পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} : f ;

#

t i i ; সিংহলের উৎসব ঃ কাণ্ডি-নৃত্য বা উদারানাটুম্ . ঐশাস্তিদেব ঘোষ সিংহলের কাণ্ডি-নৃত্যের ছবি যখন প্রথম দেখি তখন খুব আশ্চৰ্য্য লেগেছিল নৰ্ত্তকদের দাড়াবার কায়দা ও হাত-পায়ের বিচিত্র ভদী দেখে। এর পূর্বে উচ্চাঙ্গের পুরুষ-নৃত্য দেখবার সৌভাগ্য আমার হয় নি, কেবল মণিপুর ও উত্তর-ভারতের কয়েকটি নাচের সঙ্গে পরিচয় الآثار রূপার মুকুট-পরা নাইয়াণ্ডি’-নৰ্ত্তক জীনন্দলাল বস্থ কর্তৃক অঙ্কিত ছিল। সিংহলের এই ছবিতে নৰ্ত্তকদের দেহের ভঙ্গীতে সঙ্গে অভিনয় উপলক্ষ্যে সিংহলে গিয়ে কাণ্ডিব বীরোচিত পুরুষ-নৃত্য স্বচক্ষে প্রত্যক্ষ করে মুগ্ধ হয়েছিলাম। এ-বছর শাস্তিনিকেতনের এক সিংহলী বন্ধুর নিমন্ত্রণ পেলাম, সেখানে ছাত্র-ছাত্রীদের রবীন্দ্র-সঙ্গীত ও শান্তিনিকেতনের নাচ শেখাবার জন্য। রাজী হলাম, ভাবলাম সে-দেশের বিখ্যাত পুরুষ-নাচও এই সুযোগে শিখে আসব। © W §§ سیاست N-N "নাইয়াণ্ড’-নৰ্ত্তক লীনন্দলাল বস্ত্র কত্ত্বক অঙ্কিত বৰ্ত্তমানে আমাদের দেশে নৃত্য-সম্বন্ধে অনেকে জানতে ইচ্ছুক ও মনোযোগী হয়েছেন, সিংহলের নৃত্যের কথা সম্ভবত বীরোচিত নৃত্যের আভাস পেয়েছিলাম। তার পরে দক্ষিণ- সকলের চিত্তাকর্ষক হতে পারে। ভারতের পুরুষ-নৃত্য ‘কথাকলি শেখার স্থযোগ হয়। কিন্তু তখনও সিংহলের সেই নর্তকদের ছবির কথা মন থেকে বায় নি। ১৩৩৪ সালে শাস্তিনিকেতনের ছাত্র-ছাত্রীদের ســـم ســه هـــسمـ - ـسـ – সিংহলী ভাষায় এই নৃত্যের নাম উদারানটুম । বৰ্ত্তমানে এই নাচটি এ-দেশের শ্রেষ্ঠ নৃত্য ব'লে সিংহলীরা মনে করে। ইংরেজী-শিক্ষিত অধিবাসীরা একে কাণ্ডি-নাচ নামে সৰ্ব্বত্র