পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরেন্দ্রনাথ সেন, এল. এম. এস. সম্পাদকদ্বয় এবং শ্ৰীযুক্ত তেজচন্দ্র সাল্ল্যাল তত্ত্বাবধায়ক । প্রায় দেখিতে পাওয়া যায় সমাজের শীর্ষস্থানীয় গণ্যমান্ত বঙ্গসন্তানগণ বঙ্গসাহিত্যসভা কিম্বা পুস্তকালয় প্রভৃতির সংশ্রবে আসিতে কুষ্ঠা বোধ করেন। অথচ তাহদের সহানুভূতির অভাবে ঐ সকল অনুষ্ঠান স্থায়ী এবং উন্নত হয় না। কানপুরপ্রবাসী উপরোক্ত উচ্চপদস্থ কৃতী ব্যক্তিগণ বঙ্গসাহিত্যসমাজে যোগদান করিয়া ভবিষ্যদবংশীয়গণের আদশস্তানীয় ट्रङ्गेश्वitष्ठ्न । কাশী—১৮৯১ সালের সেন্সস অনুসারে এখানে বাঙ্গালীর সংখ্যা ৬৬৮১ ৷ উত্তরপশ্চিমাঞ্চলে বারাণসীই প্রকৃতপক্ষে বাঙ্গালীর প্রথম স্থায়ী প্রবাস । এই স্থলেই প্রথমে মাতৃভাষাচর্চার উপায় অবলম্বিত হয় । সালে । এখানে বঙ্গসাহিত্যসমাজ নামে একটী বাঙ্গালা পুস্তকালয় স্থাপিত হয় । স্বনামখ্যাত ৮ প্রমদাদাস মিত্র মহোদয় প্রমুখ অনেক কতবিদ্য ব্যক্তির পোষকতায় সমাজের কার্য গৌরবের সহিত চলিয়া আসিতেছিল । কিন্তু কয়েক বৎসর হইতে আর উন্নতি লক্ষিত হইতেছে না । পুস্তকালয়ের মুদ্রিত তালিকায় দেখা যায়, এ পয্যন্ত পুস্তকালয়ের গ্রন্থ সংখ্যা এক সহশ্রের উদ্ধে উঠে নাই । অনুবীক্ষণ, আর্য্যদশন, রামধন্স, বান্ধব, বঙ্গদশন, তত্ত্ববোধিনী, শিল্প ও কৃষিপত্রিক প্রভৃতি অনেকগুলি পুরাতন সাময়িক পত্রিক পুস্তকালয়ের গৌরব বদ্ধন করি, তেছে । ভারতী, সাহিত্য ও বামাবোধিনী প্রভৃতি আর ও কয়েক খানি প্রচলিত পত্রিকাও রক্ষিত হইতেছে । পুস্তকালয়ের আয় সন্তোষজনক নহে। এই পুস্তকালয় সম্বন্ধে অন্তান্ত সংবাদ বারাস্তরে লিখিত হইবে ; এবং এ স্থানের ৰাঙ্গালা পত্রিকার সম্পাদক এবং গ্রন্থকারগণের নামও তৎসঙ্গে প্রকাশিত হইবে । উপস্থিত দুইজন বৰ্ত্তমান গ্রন্থকারের নাম প্রদত্ত হইল । জীহরকুমার ভট্টাচাৰ্য্য—শঙ্করাচার্য্য নাটক । খ্ৰীগোবিন্দচন্দ্র বসু-কবিতাকলাপ । > *

  • উত্তরপশ্চিম ও অযোধ্যার বtৎসরিক শাসণবিবরণীতে প্রকাশ, ?' ४४१९ म८ण अङिछि७ । किङ् गयाप्ख्य भूराएकद्र छालिकाङ्ग “४९१९ नttण जरहॉनिङ” जिथिङ चांप्छ ।

প্রশ্বাসী । २8७ গোরক্ষপুর –১৮৯১ সালের সেন্সস মতে এখানে ৩২৩ জন বাঙ্গালীর বাস । দশ বৎসরে অনেক বুদ্ধি হইয়া থাকিবে। এখানে দুইটি বাঙ্গালা পুস্তকাগার আছে । একটর নাম "বিদ্যাসাগর লাইব্রেরী”, অপরটির Rfn“Friends Literary Club" e qaf, attrafwfwfra, দ্বিতীয় পুস্তকাগার আলিনগরে অবস্থিত । “বিদ্যাসাগর লাইব্রেরীর” স্বতন্ত্র অস্তিত্ব নাই । এখানে একটা দাতব্য চিকিৎসালয় এবং বাঙ্গাল সংস্কৃত-হিন্দী পাঠশালা আছে ; পুস্তকালয়টি তাহারই সংশ্লিষ্ট এবং স্থানীয় জনসাধারণের সাহায্যে শ্ৰীযুক্ত হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক ১৮৯০ সালে স্থাপিত । ইহার বিশেষ বিবরণ আমরা প্রাপ্ত হই নাই । “Friends literary Club” (roto-ownsfossfoরের ভূতপূৰ্ব্ব পুস্তকাধ্যক্ষ, মাতৃভাষানুরাগী শ্ৰীযুক্ত ভবতারণ ঘোষ এবং “ক্লবের” বর্তমান কাৰ্য্যাধ্যক্ষ শ্ৰীযুক্ত অরুণচন্দ্র বন্দোপাধ্যায় প্রমুখ কতিপয় ব্যক্তির দ্বারা ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত । ইহাতে প্রায় ৩০ • শত বাঙ্গাল এবং প্রায় ২ • • ইংরাজী পুস্তক আছে । চাঁদ এবং এককালীন দান লইয়। ইহার ১৫১৬ টাকা মাসিক আয় হয় । আমরা বিশ্বস্ত স্বত্রে অবগত হইয়াছি, পুস্তকালয়টির আশানুরূপ উন্নতি হইতেছে না। ৩৪ বৎসরে বাঙ্গালা পুস্তকের ংখ্যা ৩• • শতের অধিক না হওয়া উন্নতির লক্ষণ নহে । শুনা যায়, তন্মধ্যে অধিকাংশ গ্রন্থ ও পত্রিকা গ্রন্থকার ও সম্পাদকগণের নিকট হইতে লিনামূল্যে এবং অন্ধ মূল্যে প্রাপ্ত। গোরক্ষপুরের ন্যায় স্থানে মাসিক ১৫১৬ টাকা স্থায়ী অায় অবশ্য আশা প্রদ বলিতে হইবে । স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণের সহানুভূতি পাহলে ইহা শীঘ্রই উন্নতিলাভ করিতে পারে । ইংরাজী নামের পরিবর্তে বাঙ্গাল নাম দিলে পুস্তকালয়টি জাতীয় অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ অবস্থান করিবে । নাইনিতাল—প্রাদেশিক গবর্ণমেণ্টের প্রধান প্রধান কৰ্ম্মচারিগণ বৎসরের প্রায় আদ্ধেক সময় এই স্থানে অতিবাহিত করেন । তাহাদের দপ্তরের সহিত অনেক বাঙ্গালী কৰ্ম্মচারীর আগমন হয়, কয়েকজনকে কার্য্যেপলক্ষে বারমাসই পাহাড়ে থাকিতে হয় । ইতিপূৰ্ব্বে ७षारन बॉजांलौण१ मांडूछांशांब्र अष्ट्रलैगम कब्रिवाब्र राषांक