স্নিগ্ধ ছায়া, নদীটির ধারা, ঘরে-আনা গোধূলিতে সন্ধ্যাটির তারা, চামেলির গন্ধটুকু জানালার ধারে, ভোরের প্রথম আলো জলের ওপারে । তাহারে জড়ায়ে ঘিরে ভরিয়া তুলিব ধীরে জীবনের ক’দিনের কাদা আর হাসা ; ধন নয়, মান নয়, এইটুকু বাসা করেছিকু আশ ॥ বহুদিন মনে ছিল আশা অস্তরের ধ্যানখানি লভিরে সম্পূর্ণ বাণী ; ধন নয়, মান-নয়, আপনার ভাষা করেছিকু আশ । মেঘে মেঘে এ”কে যায় অস্তগামী রবি কল্পনার শেষ রঙে সমাপ্তির ছবি, আপন স্বপন-লোক আলোকে ছায়ায় রঙে রসে রচি দিব তেমনি মায়ায় । তাহারে জড়ায়ে ঘিরে ভরিয়া তুলিবে ধীরে জীবনের ক’দিনের কাদা আর হাসা । ধন নয়, মান নয়, ধেয়ানের ভাষা করেছিল্প আশা ॥