পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

889. প্রকাশিত হষ্টতে লাগিল। সেই সকল প্রবন্ধ পাঠ করিয়া মিওর মহোদয় সারদা বাবুকে ডাকিয়া পাঠান। সারদা বাবু পালীমোহন বন্দোপাধ্যায়, রামকালী চৌধুরী, নীল কমল মিত্র এবং গয়া প্রসাদ, এই চারি জন সমভিবাতারে লাট সমীপে উপনীত কইলেন । শিক্ষাবিভাগের ডিরেক্টর কেম্পসন সাহেব তথায় ੋਣ ছিলেন । লাট বাহাদুর ইষ্ঠাদের সাদর অভ্যর্থনা করিয়া সারদ। বাবুকে সম্বোধন করিয়া বলিলেন---“দেখিতেছি, আপনার বাঙ্গণী, এদেশে চাকরি উপলক্ষে আসিয়াছেন, কৰ্ম্ম শেষ হইলে স্বদেশে ফিরিয়া যাইবেন । আপনাদের আদালতে উৰ্দ্দ, থাকতে ক্ষতি কি ?” তখন উন্নতমনা তেজস্বী রামকালী বাবু দণ্ডায়মান হইয়া সংক্ষিপ্ত অথচ ওজস্বিনী ভাষায বক্ততা করিয়া বলিলেন--“মনুষ মাত্রেরই কৰ্ত্তবা, যে দেশে বাস ২. সেই দেশীয় লোকের চিতচিন্তা ও দুঃখ মোচন করিতে যত্নপর হয় । বাঙ্গালী জাতি এত স্বার্থপর নহে যে এরূপ অতীব কৰ্ত্তব্য কৰ্ম্ম হইতে পরযুগ হুইবে ।” তৎপরে তিনি হিন্দী প্রচলনের আবশুকতা বিশদভাবে বুঝাইয় দিলেন । কিন্তু ছোটলাট এক সুদীর্ঘ বক্ততা করিয়া বলিলেন, "হিন্দী ভাষার এখনও এমত অবস্থা হয় নাই যে উর্দ, ভাবার সমকক্ষ হইতে পারে । যখন দেশীয় লোকের চেষ্টায় উৎকৃষ্ট সাহিত্যপুস্তক হিন্দীতে লিখিত হইবে তখন হিন্দী ভাষ। আদালতে গুহীত হইতে পরিবে ; এখন মহে” । ইহার পর হইতে সারদ। বাবু এবিষয়ে নীরব রছিলেন । কিন্তু রামকালী বাবু মৃত্যুকাল পর্য্যস্ত ইহার পক্ষাবলম্বন ও আন্দোলন করিয়া গিয়াছেন। সারদা বাবু যে বীজ রোপণ করিয়াছিলেন, সার এণ্টনি ম্যাকডনেল মহোদয়ের কৃপায় তাহা অঞ্জুরিত হইল। -

  • ffari Tt; Accountaħt Generale: srtforą ar ER Superintendent ছিলেন । ৩৯ বৎসর প্রশংসার সহিত কার্যা করিয়া মাসিক দুই শত টাকা পেন্সন প্রাপ্ত হইয়াছেন । পেন্সন লইয়াও ইনি নিশ্চিন্ত হইতে পারেন নাই । ১৮৯২ সালে এখানকার Agra Savings Bank ২ - লক্ষ টাকার অধিক কারবার করিয়াও বিপন্ন হইয়। পড়িলে উহাকে একজন ডিরেক্টর নিযুক্ত করে। ব্যাঙ্ক বন্ধ হইলে বদশে অনেক বিধবা ও নাবালক নিঃস্ব হইয়া

প্রাবলী [ ১ম ভাগ । পড়ে দেখিয়া ইনি বিনা বেতনে উক্ত পদ গ্রহণ করেন । কিন্তু সার গ্রফিথ ইভানস ও অন্যান্ত সাহেবদিগের ইচ্ছায় ব্যাঙ্ক বন্ধই করিতে হঠল । সারদা বাবুর বয়ঃক্রম এক্ষণে ৬৫ বংসর । শ্রবণশক্তির হ্রাস হইয়াছে, শরীরও অপটু হইয়া আসিতেছে, কিন্তু এখনও তাহার অধ্যয়নম্প হা পূৰ্ব্ববং বলবর্তী আছে । বিজ্ঞান তাঙ্গর অধ্যয়নের প্রধান বিষয় । <<£ta & Ari$t Encyclopædia Britannica Ή করিয়া দিবারাত্র অধ্যয়ন করিতেছেন । জড় ও প্রাণিজগতের শক্তি ও গঠনপ্রণালী, আলোক, নক্ষত্র ও আকাশ সম্বন্ধে ষ্টষ্ঠার অনেক অভিনব ধারণ আছে । সেই সকলের প্রমাণ সংগ্রহ ও সত্যাবিস্কারে ইনি এক্ষণে সৰ্ব্বদাই ব্যাপৃত আছেন । পারীমোহন বাবু র্যাঙ্গদের উত্তরপশ্চিম প্রদেশে আনয়ন করেন, মাননীয় শ্ৰীযুক্ত প্রমদাচরণ বন্দোপাধ্যায় তাহাদিগের অন্ততম । জষ্টিস বন্দোপাধ্যায় মহাশয় ১৮৭২ অব্দে এলা: হাবাদে মুন্সেফ পদ প্রাপ্ত হম এবং গাজীপুর ও বারাণসীতে মুন্সেী করিয়া ১৮৭৬ সালে এলাহাবাদ হাইকোটের ডেপুটি রেজিষ্টার হন । সালে সবজজ নিযুক্ত হন এবং কিছুকাল সেসন ও ডিষ্ট্রিক্ট জজের কন্ম করিয়া ১৮৯১ সালে লঙ্কেএর additional জজ নিয়ে। ঞ্জিত হন । অব্যবহিত পরেই হাইকোটের বিচারপতির সম্মানিত পদে অধিষ্ঠিত হন। ইহার দানের হস্ত সঙ্কচিত থাকে না । সেজন্য দীন দুঃখী অনাথ নরনারীকে যথেষ্ট অর্থ সাহায্য করতে শুনা যায় । অনাড়ম্বর গুপ্ত দান করিয়াই ইনি অধিক তৃপ্তি লাভ করিয়া থাকেন । ইহঁার ভগিনীর জামাতা স্বগীয় অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও প্যারী . মোহন বাবুর সুত্রে এতদঞ্চলে আগমন করেন। অবিনাশ বাবু কলিকাতার দক্ষিণে বড়িশাবেহালা গ্রামে ১৮৪ খৃঃ অব্দের ২৪ সেপ্টেম্বর তারিখে জন্ম গ্রহণ করেন । অসচ্ছল অবস্থায় জন্মগ্রহণ করায় ইহঁাকে বাল্যজীবনে দারিদ্র্যের সহিত সংগ্রাম করিতে হইয়াছিল । অর্থের অভাবে অবিনাশ বাবু ডল এবং ডফ সাহেবের অবৈতনিক স্কুলে প্রথম শিক্ষা লাভ করিয়া ছাত্ররত্তি গ্রহণ করত: প্রেসিডেন্সি কলেজে প্রবেশ করেন । এখানে অধ্যয়নকালে ইনি স্কলারসিপের টাকা হইতে সংসারখরচ চালাইতেন এবং অধিক মূলোর পুস্তক ক্রয় করিবার সামর্থ্য না থাকায় অনেক গ্রন্থ স্বহস্তে な切-ャ●