পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११ একাদশ পরিচ্ছেদ অধিক টানিলে দড়ি চিড়িয়া যায় ; অধিক নিংড়াইলে লেবু তিক্ত হয় । এ সব অতি পুরাতন প্রবচন ; কিন্তু সতা কথা অতি পুরাতন হইলেও মর্যাদাঙ্গীন হয় না। অতএব এইবেল। আমি সাবধান হই । আমি বুঝিতে পারিতেছি যে অতি সহিষ্ণু পাঠক মহাশয় বিরক্ত হইবার উপক্রম করিতেছেন ও বলিতেছেন—“ কি আপদ ! কোথায় বা অদ্ভূত l&omance, Cotosis on real sounething & Co. Coo কবিতার ললিত-লবঙ্গলতা-পরিশীলন-কোমল-মলয়সমীর বচিতে আরম্ভ হইল।” আমার বিবেচনায় এস্থলে একটা খণটি ফলারের গল্প বর্ণন করা লেখক ও পাঠক উভয়ের পক্ষে অসুবিধাজনক চইবে না। একদিন - পুরে আমরা কোন শ্রাদ্ধবাড়িতে কতিপয় বন্ধু অতিপরিতোমের সঠিত স-মণ্ড লুচি আহার করিলাম। তাহার পর বৈকালে সুবিখ্যাত শ্ৰীযুক্ত ব - বাবুর বাটিতে নিমন্ত্রণ হইল। আমরা আপত্ত্বি করিলাম না । ভাবিলাম—” ক্ষতি কি ? শ্ৰাদ্ধ বাড়িতে লুচি আঙ্গার হইয়াছে । রাত্রে ভাত পোলা ও থাকয় মুখ বদলান যাইবে" । রাত্রে যথাসময়ে আমরা আহারার্থে অসনে বসিলাম । সহসা পাতে আসিয়া লুচি পড়িল ; তরকারি পড়িল। আমরা সাননো তাচ নি:শেষ করিলাম । ভাবিলাম ইহা উপক্রমণিকামাত্র, আধুনিক সুসভ্য খাদ্যরীতির অনুমোদিত মঙ্গলাচরণ বিশেষ । নিশ্চিত অবিলম্বে সৌরভfন;সারী ধূমে। গদারী নয়নাভিরাম “ পোলাও ” আসিয়া উপস্থিত হইবে । দ্রুতপাদবিক্ষেপে ব্রাহ্মণ ঠাকুর আসিয়া উপস্থিত। আবার লুচি—আবার তরকারি। ফিরিয়া গিয়া, আবার দৌড়াইয়া আসিল। আবার লুচি–আবার তরকারি! আমাদের দেখিয়াই ত চক্ষু স্থির। তখন নিরাশ হুইয়া, “ পোলাও"য়ের আশা ত্যাগ করিলাম ; নিতান্ত বিসর্বদনে লুচি ও তরকারি গলাধঃকরণ করিতে লাগিলাম । এইরূপে বিড়ম্বিত ও অপমানিত হইয়া আমাদের কৃপাপাত্র উদরের চারি ভাগের সাৰ্দ্ধ তিন ভাগ লুচি ও তরকারিতে পরিপূর্ণ হইল। আবার পদশক । দুপ দুপ করিয়া ব্রাহ্মণ ঠাকুর আসিতেছে । আমরা ভাবিলাম, এইবার মিষ্টান্ন, প্রবাসী পরমান্ন, অন্ন, দধি আসিতেছে। এ ভোজন প্রহসনের শেষ [ ১ম ভাগ । ASAMAAA AAAAS AAAAA AAAA S AAAAAe AMS SeeS S S AAAAAA چه بود که به ب. গর্ভাঙ্ক । সন্মুখসমরে পড়ি ক্ষুধাদপহারী তপ্ত লুচি, চলি যবে গেল। এ উদরে অকালে, কহ গো দেবি অমৃতবর্ষিণি রসনে (রন্ধনশীলে অধিষ্ঠিত্ৰি দেবি, সুভক্ত ঔদরিকের চিরবাঞ্ছা, অfহ! !) কোন বীরবরে মরি কাংস্তপত্রে বরি পাঠাইল রণে পুন: বঙ্গ কুলনিধি তাড়াতাড়ি ? ব্রাহ্মণ ঠাকুর আসিল । আশ্চর্য্য ! আশ্চর্য্য ! চারিধারে লাধুর সৌরভ, এলালবঙ্গের গৌরব –সপ্তম তপ্ত তপ্ত পোলা ও পাতে পড়িতে লাগিল । কিন্তু তখন উদরের cle I, রাগ করিয়া কাজে ইস্তফা দাখিল করিতে উদ্যত হইয়াছিল । আর বেচারির বড় একটা দোষ ও ছিল না । ক্রমাগত লুচি ও তরকারির বোঝাইয়ে চলৎশক্তিরহিত হইয়! পড়িয়াছিল ; কাজ করিবে কি ? আমরা শিষ্টাচার করিয়া নিমন্ত্রণকারী ব - বাবুকে বলিলাম – “ মহাশয়,এ যে agreeable surprise হইল । খুব চমৎকার পোলাও ” এই বলিয়া রাগান্ধ উদর মহাশয়কে অনেক কাকুতি মিনতিতে ঠাণ্ডা করিয়া যৎকিঞ্চিং পোলাও ভক্ষণ করিলাম । বাহিরে আসিয়া, আচমনের সময়ে, আমার এক বন্ধু সকৌতুকে <fassà (, “Our poor stomachs have been literally Grammed with diamonds instead of food ", আর একজন সহাস্তে বলিলেন “ Programme না থাকায় আজকের Mayটাই মাটি। ছাই মাথা মুণ্ডু যদি কিছু বুঝিয়া •If a CHR Pantomime show "I নিমন্ত্রিতের মধ্যে আর এক জন বলিলেন “ এত agreeable surprise as a lisagreeable surprise "I go নবা যুবা (সে তাহার বিবাহের এক বৎসর পরে প্রতিশ্রুত ঘড়ি ও চেন কৃপণ শ্বশুরের কাছে আদায় করিয়াছিল) সহাতে Rifosi “ Better late than never * অতএব আমার পাঠক পাঠিকাদিগকে আমি প্রথম হইতেই বলিয়া রাখিতেছি, “ আপনার নিশ্চিন্ত থাকুন ; কোন মতেই disagreeable surprise of a স্বধু লুচি তরকারি নহে,— মৃতপ্ত সুরভি পোলাও-ও আমার রন্ধনশালার প্রস্তুত